০৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪

ড্র দিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে প্রস্তুতি সারল বাংলাদেশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৪৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
  • / ৪১০৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র তিন দিনের প্রস্তুতি ম্যাচটিতে ড্র করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে দেড় দিন ব্যাটিং করে ৭ উইকেটে ৩১০ রান তোলার পর দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৪৭ রান করে বাংলাদেশ। প্রতিপক্ষ নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেটে করেছে ৩৫৯ রান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এই ম্যাচের মধ্য দিয়ে সিরিজের আগে নিজেদের বেশ ভালোভাবেই ঝালিয়ে নিল টাইগাররা। ব্যাট হাতে তামিম, শান্তর রান পাওয়ার পাশাপাশি বল হাতেও সফলতার মুখ দেখেছেন এবাদত হোসেন ও লম্বা সময় পর সাদা পোশাকে খেলতে নামা মুস্তাফিজুর রহমান।

কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে শুরু থেকে শেষ পর্যন্ত লড়েন তামিম। সঙ্গীরা আসা যাওয়ার মধ্যে থাকলেও উইকেট আগলে ধরে রানের চাকা সচল রাখেন বাঁহাতি এই ওপেনার।

সেই সুবাদে প্রথম দিনই তুলে নেন দুর্দান্ত এক শতক। ইনিংস ঘোষণার সময় ২৮৭ বলে ২১ চার ও এক ছয়ের মারে ১৬২ রানে অপরাজিত ছিলেন তিনি।

পাশাপাশি শান্ত খেলেন ৫৪ রানের ইনিংস ও নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ৩৫ রানের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে এবাদত ও মুস্তাফিজের বোলিং তোপে শুরু থেকেই ধুঁকতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে এবাদতকে সামলাতে বেশ বেগ পেতে হয়েছিল স্বাগতিকদের।

আর শেষ দিনে কাটার মাস্টারের কল্যাণে ৩৫৯ রান তুলেই ইনিংস ঘোষণা করতে হয় ক্যারিবীয়দের। এবাদত ও মুস্তাফিজ দুজনেই নেন তিনটি করে উইকেট।

দ্বিতীয় ইনিংসে তামিমকে না নামিয়ে মাহমুদুল হাসান জয়ের সঙ্গী হয়ে নামেন মুমিনুল হক। তবে এবারও ব্যর্থতা পিছু ছাড়েনি তার। মাঠ ছাড়তে হয় মাত্র চার রানেই।

এরপর তিনে নামা মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে বাকি সময় নির্বিঘ্নে কাটিয়ে দেন জয়। মিরাজের ব্যাট থেকে আসে ৩২ রান, জয় অপরাজিত থাকেন ৯ রানে। বাংলাদেশ ১ উইকেটে ৪৭ রান করার পর ম্যাচে ড্র মেনে নেয় দুই দল।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x

ড্র দিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে প্রস্তুতি সারল বাংলাদেশ

আপডেট: ০১:৪৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র তিন দিনের প্রস্তুতি ম্যাচটিতে ড্র করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে দেড় দিন ব্যাটিং করে ৭ উইকেটে ৩১০ রান তোলার পর দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৪৭ রান করে বাংলাদেশ। প্রতিপক্ষ নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেটে করেছে ৩৫৯ রান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এই ম্যাচের মধ্য দিয়ে সিরিজের আগে নিজেদের বেশ ভালোভাবেই ঝালিয়ে নিল টাইগাররা। ব্যাট হাতে তামিম, শান্তর রান পাওয়ার পাশাপাশি বল হাতেও সফলতার মুখ দেখেছেন এবাদত হোসেন ও লম্বা সময় পর সাদা পোশাকে খেলতে নামা মুস্তাফিজুর রহমান।

কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে শুরু থেকে শেষ পর্যন্ত লড়েন তামিম। সঙ্গীরা আসা যাওয়ার মধ্যে থাকলেও উইকেট আগলে ধরে রানের চাকা সচল রাখেন বাঁহাতি এই ওপেনার।

সেই সুবাদে প্রথম দিনই তুলে নেন দুর্দান্ত এক শতক। ইনিংস ঘোষণার সময় ২৮৭ বলে ২১ চার ও এক ছয়ের মারে ১৬২ রানে অপরাজিত ছিলেন তিনি।

পাশাপাশি শান্ত খেলেন ৫৪ রানের ইনিংস ও নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ৩৫ রানের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে এবাদত ও মুস্তাফিজের বোলিং তোপে শুরু থেকেই ধুঁকতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে এবাদতকে সামলাতে বেশ বেগ পেতে হয়েছিল স্বাগতিকদের।

আর শেষ দিনে কাটার মাস্টারের কল্যাণে ৩৫৯ রান তুলেই ইনিংস ঘোষণা করতে হয় ক্যারিবীয়দের। এবাদত ও মুস্তাফিজ দুজনেই নেন তিনটি করে উইকেট।

দ্বিতীয় ইনিংসে তামিমকে না নামিয়ে মাহমুদুল হাসান জয়ের সঙ্গী হয়ে নামেন মুমিনুল হক। তবে এবারও ব্যর্থতা পিছু ছাড়েনি তার। মাঠ ছাড়তে হয় মাত্র চার রানেই।

এরপর তিনে নামা মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে বাকি সময় নির্বিঘ্নে কাটিয়ে দেন জয়। মিরাজের ব্যাট থেকে আসে ৩২ রান, জয় অপরাজিত থাকেন ৯ রানে। বাংলাদেশ ১ উইকেটে ৪৭ রান করার পর ম্যাচে ড্র মেনে নেয় দুই দল।

ঢাকা/এসএম