১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪

ছোট উদ্যোক্তাদের সহায়তায় বিশেষ উদ্যোগ দরকার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৪১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
  • / ৪১৫৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: করোনায় ক্ষতিগ্রস্ত কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) সহায়তার জন্য বিশেষ উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।

জসিম উদ্দিন বলেন, সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য সরকার প্রণোদনা তহবিল দিলেও ৭৩ শতাংশ বাস্তবায়ন হয়নি। মূল কারণ হলো, আগে থেকে ব্যাংকের সঙ্গে সম্পর্ক না থাকা। তাই ছোটদের জন্য বিশেষ উদ্যোগ প্রয়োজন। ঋণ প্রদানে ঝুঁকি থাকলেও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণের অর্থ পরিশোধের হার খুবই ভালো।

দেশে এই প্রথম আন্তর্জাতিক এমএসএমই দিবস উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনলাইন আলোচনায় গতকাল রোববার এসব কথা বলেন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন। এসএমই ফাউন্ডেশন ও জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউএনআইডিও) যৌথ উদ্যোগে আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ প্রমুখ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এফবিসিসিআইয়ের সভাপতি ব্যবসার ঝুঁকি কমাতে সিএমএসএমই খাতের প্রতিষ্ঠানগুলোকে বিমার আওতায় আনার পরামর্শ দেন। তিনি আরও বলেন, অর্থনৈতিক অঞ্চলগুলোতে সিএমএসএমই উদ্যোক্তাদের জায়গা বরাদ্দ থাকতে হবে।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘অর্থনীতির প্রধান শক্তি হচ্ছে সিএমএসএমই খাত। আমরা গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে উদ্যোক্তা তৈরি করতে চাই। ছোট উদ্যোক্তাদের অর্থায়ন করাই মূল চ্যালেঞ্জ। তেলা মাথায় তেল না দিয়ে সিএমএসএমই উদ্যোক্তাদের উৎসাহ দেওয়ার চেষ্টা করছে সরকার।’

শিল্পসচিব জাকিয়া সুলতানা বলেন, ট্রেড লাইসেন্স না থাকা ও হিসাব-নিকাশ ঠিকঠাক না করায় ছোট উদ্যোক্তারা প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ পেতে সমস্যায় পড়েছেন। এ জন্য তাঁদের সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন তিনি।

উদ্যোক্তা গাজী তৌহিদুর রহমান ও রেজমিন হাফিজ এসএমই ফাউন্ডেশনের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়ে বলেন, এসএমই উদ্যোক্তাদের জন্য প্রতিবছর বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ রাখা প্রয়োজন।

আরও বক্তব্য দেন ইউএনআইডিওর দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান ভেন বার্কেল রেনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, চেয়ারপারসন মো. মাসুদুর রহমান প্রমুখ।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

 

শেয়ার করুন

x

ছোট উদ্যোক্তাদের সহায়তায় বিশেষ উদ্যোগ দরকার

আপডেট: ০১:৪১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: করোনায় ক্ষতিগ্রস্ত কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) সহায়তার জন্য বিশেষ উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।

জসিম উদ্দিন বলেন, সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য সরকার প্রণোদনা তহবিল দিলেও ৭৩ শতাংশ বাস্তবায়ন হয়নি। মূল কারণ হলো, আগে থেকে ব্যাংকের সঙ্গে সম্পর্ক না থাকা। তাই ছোটদের জন্য বিশেষ উদ্যোগ প্রয়োজন। ঋণ প্রদানে ঝুঁকি থাকলেও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণের অর্থ পরিশোধের হার খুবই ভালো।

দেশে এই প্রথম আন্তর্জাতিক এমএসএমই দিবস উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনলাইন আলোচনায় গতকাল রোববার এসব কথা বলেন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন। এসএমই ফাউন্ডেশন ও জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউএনআইডিও) যৌথ উদ্যোগে আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ প্রমুখ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এফবিসিসিআইয়ের সভাপতি ব্যবসার ঝুঁকি কমাতে সিএমএসএমই খাতের প্রতিষ্ঠানগুলোকে বিমার আওতায় আনার পরামর্শ দেন। তিনি আরও বলেন, অর্থনৈতিক অঞ্চলগুলোতে সিএমএসএমই উদ্যোক্তাদের জায়গা বরাদ্দ থাকতে হবে।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘অর্থনীতির প্রধান শক্তি হচ্ছে সিএমএসএমই খাত। আমরা গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে উদ্যোক্তা তৈরি করতে চাই। ছোট উদ্যোক্তাদের অর্থায়ন করাই মূল চ্যালেঞ্জ। তেলা মাথায় তেল না দিয়ে সিএমএসএমই উদ্যোক্তাদের উৎসাহ দেওয়ার চেষ্টা করছে সরকার।’

শিল্পসচিব জাকিয়া সুলতানা বলেন, ট্রেড লাইসেন্স না থাকা ও হিসাব-নিকাশ ঠিকঠাক না করায় ছোট উদ্যোক্তারা প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ পেতে সমস্যায় পড়েছেন। এ জন্য তাঁদের সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন তিনি।

উদ্যোক্তা গাজী তৌহিদুর রহমান ও রেজমিন হাফিজ এসএমই ফাউন্ডেশনের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়ে বলেন, এসএমই উদ্যোক্তাদের জন্য প্রতিবছর বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ রাখা প্রয়োজন।

আরও বক্তব্য দেন ইউএনআইডিওর দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান ভেন বার্কেল রেনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, চেয়ারপারসন মো. মাসুদুর রহমান প্রমুখ।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: