টি-টোয়েন্টিকে টেক্কা দেবে ১০০ বলের ক্রিকেট

- আপডেট: ০৮:২২:০০ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ১০৪১০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ৪২ বলে শতরান করে আলোচনায় আসেন ইংলিশ হার্ড হিটার ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোন। তিনি এবার ইংল্যান্ডে চলমান ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের প্রশংসায় মেতেছেন। গত মঙ্গলবার ফোনিক্সের হয়ে নর্দার্ন সুপারচার্জারসের বিপক্ষে খেলেন মাত্র ৪০ বলে ৯২ রানের ক্যামিও ইনিংস। লিভিংসটোনের মতে তার এবং তার দলের হাঁকানো ছক্কাগুলো নতুন প্রজন্মকে ক্রিকেটে আগ্রহী করে তুলবে।
বার্মিংহাম ফোনিক্সের অন্যতম তারকা লিভিংস্টোন মনে করেন, ১০০ বলের এই খেলা তরুণ প্রজন্মকে ক্রিকেটের কাছাকাছি নিয়ে আসতে ভূমিকা রাখছে। তিনি ১০০ বলের এই নতুন টুর্নামেন্ট সম্পর্কে বলেন, ‘অবিশ্বাস্য। প্রতিযোগিতাটি ক্রমেই বড় এবং আরও সুন্দর হয়ে উঠছে। সবচেয়ে বড় বিষয় অনেক বাচ্চারা দলের জার্সি পড়ে তাদের সমর্থনে এসেছিল যেটা টি-টোয়েন্টি প্রতিযোগিতাগুলোয় দেখা যায় না।’
স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপকালে লিভিংস্টোন বলেন, ‘দর্শকদের মধ্যে অধিকাংশই অল্পবয়সী ছিলেন যেটা আমরা আগে কখনো দেখিনি। নতুন প্রজন্মকে ক্রিকেটে অনুপ্রাণিত করা-আমার মনে হয় এটাই দ্য হান্ড্রেডের সার্থকতা।’ তার বিশ্বাস টি-টোয়েন্টিও এক সময় ছাড়িয়ে যেতে পারে দ্য হান্ড্রেড।
তাদের খেলার ধরণ দর্শকদের অনেক আনন্দ দিয়েছে উল্লেখ করে লিভিংস্টোন জানান, ‘আমরা অনেক মানুষকে আনন্দ দিয়েছি। ইয়াংস্টাররা এই খেলা দেখে অনুপ্রাণিত হবে ছক্কা মারার জন্য।’ বিশ্বের সেরা খেলোয়াড়দের উপস্থিতিও রোমাঞ্চিত করছে লিভিংস্টোনকে। তিনি বলেন, ‘টুর্নামেন্টটির মান এক কথায় অসাধারণ। আগামী বছর আরো অনেক তারকা খেলোয়াড় যোগ দেবেন এই টুর্নামেন্টে।’
২০১৭ সালে ইংল্যান্ডের জার্সিতে টি টোয়েন্টি অভিষেক হয় লিয়াম লিভিংস্টোনের। ভারতের বিপক্ষে একদিনের খেলায়ও অভিষেক হয়েছে তার।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
- ভারতকে পণ্য দেওয়া বন্ধ করে দিল তালেবান!
- ইভ্যালির বিরুদ্ধে ৫ হাজারের বেশি অভিযোগ
- গ্রেনেড হামলায় মানুষ হত্যা কোন ধরনের গণতন্ত্র?
- বনানী অগ্নিকাণ্ড: ভবন কর্তৃপক্ষের গাফিলতি পেলে ব্যবস্থা
- একদিনে আরও ২৭৮ ডেঙ্গু রোগী হাসপাতালে
- হল না খুলেই পরীক্ষা, বিপাকে সাত কলেজের শিক্ষার্থীরা
- রিজেন্ট টেক্সটাইলে তালা, শ্রম আইন না মানার অভিযোগ
- করোনায় ভ্রমণ কর আদায়ে ভয়াবহ ধস
- করোনায় একদিনে প্রাণ ঝরল আরও ১২০ জনের