১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪

পাঁচ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স উদ্বোধন করলেন মেয়র তাপস

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৩৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
  • / ৪১৯২ বার দেখা হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য পাঁচ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করেছেন সংস্থাটির মেয়র শেখ ফজলে নূর তাপস।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুনফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মিলনায়তনে আয়োজিত দুই সপ্তাহব্যাপী (৬-২০ জুলাই) ‘ট্রেড লাইসেন্স সেবা বুথ স্থাপনের’ মাধ্যমে প্রথমবারের মতো পাঁচ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন সুবিধার উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে মেয়র তাপস বলেন, ‘ব্যবসা সহজীকরণের একটি বড় দাবি ছিল আমাদের ব্যবসায়ী সমাজের। বাণিজ্য অনুমতি (ট্রেড লাইসেন্স) প্রত্যেক বছর নবায়ন করতে হয়। এই বিষয়টি ব্যবসায়ীদের অনেক সময় মনে থাকে না অথবা দেখা যায় বছরের শেষ প্রান্তে এসে করতে হয়। সেসব বিষয়কে সহজীকরণ করতে আইন অনুযায়ী ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা প্রথমবারের মতো পাঁচ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের কার্যক্রম শুরু করলাম। এখন থেকে যেকোনও ব্যবসায়ী বাণিজ্য অনুমতি নেওয়ার পর এক, দুই, তিন, চার বছর অথবা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত নবায়ন সুবিধা গ্রহণ করতে পারবেন।’

এ সেবা প্রথম ডিসিসিআই’র মাধ্যমে শুরু হলো জানিয়ে মেয়র বলেন, ‘আজ থেকে আমরা এই সেবা শুরু করছি। এই অর্থবছরের প্রথম সেবাদান কার্যক্রম ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যদের দিয়েই শুরু করছি আমরা। ঢাকা চেম্বার দিয়েই শুরু করছি, কারণ আমি মনে করি, ঢাকা শহরের ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে ঢাকা চেম্বার দীর্ঘদিন ধরে তার অবস্থান করে নিয়েছে। ঢাকা চেম্বার ঢাকা শহরের ব্যবসা-বাণিজ্যের নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান। প্রতি বছরের জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে দুই সপ্তাহব্যাপী এখানে একটি বুথ দিয়ে রাজস্ব সেবা আমরা নিশ্চিত করবো।’

কামরাঙ্গীরচরকে একটি কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে গৃহীত পরিকল্পনার কথা উল্লেখ করে এ সময় শেখ তাপস বলেন, ‘প্রত্যেক শহরের একটি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা ফিন্যান্সিয়াল হাব থাকে। ঢাকা যখন স্থাপিত হয় তখন চকবাজার ফিন্যান্সিয়াল হাব হিসেবে স্থাপিত হয়। কিন্তু ঢাকাকে নিয়ে কোনও সময় সুপরিকল্পিত নগরায়নের চিন্তা করা হয়নি। যে কারণে চকবাজারের সেই জৌলুস বা কার্যক্রম এখন ধীরে ধীরে ম্লান হয়ে গেছে। পরবর্তী সময়ে মতিঝিলকে ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট হিসেবে বিবেচনা করা হয়েছিল। কিন্তু কালের বিবর্তনে মতিঝিলও তার সেই জৌলুস হারিয়েছে। আমরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে শহর পরিকল্পনার লক্ষ্যে মহাপরিকল্পনা প্রণয়নের কার্যক্রম হাতে নিয়েছে। যার মাধ্যমে আমরা চকবাজারকে আবার পুনরুজ্জীবিত করতে চাই। আমরা চাই সেটা ব্যবসায়িক প্রাণকেন্দ্র হিসেবে আবার মাথা উঁচু করে দাঁড়াবে। মতিঝিলকেও আমরা আবার পুনরুজ্জীবিত করতে চাই। সেগুলো বাস্তবায়নে আমরা এ বছর থেকেই কার্যক্রমে যাবো। এছাড়াও স্মার্ট বাংলাদেশের যে রূপকল্প, তার আলোকে আমরা কামরাঙ্গীরচরকে একটি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে রূপান্তরিত করার পরিকল্পনা হাতে নিয়েছি।’

আরও পড়ুন: সূচকের পতনেও বেড়েছে লেনদেন

অনুষ্ঠান শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে ডিসিসিআই’র একটি সমঝোতা স্মারক সই হয়। করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং ডিসিসিআই’র সেক্রেটারি জেনারেল আনসারুল আরিফিন নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার মো. সমীর সাত্তার বলেন, ‘আজ যে সমঝোতা স্মারক সই হলো তা ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মধ্যকার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। ডিসিসিআই’র যেকোনও সদস্য প্রাতিষ্ঠানিকভাবে ডিসিসিআই ভবনে স্থাপিত দক্ষিণ সিটির বুথ থেকে আজ থেকে পাঁচ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের এই সুবিধা গ্রহণ করতে পারবেন। এছাড়াও নিজ নিজ অঞ্চল থেকে এ সেবা গ্রহণ করতে পারবেন করপোরেশনের আওতাধীন যেকোনও ব্যবসায়িক প্রতিষ্ঠান।’

এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক ও ডিসিসিআইয়ের বোর্ড অব ডাইরেক্টরসের নেতারা।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x
English Version

পাঁচ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স উদ্বোধন করলেন মেয়র তাপস

আপডেট: ০৪:৩৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য পাঁচ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করেছেন সংস্থাটির মেয়র শেখ ফজলে নূর তাপস।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুনফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মিলনায়তনে আয়োজিত দুই সপ্তাহব্যাপী (৬-২০ জুলাই) ‘ট্রেড লাইসেন্স সেবা বুথ স্থাপনের’ মাধ্যমে প্রথমবারের মতো পাঁচ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন সুবিধার উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে মেয়র তাপস বলেন, ‘ব্যবসা সহজীকরণের একটি বড় দাবি ছিল আমাদের ব্যবসায়ী সমাজের। বাণিজ্য অনুমতি (ট্রেড লাইসেন্স) প্রত্যেক বছর নবায়ন করতে হয়। এই বিষয়টি ব্যবসায়ীদের অনেক সময় মনে থাকে না অথবা দেখা যায় বছরের শেষ প্রান্তে এসে করতে হয়। সেসব বিষয়কে সহজীকরণ করতে আইন অনুযায়ী ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা প্রথমবারের মতো পাঁচ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের কার্যক্রম শুরু করলাম। এখন থেকে যেকোনও ব্যবসায়ী বাণিজ্য অনুমতি নেওয়ার পর এক, দুই, তিন, চার বছর অথবা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত নবায়ন সুবিধা গ্রহণ করতে পারবেন।’

এ সেবা প্রথম ডিসিসিআই’র মাধ্যমে শুরু হলো জানিয়ে মেয়র বলেন, ‘আজ থেকে আমরা এই সেবা শুরু করছি। এই অর্থবছরের প্রথম সেবাদান কার্যক্রম ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যদের দিয়েই শুরু করছি আমরা। ঢাকা চেম্বার দিয়েই শুরু করছি, কারণ আমি মনে করি, ঢাকা শহরের ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে ঢাকা চেম্বার দীর্ঘদিন ধরে তার অবস্থান করে নিয়েছে। ঢাকা চেম্বার ঢাকা শহরের ব্যবসা-বাণিজ্যের নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান। প্রতি বছরের জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে দুই সপ্তাহব্যাপী এখানে একটি বুথ দিয়ে রাজস্ব সেবা আমরা নিশ্চিত করবো।’

কামরাঙ্গীরচরকে একটি কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে গৃহীত পরিকল্পনার কথা উল্লেখ করে এ সময় শেখ তাপস বলেন, ‘প্রত্যেক শহরের একটি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা ফিন্যান্সিয়াল হাব থাকে। ঢাকা যখন স্থাপিত হয় তখন চকবাজার ফিন্যান্সিয়াল হাব হিসেবে স্থাপিত হয়। কিন্তু ঢাকাকে নিয়ে কোনও সময় সুপরিকল্পিত নগরায়নের চিন্তা করা হয়নি। যে কারণে চকবাজারের সেই জৌলুস বা কার্যক্রম এখন ধীরে ধীরে ম্লান হয়ে গেছে। পরবর্তী সময়ে মতিঝিলকে ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট হিসেবে বিবেচনা করা হয়েছিল। কিন্তু কালের বিবর্তনে মতিঝিলও তার সেই জৌলুস হারিয়েছে। আমরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে শহর পরিকল্পনার লক্ষ্যে মহাপরিকল্পনা প্রণয়নের কার্যক্রম হাতে নিয়েছে। যার মাধ্যমে আমরা চকবাজারকে আবার পুনরুজ্জীবিত করতে চাই। আমরা চাই সেটা ব্যবসায়িক প্রাণকেন্দ্র হিসেবে আবার মাথা উঁচু করে দাঁড়াবে। মতিঝিলকেও আমরা আবার পুনরুজ্জীবিত করতে চাই। সেগুলো বাস্তবায়নে আমরা এ বছর থেকেই কার্যক্রমে যাবো। এছাড়াও স্মার্ট বাংলাদেশের যে রূপকল্প, তার আলোকে আমরা কামরাঙ্গীরচরকে একটি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে রূপান্তরিত করার পরিকল্পনা হাতে নিয়েছি।’

আরও পড়ুন: সূচকের পতনেও বেড়েছে লেনদেন

অনুষ্ঠান শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে ডিসিসিআই’র একটি সমঝোতা স্মারক সই হয়। করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং ডিসিসিআই’র সেক্রেটারি জেনারেল আনসারুল আরিফিন নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার মো. সমীর সাত্তার বলেন, ‘আজ যে সমঝোতা স্মারক সই হলো তা ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মধ্যকার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। ডিসিসিআই’র যেকোনও সদস্য প্রাতিষ্ঠানিকভাবে ডিসিসিআই ভবনে স্থাপিত দক্ষিণ সিটির বুথ থেকে আজ থেকে পাঁচ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের এই সুবিধা গ্রহণ করতে পারবেন। এছাড়াও নিজ নিজ অঞ্চল থেকে এ সেবা গ্রহণ করতে পারবেন করপোরেশনের আওতাধীন যেকোনও ব্যবসায়িক প্রতিষ্ঠান।’

এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক ও ডিসিসিআইয়ের বোর্ড অব ডাইরেক্টরসের নেতারা।

ঢাকা/এসএম