০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

পুঁজিবাজারকে সুসংহত করতে আইসিবিকে কার্যকর ভূমিকা পালনের নির্দেশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:৩৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • / ১০৫২৫ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারকে সুসংহত ও সক্রিয় রাখতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) আরও কার্যকর ভূমিকা পালনে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে সংসদীয় কমিটি। আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কমিটির সভাপতি আ স ম ফিরোজের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, মো. মাহবুবউল আলম হানিফ, মুহিবুর রহমান মানিক ও নাহিদ ইজাহার খান উপস্থিত ছিলেন। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে আইসিবির বিষয়ে নেওয়া পদক্ষেপ, পুঁজিবাজারকে সুসংহত ও সক্রিয় রাখতে আইসিবির ভূমিকা, বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহ বাড়াতে আইসিবির নেওয়া কার্যক্রম, শিল্পখাতে আইসিবির বিনিয়োগ তথা দেশের শিল্পায়নে আইসিবির ভূমিকা, দেশের স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে আইসিবির প্রয়াস, আইসিবির বিগত ১০ বছরের লাভ-লোকসানের হিসাবসহ আর্থিক বিবরণী এবং অনিষ্পন্ন অডিট আপত্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে পুঁজিবাজারকে সুসংহত ও সক্রিয় রাখতে আইসিবিকে আরও কার্যকর ভূমিকা পালনে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন: জেমিনী’র চমকপ্রদ ডিভিডেন্ডে বিনিয়োগকারীদের লোকসান ২৩ কোটি টাকা

বৈঠক শেষে কমিটির সভাপতি আ স ম ফিরোজ সাংবাদিকদের জানান, সরকারের সদিচ্ছা সত্ত্বেও বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণে ব্যর্থ হচ্ছে আইসিবি। আইসিবির ঋণ আদায়ের হার সর্বোচ্চ ৩০ শতাংশ। কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা গেছে, অনেক অস্তিত্বহীন ও নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ঋণ দেওয়া হয়েছে। এক্ষেত্রে নীতিমালা অনুসরণ করা হয়নি। অডিট আপত্তির সংখ্যাও বেশি। এসব বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কমিটির সদস্যরা। কমিটির পক্ষ থেকে ওইসব ঋণ অনুমোদনে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঋণ আদায়ে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

পুঁজিবাজারকে সুসংহত করতে আইসিবিকে কার্যকর ভূমিকা পালনের নির্দেশ

আপডেট: ০৮:৩৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারকে সুসংহত ও সক্রিয় রাখতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) আরও কার্যকর ভূমিকা পালনে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে সংসদীয় কমিটি। আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কমিটির সভাপতি আ স ম ফিরোজের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, মো. মাহবুবউল আলম হানিফ, মুহিবুর রহমান মানিক ও নাহিদ ইজাহার খান উপস্থিত ছিলেন। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে আইসিবির বিষয়ে নেওয়া পদক্ষেপ, পুঁজিবাজারকে সুসংহত ও সক্রিয় রাখতে আইসিবির ভূমিকা, বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহ বাড়াতে আইসিবির নেওয়া কার্যক্রম, শিল্পখাতে আইসিবির বিনিয়োগ তথা দেশের শিল্পায়নে আইসিবির ভূমিকা, দেশের স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে আইসিবির প্রয়াস, আইসিবির বিগত ১০ বছরের লাভ-লোকসানের হিসাবসহ আর্থিক বিবরণী এবং অনিষ্পন্ন অডিট আপত্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে পুঁজিবাজারকে সুসংহত ও সক্রিয় রাখতে আইসিবিকে আরও কার্যকর ভূমিকা পালনে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন: জেমিনী’র চমকপ্রদ ডিভিডেন্ডে বিনিয়োগকারীদের লোকসান ২৩ কোটি টাকা

বৈঠক শেষে কমিটির সভাপতি আ স ম ফিরোজ সাংবাদিকদের জানান, সরকারের সদিচ্ছা সত্ত্বেও বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণে ব্যর্থ হচ্ছে আইসিবি। আইসিবির ঋণ আদায়ের হার সর্বোচ্চ ৩০ শতাংশ। কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা গেছে, অনেক অস্তিত্বহীন ও নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ঋণ দেওয়া হয়েছে। এক্ষেত্রে নীতিমালা অনুসরণ করা হয়নি। অডিট আপত্তির সংখ্যাও বেশি। এসব বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কমিটির সদস্যরা। কমিটির পক্ষ থেকে ওইসব ঋণ অনুমোদনে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঋণ আদায়ে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।

ঢাকা/টিএ