০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪

ডিএসই থেকে সরকারের রাজস্ব আয় কমেছে সাড়ে ১১ কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:০০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
  • / ৪৩৬৫ বার দেখা হয়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সরকারের রাজস্ব আয় হয়েছে ১৩ কোটি ৭৫ লাখ ৪৯ হাজার ৫৬২ টাকা। লেনদেন কমায় গত বছরের একই সময়ের তুলনায় সরকার ১১ কোটি ৪১ লাখ টাকার বেশি রাজস্ব আয় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ডিএসইর প্রাপ্ত তথ্যাঅনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে ডিএসই;র মোট ১৯ কর্মদিবসে ৮ হাজার ৬২৮ কোটি ৯৮ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুায়ল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। সেখান থেকে লেনদেনের ওপর কমিশন বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছে ১৩ কোটি ৭৫ লাখ ৪৯ হাজার ৫৬২ টাকা।

গত বছর ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে লেনদেন হয়েছিল ২২ হাজার ৯৯ কোটি ৮৪ লাখ ৬৩ হাজার টাকা। সেখান থেকে রাজস্ব আয় হয়েছিল ২৫ কোটি ১৭ লাখ ৪৭ হাজার ৬২৭ টাকা।

অর্থাৎ ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের তুলনায় ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সরকার রাজস্ব হারিয়েছে ১১ কোটি ৪১ লাখ ৯৮ হাজার ৬৫ টাকা।

আরও পড়ুন: ইটিএফ বিনিয়োগের নতুন একটি খাত: ড. মিজানুর রহমান

আয়কর অধ্যাদেশ অনুযায়ী, দুই ধরনের শেয়ার কেনা-বেচা থেকে সরকার রাজস্ব আয় করে। প্রথমটি হলো- কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনা-বেচা থেকে রাজস্ব আয়। দ্বিতীয়টি হলো- বিনিয়োগকারীদের শেয়ার কেনা-বেচায় ব্রোকারেজ হাউজের ওপর আরোপিত কর।

ডিএসইর তথ্য মতে, দুই ধরনের করের মধ্যে প্রথমটি হলো- ডিএসইর স্টেক হোল্ডারদের দৈনিক লেনদেনের ওপর দশমিক ০৫ শতাংশ কর। এ খাত থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে রাজস্ব আয় হয় মাত্র ৮ কোটি ৫৬ লাখ ৬৯ হাজার ৮৯৫ টাকা।

অন্যদিকে, বিএসইসি রুলস ৫৩-এম অনুসারে, স্পন্সর শেয়ারহোল্ডারদের শেয়ার কেনা-বেচা বাবদ লেনদেন ও শেয়ার হস্তান্তর থেকে ৫ শতাংশ হারে কর বাবদ রাজস্ব আয় হয়েছে ৫ কোটি ৯ লাখ ৭৯ হাজার ৬৬৭ টাকা।

সব মিলিয়ে ডিএসই থেকে মোট রাজস্ব আয় হয়েছে ১৩ কোটি ৭৫ লাখ ৪৯ হাজার ৫৬২ টাকা। ডিএসই এ টাকা জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জমা দিয়েছে।

এর আগের বছর অর্থাৎ ২০২২ সালে জমা দিয়েছিল ২৫ কোটি ১৭ লাখ ৪৭ হাজার ৬২৭ টাকা। সে হিসেবে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের তুলনায় ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সরকার রাজস্ব হারিয়েছে ১১ কোটি ৪১ লাখ ৯৮ হাজার ৬৫ টাকা।

উল্লেখ্য, এর আগে ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর ২০২২ সালে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ২২ হাজার ৯৯ কোটি ৮৪ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার, বন্ড ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সেখান থেকে কর বাবদ সরকারে রাজস্ব আয় হয়েছিল ২৫ কোটি ১৭ লাখ ৪৭ হাজার ৬২৭ টাকা।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x
English Version

ডিএসই থেকে সরকারের রাজস্ব আয় কমেছে সাড়ে ১১ কোটি টাকা

আপডেট: ১০:০০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সরকারের রাজস্ব আয় হয়েছে ১৩ কোটি ৭৫ লাখ ৪৯ হাজার ৫৬২ টাকা। লেনদেন কমায় গত বছরের একই সময়ের তুলনায় সরকার ১১ কোটি ৪১ লাখ টাকার বেশি রাজস্ব আয় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ডিএসইর প্রাপ্ত তথ্যাঅনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে ডিএসই;র মোট ১৯ কর্মদিবসে ৮ হাজার ৬২৮ কোটি ৯৮ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুায়ল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। সেখান থেকে লেনদেনের ওপর কমিশন বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছে ১৩ কোটি ৭৫ লাখ ৪৯ হাজার ৫৬২ টাকা।

গত বছর ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে লেনদেন হয়েছিল ২২ হাজার ৯৯ কোটি ৮৪ লাখ ৬৩ হাজার টাকা। সেখান থেকে রাজস্ব আয় হয়েছিল ২৫ কোটি ১৭ লাখ ৪৭ হাজার ৬২৭ টাকা।

অর্থাৎ ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের তুলনায় ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সরকার রাজস্ব হারিয়েছে ১১ কোটি ৪১ লাখ ৯৮ হাজার ৬৫ টাকা।

আরও পড়ুন: ইটিএফ বিনিয়োগের নতুন একটি খাত: ড. মিজানুর রহমান

আয়কর অধ্যাদেশ অনুযায়ী, দুই ধরনের শেয়ার কেনা-বেচা থেকে সরকার রাজস্ব আয় করে। প্রথমটি হলো- কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনা-বেচা থেকে রাজস্ব আয়। দ্বিতীয়টি হলো- বিনিয়োগকারীদের শেয়ার কেনা-বেচায় ব্রোকারেজ হাউজের ওপর আরোপিত কর।

ডিএসইর তথ্য মতে, দুই ধরনের করের মধ্যে প্রথমটি হলো- ডিএসইর স্টেক হোল্ডারদের দৈনিক লেনদেনের ওপর দশমিক ০৫ শতাংশ কর। এ খাত থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে রাজস্ব আয় হয় মাত্র ৮ কোটি ৫৬ লাখ ৬৯ হাজার ৮৯৫ টাকা।

অন্যদিকে, বিএসইসি রুলস ৫৩-এম অনুসারে, স্পন্সর শেয়ারহোল্ডারদের শেয়ার কেনা-বেচা বাবদ লেনদেন ও শেয়ার হস্তান্তর থেকে ৫ শতাংশ হারে কর বাবদ রাজস্ব আয় হয়েছে ৫ কোটি ৯ লাখ ৭৯ হাজার ৬৬৭ টাকা।

সব মিলিয়ে ডিএসই থেকে মোট রাজস্ব আয় হয়েছে ১৩ কোটি ৭৫ লাখ ৪৯ হাজার ৫৬২ টাকা। ডিএসই এ টাকা জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জমা দিয়েছে।

এর আগের বছর অর্থাৎ ২০২২ সালে জমা দিয়েছিল ২৫ কোটি ১৭ লাখ ৪৭ হাজার ৬২৭ টাকা। সে হিসেবে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের তুলনায় ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সরকার রাজস্ব হারিয়েছে ১১ কোটি ৪১ লাখ ৯৮ হাজার ৬৫ টাকা।

উল্লেখ্য, এর আগে ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর ২০২২ সালে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ২২ হাজার ৯৯ কোটি ৮৪ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার, বন্ড ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সেখান থেকে কর বাবদ সরকারে রাজস্ব আয় হয়েছিল ২৫ কোটি ১৭ লাখ ৪৭ হাজার ৬২৭ টাকা।

ঢাকা/টিএ