০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
লেনদেনের সাড়ে ৩৮ শতাংশ বীমা খাতের

ডিএসইর লেনদেনে বীমা খাতের আধিপত্য

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৫৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • / ৪২৯৪ বার দেখা হয়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলছে বীমা খাতের আধিপত্য। সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার (০৮ জুন) ডিএসইর মোট লেনদেনের ৩৮.৫৩ শতাংশই বীমা খাতের। এদিন প্রধান মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে সূচকের সাথে লেনদেন বেড়েছে ২৮০ কোটি টাকা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। ডিএসই, সিএসই ও আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ডিএসইতে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮২টির বা ২৩.৮ শতাংশ, কমেছে ৯৭টির বা ২৮.১ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ১৬৬টির বা ৪৮.১ বা শতাংশ কোম্পানির।

আজ ডিএসইতে ১ হাজার ৬৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৮০ কোটি ৯৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গত কার্যদিবসে ডিএসইতে ৭৮২ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সূত্র মতে, লেনদেনে অংশ নেয়া ৫৬টি বীমা কোম্পানির মধ্যে ২৩টিরই দর বেড়েছে, কমেছে ৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টি কোম্পানির।

এদিন বীমা খাতে মোট লেনদেন হয়েছে ৩৮০ কোটি ৯১ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ৩৮.৫৩ শতাংশ। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৬৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন বীমা খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মেঘনা লাইফ ইন্সুরেন্সে। আজ কোম্পানিটির ৪৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আরও পড়ুন: আলিফ ইন্ডাস্ট্রিজের বন্ডে আবেদনের সময় বাড়লো

দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স। আজ কোম্পানিটির ৩৭ কোটি ৪২ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়াও রূপালী লাইফ ইন্সুরেন্স, পপুলার লাইফ ইন্সুরেন্স, চাটার্ড লাইফ ইন্সুরেন্স, প্রগতি লাইফ ইন্সুরেন্স এবং ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড লেনদেনের শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে।

বীমা খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। আজ কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৭০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন: সহজের শেয়ারে বিনিয়োগ করবে এডিএন টেলিকম

এছাড়াও সোনালী লাইফ ইন্সুরেন্সের ৯.৯৬ শতাংশ, চাটার্ড লাইফ ইন্সুরেন্সের ৯.৯৫ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৯.৯২ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৯.৯০ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ৯.৮৮ শতাংশ  দর বেড়ে  শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৫২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯২ পয়েন্টে অবস্থান করছে।

অপরদিকে, সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৬২ পয়েন্টে। এদিন সিএসইতে ২১ কোটি ৬২ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৬ কোটি ৯২ লাখ টাকা বেশি। গত কার্যদিবসে সিএসইতে ১৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সিএসইতে লেনদেনে অংশ নেয়া হওয়া ২০৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৬টি, কমেছে ৫৪টি এবং অপরিবর্তিত ছিল ৭৭টির।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

লেনদেনের সাড়ে ৩৮ শতাংশ বীমা খাতের

ডিএসইর লেনদেনে বীমা খাতের আধিপত্য

আপডেট: ০৩:৫৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলছে বীমা খাতের আধিপত্য। সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার (০৮ জুন) ডিএসইর মোট লেনদেনের ৩৮.৫৩ শতাংশই বীমা খাতের। এদিন প্রধান মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে সূচকের সাথে লেনদেন বেড়েছে ২৮০ কোটি টাকা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। ডিএসই, সিএসই ও আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ডিএসইতে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮২টির বা ২৩.৮ শতাংশ, কমেছে ৯৭টির বা ২৮.১ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ১৬৬টির বা ৪৮.১ বা শতাংশ কোম্পানির।

আজ ডিএসইতে ১ হাজার ৬৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৮০ কোটি ৯৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গত কার্যদিবসে ডিএসইতে ৭৮২ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সূত্র মতে, লেনদেনে অংশ নেয়া ৫৬টি বীমা কোম্পানির মধ্যে ২৩টিরই দর বেড়েছে, কমেছে ৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টি কোম্পানির।

এদিন বীমা খাতে মোট লেনদেন হয়েছে ৩৮০ কোটি ৯১ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ৩৮.৫৩ শতাংশ। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৬৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন বীমা খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মেঘনা লাইফ ইন্সুরেন্সে। আজ কোম্পানিটির ৪৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আরও পড়ুন: আলিফ ইন্ডাস্ট্রিজের বন্ডে আবেদনের সময় বাড়লো

দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স। আজ কোম্পানিটির ৩৭ কোটি ৪২ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়াও রূপালী লাইফ ইন্সুরেন্স, পপুলার লাইফ ইন্সুরেন্স, চাটার্ড লাইফ ইন্সুরেন্স, প্রগতি লাইফ ইন্সুরেন্স এবং ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড লেনদেনের শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে।

বীমা খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। আজ কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৭০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন: সহজের শেয়ারে বিনিয়োগ করবে এডিএন টেলিকম

এছাড়াও সোনালী লাইফ ইন্সুরেন্সের ৯.৯৬ শতাংশ, চাটার্ড লাইফ ইন্সুরেন্সের ৯.৯৫ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৯.৯২ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৯.৯০ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ৯.৮৮ শতাংশ  দর বেড়ে  শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৫২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯২ পয়েন্টে অবস্থান করছে।

অপরদিকে, সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৬২ পয়েন্টে। এদিন সিএসইতে ২১ কোটি ৬২ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৬ কোটি ৯২ লাখ টাকা বেশি। গত কার্যদিবসে সিএসইতে ১৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সিএসইতে লেনদেনে অংশ নেয়া হওয়া ২০৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৬টি, কমেছে ৫৪টি এবং অপরিবর্তিত ছিল ৭৭টির।

ঢাকা/এসএ