১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

দরপতনের নেপথ্যে ১১ হাউজ বিএসইসির নজরদারিতে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:০৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৭২৫ বার দেখা হয়েছে

দে‌শের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৮ ফেব্রুয়া‌রি) বড় দরপতনের ঘটনা ঘটেছে। যে কারনে ১১টি ব্রোকা‌রেজ হাউ‌জের ওপর নজরদারি বাড়িয়েছে বাংলা‌দেশ সি‌কিউ‌রি‌টিজ অ্যান্ড এক্স‌চেঞ্জ ক‌মিশন (বিএসইসি)। পাশাপা‌শি বড় দর পত‌নের পেছ‌নে কো‌নো কারসা‌জি র‌য়ে‌ছে কি-না তাও খ‌তি‌য়ে দেখার সিদ্ধান্ত নি‌য়ে‌ছে ক‌মিশন।

রবিবার (০৮ ফেব্রুয়া‌রি) বি‌কে‌লে ডিএসইর সার্ভিলেন্স বিভা‌গের সঙ্গে বৈঠক ক‌রে‌ এ সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এ বৈঠ‌কে সভাপতিত্বে করেন বিএসইসি কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

‌বিএসইসি সূ‌ত্রে জানা গে‌ছে, শেয়ারবাজা‌রে তালিকাভুক্ত ৮টি কোম্পানির শেয়ার বি‌ক্রির চাপের কার‌ণে বড় দর পত‌নের ঘটনা ঘ‌টে‌ছে। আর ১১টি ব্রোকারেজ হাউজ থেকে ওই ৮টি কোম্পানির শেয়ার বিক্রির চাপ ছিল বলে লক্ষ্য ক‌রে‌ছে বিএসইসির সার্ভিলেন্স বিভাগ। ওই ৮টি কোম্পা‌নির শেয়ার বিক্রির চাপে সূচক কমেছে ৮০ পয়েন্ট।

ওই কোম্পা‌নিগু‌লোর মধ্যে রয়েছে – বিএটি‌বি‌সি, বেক্সিমকো, বে‌ক্সিম‌কো ফার্মা, লাফার্জহোলসিম, লংকাবাংলা ফাইনান্স, স্কয়ার ফার্মা ইত্যা‌দি।

‌বিএসইসি সূ‌ত্রে জানা গে‌ছে, এখন থে‌কে লেনদেন সময়ে বাজার পর্যবেক্ষণে আরো বে‌শি গুরুত্ব দেয়া হবে। পাশাপা‌শি অস্বাভাবিক লেনদেন হওয়া ব্রোকার হাউসগুলোর ওপর নজরদারি বাড়া‌নো হবে।

এ বিষয়ে বিএসইসি নির্বাহী প‌রিচালক ও মুখপাত্র ‌মোহাম্মদ রেজাউল করিম বলেন, অস্বাভাবিক দর পতনের কারণ খতিয়ে দেখছে বিএসইসি। এ পতনের পিছনে কোন কারসাজি রয়েছে কিনা তাও তথ্য-প্রমাণসহ খতিয়ে দেখা হবে।

সূত্রঃ বিজনেস আওয়ার

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

দরপতনের নেপথ্যে ১১ হাউজ বিএসইসির নজরদারিতে

আপডেট: ০২:০৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১

দে‌শের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৮ ফেব্রুয়া‌রি) বড় দরপতনের ঘটনা ঘটেছে। যে কারনে ১১টি ব্রোকা‌রেজ হাউ‌জের ওপর নজরদারি বাড়িয়েছে বাংলা‌দেশ সি‌কিউ‌রি‌টিজ অ্যান্ড এক্স‌চেঞ্জ ক‌মিশন (বিএসইসি)। পাশাপা‌শি বড় দর পত‌নের পেছ‌নে কো‌নো কারসা‌জি র‌য়ে‌ছে কি-না তাও খ‌তি‌য়ে দেখার সিদ্ধান্ত নি‌য়ে‌ছে ক‌মিশন।

রবিবার (০৮ ফেব্রুয়া‌রি) বি‌কে‌লে ডিএসইর সার্ভিলেন্স বিভা‌গের সঙ্গে বৈঠক ক‌রে‌ এ সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এ বৈঠ‌কে সভাপতিত্বে করেন বিএসইসি কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

‌বিএসইসি সূ‌ত্রে জানা গে‌ছে, শেয়ারবাজা‌রে তালিকাভুক্ত ৮টি কোম্পানির শেয়ার বি‌ক্রির চাপের কার‌ণে বড় দর পত‌নের ঘটনা ঘ‌টে‌ছে। আর ১১টি ব্রোকারেজ হাউজ থেকে ওই ৮টি কোম্পানির শেয়ার বিক্রির চাপ ছিল বলে লক্ষ্য ক‌রে‌ছে বিএসইসির সার্ভিলেন্স বিভাগ। ওই ৮টি কোম্পা‌নির শেয়ার বিক্রির চাপে সূচক কমেছে ৮০ পয়েন্ট।

ওই কোম্পা‌নিগু‌লোর মধ্যে রয়েছে – বিএটি‌বি‌সি, বেক্সিমকো, বে‌ক্সিম‌কো ফার্মা, লাফার্জহোলসিম, লংকাবাংলা ফাইনান্স, স্কয়ার ফার্মা ইত্যা‌দি।

‌বিএসইসি সূ‌ত্রে জানা গে‌ছে, এখন থে‌কে লেনদেন সময়ে বাজার পর্যবেক্ষণে আরো বে‌শি গুরুত্ব দেয়া হবে। পাশাপা‌শি অস্বাভাবিক লেনদেন হওয়া ব্রোকার হাউসগুলোর ওপর নজরদারি বাড়া‌নো হবে।

এ বিষয়ে বিএসইসি নির্বাহী প‌রিচালক ও মুখপাত্র ‌মোহাম্মদ রেজাউল করিম বলেন, অস্বাভাবিক দর পতনের কারণ খতিয়ে দেখছে বিএসইসি। এ পতনের পিছনে কোন কারসাজি রয়েছে কিনা তাও তথ্য-প্রমাণসহ খতিয়ে দেখা হবে।

সূত্রঃ বিজনেস আওয়ার