ঢাকায় একদিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু

- আপডেট: ০৫:০৪:২০ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
- / ১০৪৩৯ বার দেখা হয়েছে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তিন জন। এই সময়ে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৯৭ জন। রবিবার ( ৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৮৭ জন ঢাকার এবং ঢাকার বাইরে ১০ জন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৮৭ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ৩৩৮ জন। আর বাকি ৪৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দুই হাজার ৩৭৬ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন এক হাজার ৯৭৩ জন।
আরও পড়ুন: ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি: নসরুল হামিদ
মৃতদের মধ্যে একজন ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে এবং দুই জন মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে স্বাস্থ্য অধিদফতরের তথ্য থেকে জানা যায়।এ বছর (জানুয়ারি থেকে জুনের ৪) এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন।
ঢাকা/এসএম