১২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪

‘পাকিস্তান দল ভারতে যাবে কি না, সেই সিদ্ধান্ত আফ্রিদি দেবে না’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৫৬:০২ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • / ৪১৪৮ বার দেখা হয়েছে

এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত। পাল্টা দিয়ে পিসিবি বলেছে, তারাও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। ভারত-পাকিস্তানের দুই বোর্ড কর্তাদের এমন রেষারেষি চান না পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তার মতে, ‘এটা আন্তর্জাতিক ইভেন্ট, বিষয়টি ইতিবাচকভাবে নিয়ে সেখানে খেলতে যাওয়া উচিত।’

ক্রিকেটারদের উজ্জীবিত করতে গিয়ে আফ্রিদি আরও বলেন, ‘তোমরা খেলতে যাও, দেশ তোমাদের পিছনে আছে। সেখানে শিরোপা জেতা মানে আমাদের জন্য বড় জয় এবং বিসিসিআই’র গালে কষে চড় মারা।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আফ্রিদির এমন মন্তব্যে চটেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজাম শেঠি। আফ্রিদির এই মতের সমালোচনা করে একহাত নিয়েছেন পিসিবি বস। তিনি বলেছেন, ‘বিশ্বকাপ খেলতে পাকিস্তান দল ভারত যাবে কিনা, সেই সিদ্ধান্ত সরকার নেবে, আফ্রিদি নন।’

এক সাক্ষাৎকারে নাজাম শেঠি বলেন, ‘এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিসিসিআই সচিব জয় শাহ ও আমারও নেই। যদি সরকার বলে আপনারা বিশ্বকাপ খেলতে যান, তাহলে অবশ্যই আমরা যাব।’

আরও পড়ুন: ঢাকায় আসছেন বিশ্বকাপ জয়ী এমিলিয়ানো মার্টিনেজ!

এদিকে ভারতকে খেলাতে এশিয়া কাপের জন্য ফের একটা ‘হাইব্রিড মডেল’ প্রস্তাব করেছে পিসিবি। জিও নিউজ জানিয়েছে, আগস্ট-সেপ্টেম্বরে হাইব্রিড পদ্ধতিতেই হবে এশিয়া কাপ। সেক্ষেত্রে পাকিস্তানে হবে চারটি ম্যাচ। সেমিফাইনাল, ফাইনালসহ বাকি ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। দুই দেশের দুই ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের সংবাদমাধ্যমটি জানিয়েছে, পাকিস্তানের ম্যাচ চারটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বাকি ম্যাচগুলো হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x

‘পাকিস্তান দল ভারতে যাবে কি না, সেই সিদ্ধান্ত আফ্রিদি দেবে না’

আপডেট: ০৬:৫৬:০২ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩

এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত। পাল্টা দিয়ে পিসিবি বলেছে, তারাও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। ভারত-পাকিস্তানের দুই বোর্ড কর্তাদের এমন রেষারেষি চান না পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তার মতে, ‘এটা আন্তর্জাতিক ইভেন্ট, বিষয়টি ইতিবাচকভাবে নিয়ে সেখানে খেলতে যাওয়া উচিত।’

ক্রিকেটারদের উজ্জীবিত করতে গিয়ে আফ্রিদি আরও বলেন, ‘তোমরা খেলতে যাও, দেশ তোমাদের পিছনে আছে। সেখানে শিরোপা জেতা মানে আমাদের জন্য বড় জয় এবং বিসিসিআই’র গালে কষে চড় মারা।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আফ্রিদির এমন মন্তব্যে চটেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজাম শেঠি। আফ্রিদির এই মতের সমালোচনা করে একহাত নিয়েছেন পিসিবি বস। তিনি বলেছেন, ‘বিশ্বকাপ খেলতে পাকিস্তান দল ভারত যাবে কিনা, সেই সিদ্ধান্ত সরকার নেবে, আফ্রিদি নন।’

এক সাক্ষাৎকারে নাজাম শেঠি বলেন, ‘এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিসিসিআই সচিব জয় শাহ ও আমারও নেই। যদি সরকার বলে আপনারা বিশ্বকাপ খেলতে যান, তাহলে অবশ্যই আমরা যাব।’

আরও পড়ুন: ঢাকায় আসছেন বিশ্বকাপ জয়ী এমিলিয়ানো মার্টিনেজ!

এদিকে ভারতকে খেলাতে এশিয়া কাপের জন্য ফের একটা ‘হাইব্রিড মডেল’ প্রস্তাব করেছে পিসিবি। জিও নিউজ জানিয়েছে, আগস্ট-সেপ্টেম্বরে হাইব্রিড পদ্ধতিতেই হবে এশিয়া কাপ। সেক্ষেত্রে পাকিস্তানে হবে চারটি ম্যাচ। সেমিফাইনাল, ফাইনালসহ বাকি ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। দুই দেশের দুই ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের সংবাদমাধ্যমটি জানিয়েছে, পাকিস্তানের ম্যাচ চারটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বাকি ম্যাচগুলো হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।

ঢাকা/এসএম