০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪

ডিএসইর লেনদেনের সাড়ে ১১ শতাংশই ব্লকে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৫৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১০৩৪১ বার দেখা হয়েছে

সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট শেয়ার লেনদেন হয়েছে ১১ হাজার ৭২৭ কোটি টাকার। মোট লেনদেনের ১ হাজার ৩৬০ কোটি  টাকা বা ১১ দশমিক ৬০ শতাংশই ব্লক মার্কেটের। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ১৮৫ কোটি টাকার শেয়ার লেনদেন করে বেক্সিমকো লিমিটেড।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানুয়ারিতে একক কোম্পানি হিসেবে ব্লক মার্কেটে বেক্সিমকো লিমিটেডের সর্বাধিক ১৮৫ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়। অথচ মূল বাজারে পুরো মাসে লেনদেন ১৬ কোটি টাকার কম। দ্বিতীয় সর্বোচ্চ ১২৭ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে সী পার্ল হোটেল অ্যান্ড রিসোর্টের। মূল বাজারে এ কোম্পানির ৩৫৯ কোটি টাকার লেনদেন হয়েছে। তৃতীয় অবস্থানে থাকা স্কয়ার ফার্মার যেখানে মূল বাজারে ৭ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, সেখানে ব্লক মার্কেটে হয়েছে ৯১ কোটি টাকার। ব্লক মার্কেটে লেনদেনে এর পরের অবস্থানে ছিল আইপিডিসি ও ফরচুন সুজ। পর্যালোচনায় আরও দেখা গেছে, ব্লক মার্কেটে অন্তত ৪০৭ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে বেঁধে দেওয়া ফ্লোর প্রাইসের তুলনায় কম মূল্যে।

প্রসঙ্গত, জানুয়ারির ২৩ কার্যদিবসের মধ্যে ১৩ কার্যদিবসে ব্লক মার্কেটের শেয়ার কেনাবেচা ছিল মোট লেনদেনের ১০ শতাংশের বেশি। ১১ জানুয়ারি ১৯৯ কোটি টাকার লেনদেনের ১০৮ কোটি টাকাই ছিল ব্লকে। গতকালের ৫৭৩ কোটি টাকার লেনদেনে ব্লক মার্কেটের অংশ ছিল ১২৫ কোটি ৩৪ লাখ টাকা, যা মোটের প্রায় ২২ শতাংশ।

আরও পড়ুন: বিডি ওয়েল্ডিংয়ের ৩০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে সী পার্ল

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে নানা ইস্যুতে মানুষ পুঁজিবাজারবিমুখ। ফ্লোর প্রাইসে বেশিরভাগ শেয়ার আটকে থাকায় ক্রেতা সংকট চলছে। ফলে বিনিয়োগ আটকে আছে। এ কারণে লেনদেন কমতে থাকলে কারসাজির সঙ্গে জড়িতরা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে শেয়ার কেনাবেচা করে লেনদেন বেশি দেখানোর চেষ্টা করেন।

উল্লেখ্য, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মার মতো বৃহৎ বাজার মূলধনি কোম্পানিগুলোর শেয়ার ফ্লোর প্রাইসে আটকে থাকায় বড় বিনিয়োগকারীরা অপেক্ষাকৃত কম মূল্যে ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করে। মূল বা পাবলিক মার্কেটে ফ্লোর প্রাইসের কমে লেনদেন করা না গেলেও ব্লক মার্কেটে এর তুলনায় ১০ শতাংশ কমে লেনদেনের সুযোগ আছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

ডিএসইর লেনদেনের সাড়ে ১১ শতাংশই ব্লকে

আপডেট: ০১:৫৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩

সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট শেয়ার লেনদেন হয়েছে ১১ হাজার ৭২৭ কোটি টাকার। মোট লেনদেনের ১ হাজার ৩৬০ কোটি  টাকা বা ১১ দশমিক ৬০ শতাংশই ব্লক মার্কেটের। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ১৮৫ কোটি টাকার শেয়ার লেনদেন করে বেক্সিমকো লিমিটেড।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানুয়ারিতে একক কোম্পানি হিসেবে ব্লক মার্কেটে বেক্সিমকো লিমিটেডের সর্বাধিক ১৮৫ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়। অথচ মূল বাজারে পুরো মাসে লেনদেন ১৬ কোটি টাকার কম। দ্বিতীয় সর্বোচ্চ ১২৭ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে সী পার্ল হোটেল অ্যান্ড রিসোর্টের। মূল বাজারে এ কোম্পানির ৩৫৯ কোটি টাকার লেনদেন হয়েছে। তৃতীয় অবস্থানে থাকা স্কয়ার ফার্মার যেখানে মূল বাজারে ৭ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, সেখানে ব্লক মার্কেটে হয়েছে ৯১ কোটি টাকার। ব্লক মার্কেটে লেনদেনে এর পরের অবস্থানে ছিল আইপিডিসি ও ফরচুন সুজ। পর্যালোচনায় আরও দেখা গেছে, ব্লক মার্কেটে অন্তত ৪০৭ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে বেঁধে দেওয়া ফ্লোর প্রাইসের তুলনায় কম মূল্যে।

প্রসঙ্গত, জানুয়ারির ২৩ কার্যদিবসের মধ্যে ১৩ কার্যদিবসে ব্লক মার্কেটের শেয়ার কেনাবেচা ছিল মোট লেনদেনের ১০ শতাংশের বেশি। ১১ জানুয়ারি ১৯৯ কোটি টাকার লেনদেনের ১০৮ কোটি টাকাই ছিল ব্লকে। গতকালের ৫৭৩ কোটি টাকার লেনদেনে ব্লক মার্কেটের অংশ ছিল ১২৫ কোটি ৩৪ লাখ টাকা, যা মোটের প্রায় ২২ শতাংশ।

আরও পড়ুন: বিডি ওয়েল্ডিংয়ের ৩০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে সী পার্ল

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে নানা ইস্যুতে মানুষ পুঁজিবাজারবিমুখ। ফ্লোর প্রাইসে বেশিরভাগ শেয়ার আটকে থাকায় ক্রেতা সংকট চলছে। ফলে বিনিয়োগ আটকে আছে। এ কারণে লেনদেন কমতে থাকলে কারসাজির সঙ্গে জড়িতরা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে শেয়ার কেনাবেচা করে লেনদেন বেশি দেখানোর চেষ্টা করেন।

উল্লেখ্য, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মার মতো বৃহৎ বাজার মূলধনি কোম্পানিগুলোর শেয়ার ফ্লোর প্রাইসে আটকে থাকায় বড় বিনিয়োগকারীরা অপেক্ষাকৃত কম মূল্যে ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করে। মূল বা পাবলিক মার্কেটে ফ্লোর প্রাইসের কমে লেনদেন করা না গেলেও ব্লক মার্কেটে এর তুলনায় ১০ শতাংশ কমে লেনদেনের সুযোগ আছে।

ঢাকা/এসএ