১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪

টানা পতনে সূচক কমলো ৮৪ পয়েন্ট

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৪৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • / ৪১৬৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের পুঁজিবাজারে টানা ৮দিন ধরে দরপতনে দিশেহারা বিনিয়োগকারীরা। দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৯ মার্চ) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮৪ পয়েন্ট কমেছে।আজও ডিএসইর লেনদেন কমে চার’শ কোটির ঘরে। এদিনও ডিএসইর দরপতনে তিনশতাধিকের বেশি কোম্পানির শেয়ারদর। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমলেও বেড়েছে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মঙ্গলবার ডিএসইতে ৪৬৫ কোটি ৫৪ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২১ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকা কম লেনদেন হয়েছে। গত সোমবার ডিএসইতে ৪৮৬ কোটি ৬৭ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই’র প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮৪.১৩ পয়েন্ট বা ১.৪২ শতাংশ কমে অবস্থান করছে ৫ হাজার ৮১৪.০৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৭.৮৬ পয়েন্ট ১.৩৮ শতাংশ কমে অবস্থান করছে ১ হাজার ২৬৮.৩৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২২.৫ পয়েন্ট ১.১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০.১১ পয়েন্টে।

আরও পড়ুন: টার্নওভারের শীর্ষে এশিয়াটিক ল্যাবরটিজ

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- পিপলস লিজিংয়ের ১০ শতাংশ, রবির ১০ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৮.৭৪ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৮.৭২ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৮.২০ শতাংশ, গোল্ডেন সনের ৮.০৫ শতাংশ, উসমানিয়া গ্লাস শিটের ৭.৯৩ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৭.৬১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৭.৪৩ শতাংশ, গোল্ডেন হার্ভেস্টের ৭.২১ শতাংশ শেয়ার দর কমেছে।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ৩১৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৬৫.০১ পয়েন্ট বা ১.৬২শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ হাজার দশমিক ৩৯ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২৭৫.১৫ পয়েন্ট বা ১.৬২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৫৩.৯৬ পয়েন্টে, শরিয়াহ সূচক ১৬.৩৯ পয়েন্ট বা ১.৪৯ শতাংশ কমে ১ হাজার ৮৩.৭২ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৬৪.৬৪ পয়েন্ট বা ০.৫ শতাংশ কমে ১২ হাজার ৬৫১.৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ সিএসইতে ২১৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ১৭০টির ও অপরিবর্তিত রয়েছে ১২টির।

দিন শেষে সিএসইতে ১৬ কোটি ৮৩ লাখ ৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১২ কোটি ৯৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার।

ঢাকা/টিএ

ট্যাগঃ

শেয়ার করুন

x
English Version

টানা পতনে সূচক কমলো ৮৪ পয়েন্ট

আপডেট: ০৩:৪৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

দেশের পুঁজিবাজারে টানা ৮দিন ধরে দরপতনে দিশেহারা বিনিয়োগকারীরা। দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৯ মার্চ) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮৪ পয়েন্ট কমেছে।আজও ডিএসইর লেনদেন কমে চার’শ কোটির ঘরে। এদিনও ডিএসইর দরপতনে তিনশতাধিকের বেশি কোম্পানির শেয়ারদর। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমলেও বেড়েছে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মঙ্গলবার ডিএসইতে ৪৬৫ কোটি ৫৪ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২১ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকা কম লেনদেন হয়েছে। গত সোমবার ডিএসইতে ৪৮৬ কোটি ৬৭ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই’র প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮৪.১৩ পয়েন্ট বা ১.৪২ শতাংশ কমে অবস্থান করছে ৫ হাজার ৮১৪.০৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৭.৮৬ পয়েন্ট ১.৩৮ শতাংশ কমে অবস্থান করছে ১ হাজার ২৬৮.৩৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২২.৫ পয়েন্ট ১.১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০.১১ পয়েন্টে।

আরও পড়ুন: টার্নওভারের শীর্ষে এশিয়াটিক ল্যাবরটিজ

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- পিপলস লিজিংয়ের ১০ শতাংশ, রবির ১০ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৮.৭৪ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৮.৭২ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৮.২০ শতাংশ, গোল্ডেন সনের ৮.০৫ শতাংশ, উসমানিয়া গ্লাস শিটের ৭.৯৩ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৭.৬১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৭.৪৩ শতাংশ, গোল্ডেন হার্ভেস্টের ৭.২১ শতাংশ শেয়ার দর কমেছে।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ৩১৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৬৫.০১ পয়েন্ট বা ১.৬২শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ হাজার দশমিক ৩৯ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২৭৫.১৫ পয়েন্ট বা ১.৬২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৫৩.৯৬ পয়েন্টে, শরিয়াহ সূচক ১৬.৩৯ পয়েন্ট বা ১.৪৯ শতাংশ কমে ১ হাজার ৮৩.৭২ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৬৪.৬৪ পয়েন্ট বা ০.৫ শতাংশ কমে ১২ হাজার ৬৫১.৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ সিএসইতে ২১৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ১৭০টির ও অপরিবর্তিত রয়েছে ১২টির।

দিন শেষে সিএসইতে ১৬ কোটি ৮৩ লাখ ৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১২ কোটি ৯৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার।

ঢাকা/টিএ