০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪

ডিরেক্ট লিস্টিংয়ে পুঁজিবাজারে আসছে ১১ পারপিচ্যুয়াল বন্ড

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:২৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
  • / ৪১৮৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ইতিমধ্যে ১১টি ব্যাংককে পারপিচুয়াল বা বেমেয়াদি বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এবার এ বন্ডগুলোকে ডিরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। গতকাল বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭৭৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস হিসেবে করপোরেট বন্ড মার্কেট উন্নয়নের লক্ষ্যে পারপিচুয়াল বন্ড-সংক্রান্ত একটি নির্দেশনা অনুমোদন করেছে কমিশন। এখন থেকে যদি কোনো ইস্যুয়ার পারপিচুয়াল বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করতে চায়, তবে তাকে অবশ্যই প্রস্তাবিত বন্ডের কমপক্ষে ১০ শতাংশ অর্থ পাবলিক অফারের মাধ্যমে সংগ্রহ করতে হবে। বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তথা মার্চেন্ট ব্যাংক অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ও স্টক ডিলার তাদের নিজস্ব পোর্টফোলিওর কমপক্ষে ৩ শতাংশ ২০২২ সালের ৩০ জুনের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেট সিকিউরিটিজে বিনিয়োগ করতে হবে। তাছাড়া মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওর কমপক্ষে ৩ শতাংশ পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেট সিকিউরিটিজে বিনিয়োগ করতে হবে, সংশ্লিষ্ট ফান্ডের ট্রাস্টি নিশ্চিত করবে।

কমিশন সূত্রে জানা গেছে, বর্তমানে শুধু সরকারি কোম্পানির ক্ষেত্রে ডিরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির সুযোগ রয়েছে। তবে পুঁজিবাজারে বন্ডের তারল্য বাড়ানোর জন্য কমিশন এগুলোকে তালিকাভুক্তির উদ্যোগ নিয়েছে। এজন্য এরই মধ্যে যে ১১টি ব্যাংকের পারপিচুয়াল বন্ড ইস্যু করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে ডিরেস্ট লিস্টিংয়ের সরকারি কোম্পানিসংক্রান্ত সংশ্লিষ্ট ধারা পরিপালন করতে হবে না। কমিশনের জারি করা নির্দেশনায় বিষয়টি উল্লেখ করা থাকবে। এ সুযোগ শুধু এই ১১টি ব্যাংকের পারপিচুয়াল বন্ডের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

শেয়ার করুন

x
English Version

ডিরেক্ট লিস্টিংয়ে পুঁজিবাজারে আসছে ১১ পারপিচ্যুয়াল বন্ড

আপডেট: ০২:২৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: ইতিমধ্যে ১১টি ব্যাংককে পারপিচুয়াল বা বেমেয়াদি বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এবার এ বন্ডগুলোকে ডিরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। গতকাল বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭৭৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস হিসেবে করপোরেট বন্ড মার্কেট উন্নয়নের লক্ষ্যে পারপিচুয়াল বন্ড-সংক্রান্ত একটি নির্দেশনা অনুমোদন করেছে কমিশন। এখন থেকে যদি কোনো ইস্যুয়ার পারপিচুয়াল বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করতে চায়, তবে তাকে অবশ্যই প্রস্তাবিত বন্ডের কমপক্ষে ১০ শতাংশ অর্থ পাবলিক অফারের মাধ্যমে সংগ্রহ করতে হবে। বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তথা মার্চেন্ট ব্যাংক অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ও স্টক ডিলার তাদের নিজস্ব পোর্টফোলিওর কমপক্ষে ৩ শতাংশ ২০২২ সালের ৩০ জুনের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেট সিকিউরিটিজে বিনিয়োগ করতে হবে। তাছাড়া মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওর কমপক্ষে ৩ শতাংশ পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেট সিকিউরিটিজে বিনিয়োগ করতে হবে, সংশ্লিষ্ট ফান্ডের ট্রাস্টি নিশ্চিত করবে।

কমিশন সূত্রে জানা গেছে, বর্তমানে শুধু সরকারি কোম্পানির ক্ষেত্রে ডিরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির সুযোগ রয়েছে। তবে পুঁজিবাজারে বন্ডের তারল্য বাড়ানোর জন্য কমিশন এগুলোকে তালিকাভুক্তির উদ্যোগ নিয়েছে। এজন্য এরই মধ্যে যে ১১টি ব্যাংকের পারপিচুয়াল বন্ড ইস্যু করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে ডিরেস্ট লিস্টিংয়ের সরকারি কোম্পানিসংক্রান্ত সংশ্লিষ্ট ধারা পরিপালন করতে হবে না। কমিশনের জারি করা নির্দেশনায় বিষয়টি উল্লেখ করা থাকবে। এ সুযোগ শুধু এই ১১টি ব্যাংকের পারপিচুয়াল বন্ডের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।