০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

নগদকে ৫১০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৫৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
  • / ১০৩২৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) কোম্পানি নগদকে ৫১০ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যুর অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (২৯ আগস্ট) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র মতে, কোম্পানিটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে শুধুমাত্র কর্পোরেট প্রতিষ্ঠান এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের কাছে এই বন্ড বিক্রির অনুমতি পায়। বন্ডের প্রকৃতি হস্তান্তরযোগ্য, রেডিমাবল এবং অ-রূপান্তরযোগ্য।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিএসইসির কর্মকর্তারা জানায়, কোম্পানিকে ট্রাস্ট ডিড রেজিস্ট্রেশন, ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর সকল পরিচালকদের ছাড়পত্র এবং তার নিয়ন্ত্রকের কাছ থেকে অনাপত্তি সনদ জমা দিতে বলা হয়েছে। এছাড়া নগদ ৭৫০ কোটি টাকা পর্যন্ত মূল্যের জিরো কুপন বন্ডের জন্য আবেদন করেছিল। এই কুপন বন্ডের মেয়াদ পাঁচ বছর এবং কুপনের হার ১০ শতাংশ পর্যন্ত।

বন্ডের মাধ্যমে সংগ্রহ করা অর্থ ‘নগদ’ তাদের ভবিষ্যতের প্রয়োজনীয় ডিজিটাল অবকাঠামো নির্মাণ, নেটওয়ার্ক তৈরি, কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলা, আইটি সরঞ্জাম সংগ্রহ, বিপণন ও প্রচারের কাজে খরচ করবে কোম্পানিটি।

এবিষয়ে নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘নগদ দেশের দ্রুততম ক্রমবর্ধমান মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)। দক্ষ পরিষেবা সহ গ্রাহকদের ক্রমবর্ধমান সংখ্যা পূরণ করতে আমাদের হালনাগাদ করতে হবে। বন্ডের অর্থ সেই উদ্দেশ্যে ব্যবহার করা হবে। এটি শেষ পর্যন্ত গ্রাহকদের উপকারে আসবে এবং দেশের অর্থনৈতিক অন্তর্ভুক্তিকে শক্তিশালী করবে। ’

এছাড়াও জানা যায়, যুক্তরাষ্ট্র ভিত্তিক কিউ গ্লোবাল লিমিটেড নামের একটি ডিজিটাল কোম্পানি এই বন্ডে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়।

বন্ডটির ব্যবস্থাপক হিসেবে কাজ করবে রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

ট্যাগঃ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

নগদকে ৫১০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন

আপডেট: ১২:৫৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) কোম্পানি নগদকে ৫১০ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যুর অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (২৯ আগস্ট) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র মতে, কোম্পানিটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে শুধুমাত্র কর্পোরেট প্রতিষ্ঠান এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের কাছে এই বন্ড বিক্রির অনুমতি পায়। বন্ডের প্রকৃতি হস্তান্তরযোগ্য, রেডিমাবল এবং অ-রূপান্তরযোগ্য।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিএসইসির কর্মকর্তারা জানায়, কোম্পানিকে ট্রাস্ট ডিড রেজিস্ট্রেশন, ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর সকল পরিচালকদের ছাড়পত্র এবং তার নিয়ন্ত্রকের কাছ থেকে অনাপত্তি সনদ জমা দিতে বলা হয়েছে। এছাড়া নগদ ৭৫০ কোটি টাকা পর্যন্ত মূল্যের জিরো কুপন বন্ডের জন্য আবেদন করেছিল। এই কুপন বন্ডের মেয়াদ পাঁচ বছর এবং কুপনের হার ১০ শতাংশ পর্যন্ত।

বন্ডের মাধ্যমে সংগ্রহ করা অর্থ ‘নগদ’ তাদের ভবিষ্যতের প্রয়োজনীয় ডিজিটাল অবকাঠামো নির্মাণ, নেটওয়ার্ক তৈরি, কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলা, আইটি সরঞ্জাম সংগ্রহ, বিপণন ও প্রচারের কাজে খরচ করবে কোম্পানিটি।

এবিষয়ে নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘নগদ দেশের দ্রুততম ক্রমবর্ধমান মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)। দক্ষ পরিষেবা সহ গ্রাহকদের ক্রমবর্ধমান সংখ্যা পূরণ করতে আমাদের হালনাগাদ করতে হবে। বন্ডের অর্থ সেই উদ্দেশ্যে ব্যবহার করা হবে। এটি শেষ পর্যন্ত গ্রাহকদের উপকারে আসবে এবং দেশের অর্থনৈতিক অন্তর্ভুক্তিকে শক্তিশালী করবে। ’

এছাড়াও জানা যায়, যুক্তরাষ্ট্র ভিত্তিক কিউ গ্লোবাল লিমিটেড নামের একটি ডিজিটাল কোম্পানি এই বন্ডে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়।

বন্ডটির ব্যবস্থাপক হিসেবে কাজ করবে রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: