০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বই কেনার পুরো তালিকা বাতিল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:২৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
  • / ৪২০৮ বার দেখা হয়েছে

ফাইল ফটো

গতকাল রোববার কে এম আলী আজম সাংবাদিকদের বলেছিলেন, তালিকায় একজন অতিরিক্ত সচিবের ২৯টি বই থাকার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে তা সংশোধন বা বাতিল করা হবে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের জন্য এ বইয়ের তালিকা করা হয়েছিল।

গত শনিবার প্রথম আলোয় ‘বই কেনার তালিকায় এক অতিরিক্ত সচিবের ২৯ বই’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।প্রতিবেদনে সরকারি কর্মকর্তাদের মধ্যে ‘জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস’ বাড়ানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি উদ্যোগের প্রসঙ্গ উঠে আসে।

উদ্যোগের আওতায় জেলা-উপজেলায় বই কিনতে ৯ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তার সঙ্গে পাঠানো হয় ১ হাজার ৪৭৭টি বইয়ের তালিকা। এ তালিকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামের লেখা ২৯টি বই দেখা যায়, যার অধিকাংশই কবিতার বই। তার মধ্যে ২৪টি প্রকাশিত হয়েছে মাত্র একটি প্রকাশনী থেকে।

আরো পড়ুন: দেশ এখন জঙ্গি মুক্ত: র‌্যাব মহাপরিচালক

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বই কেনার পুরো তালিকা বাতিল

আপডেট: ০৪:২৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২

গতকাল রোববার কে এম আলী আজম সাংবাদিকদের বলেছিলেন, তালিকায় একজন অতিরিক্ত সচিবের ২৯টি বই থাকার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে তা সংশোধন বা বাতিল করা হবে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের জন্য এ বইয়ের তালিকা করা হয়েছিল।

গত শনিবার প্রথম আলোয় ‘বই কেনার তালিকায় এক অতিরিক্ত সচিবের ২৯ বই’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।প্রতিবেদনে সরকারি কর্মকর্তাদের মধ্যে ‘জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস’ বাড়ানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি উদ্যোগের প্রসঙ্গ উঠে আসে।

উদ্যোগের আওতায় জেলা-উপজেলায় বই কিনতে ৯ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তার সঙ্গে পাঠানো হয় ১ হাজার ৪৭৭টি বইয়ের তালিকা। এ তালিকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামের লেখা ২৯টি বই দেখা যায়, যার অধিকাংশই কবিতার বই। তার মধ্যে ২৪টি প্রকাশিত হয়েছে মাত্র একটি প্রকাশনী থেকে।

আরো পড়ুন: দেশ এখন জঙ্গি মুক্ত: র‌্যাব মহাপরিচালক

ঢাকা/এসএ