০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ডেঙ্গুতে এক বছরে রেকর্ড মৃত্যু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৫৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • / ৪১৫০ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়েই চলছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই মাসের প্রথম আট দিনে মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে। আর চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ১৮২। এটি দেশের ইতিহাসে এক বছরে ডেঙ্গুতে সর্বাধিক মৃত্যুর ঘটনা।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২০ জন রোগী। তাদের ৪৫০ জন ঢাকায় এবং ৩৭০ জন ঢাকার বাইরের। এ নিয়ে নভেম্বরের প্রথম আট দিনে হাসপাতালের ভর্তি হলেন ৬ হাজার ৭৭৮ জন। আর এ বছর এ পর্যন্ত মোট ৪৪ হাজার ৮০২ জন রোগী হাসপাতালে গেলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে ২০১৯ সালে সারাদেশে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। মৃত্যু হয়েছিল ১৬৪ জনের। তবে সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এক সংবাদ সম্মেলনে ২০১৯ সালে মৃতের সংখ্যা ১৭৯ বলে উল্লেখ করা হয়।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ২২৩ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৯৪৭ জন। অন্যান্য বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৭৬ জন।

আরও পড়ুন: এখন টাকায় নয়, ঘুষ লেনদেন হচ্ছে ডলারে: হাইকোর্ট

গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে সবচেয়ে বেশি ১১১ জন রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে। এছাড়া ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ৭২ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ৭৪ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ৫২ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন সবশেষ ২৪ ঘণ্টায়।

সারাদেশে এ পর্যন্ত যে ১৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের মধ্যে ১১২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে মারা যান। ঢাকা বিভাগের নরসিংদী জেলায় একজন, মানিকগঞ্জ জেলায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ৪ জন এবং বরিশাল বিভাগে ৭ জনের মৃত্যু হয়েছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

ডেঙ্গুতে এক বছরে রেকর্ড মৃত্যু

আপডেট: ০৬:৫৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়েই চলছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই মাসের প্রথম আট দিনে মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে। আর চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ১৮২। এটি দেশের ইতিহাসে এক বছরে ডেঙ্গুতে সর্বাধিক মৃত্যুর ঘটনা।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২০ জন রোগী। তাদের ৪৫০ জন ঢাকায় এবং ৩৭০ জন ঢাকার বাইরের। এ নিয়ে নভেম্বরের প্রথম আট দিনে হাসপাতালের ভর্তি হলেন ৬ হাজার ৭৭৮ জন। আর এ বছর এ পর্যন্ত মোট ৪৪ হাজার ৮০২ জন রোগী হাসপাতালে গেলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে ২০১৯ সালে সারাদেশে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। মৃত্যু হয়েছিল ১৬৪ জনের। তবে সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এক সংবাদ সম্মেলনে ২০১৯ সালে মৃতের সংখ্যা ১৭৯ বলে উল্লেখ করা হয়।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ২২৩ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৯৪৭ জন। অন্যান্য বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৭৬ জন।

আরও পড়ুন: এখন টাকায় নয়, ঘুষ লেনদেন হচ্ছে ডলারে: হাইকোর্ট

গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে সবচেয়ে বেশি ১১১ জন রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে। এছাড়া ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ৭২ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ৭৪ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ৫২ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন সবশেষ ২৪ ঘণ্টায়।

সারাদেশে এ পর্যন্ত যে ১৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের মধ্যে ১১২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে মারা যান। ঢাকা বিভাগের নরসিংদী জেলায় একজন, মানিকগঞ্জ জেলায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ৪ জন এবং বরিশাল বিভাগে ৭ জনের মৃত্যু হয়েছে।

ঢাকা/এসএ