০১:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪

পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের আশ্বাস: লেনদেন হাজার কোটি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৪৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
  • / ৪১৩৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বা কালোটাকা বিনিয়োগের সুযোগ দেয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেয়ার পর আজ বৃহস্পতিবার (১৬ জুন) সূচক বাড়ে ৫১ পয়েন্ট। পাশাপাশি এদিন ডিএসইতে লেনদেন হাজার কোটির ঘর ছাড়িয়েছে, যা ২৩ দিনের মধ্যে প্রথম বার। এর আগে গত ১৬ মে ডিএসইতে ১ হাজার ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের বড় উত্থান রয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে টানা সূচক বাড়লেও এর পরিমাণ ছিলো কম। কারণ বাজেট ঘোষণার দিন ছিলো বৃহস্পতিবার। বাজার বিশ্লেষকদের মতে বাজেট দেখে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন বিনিয়োগকারীরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এবার বাজেটে পুঁজিবাজারের কোম্পানিগুলোর করপোরেট করের হার আড়াই শতাংশ কমানোর কথা বলেছেন অর্থমন্ত্রী। এটিকে স্বাগত জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।

বিনিয়োগকারীদের মধ্যে আকাঙ্ক্ষা ছিল, কালো টাকা নামে পরিচিতি পাওয়া অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দেয়া হবে। কিন্তু সেটি হয়নি। তাই চলতি সাপ্তাহের প্রথম তিন কর্মদিবস টানা পতন হয়। গতকাল সূচক ১৩ পয়েন্ট বাড়লেও তা খুবই সামান্য। কিন্তু গতকাল ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, বিদেশে পাচার হয়ে যাওয়া টাকা দেশে ফিরে এলে তার একটি অংশ পুঁজিবাজারেও বিনিয়োগ হবে।

বাজার বিশ্লেষকদের মতে, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অপ্রদর্শিত অর্থ বা কালোটাকা বিনিয়োগের সুযোগ দেয়ার আশ্বাসই আজ সূচক ৫১ পয়েন্ট বেড়েছে এবং লেনদেন ১ হাজার ৪৬ কোটি টাকা হয়েছে।

আজ ডিএসইতে ১ হাজার ৪৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০২ কোটি ৭৪ লাখ টাকা বেশি।  গতকাল  ডিএসইতে ৯৪৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪২৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ১ হাজার ৪০৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে  দাঁড়িয়েছে ২ হাজার ৩২৭ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৮টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৩১ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৮৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের আশ্বাস: লেনদেন হাজার কোটি

আপডেট: ০৩:৪৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বা কালোটাকা বিনিয়োগের সুযোগ দেয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেয়ার পর আজ বৃহস্পতিবার (১৬ জুন) সূচক বাড়ে ৫১ পয়েন্ট। পাশাপাশি এদিন ডিএসইতে লেনদেন হাজার কোটির ঘর ছাড়িয়েছে, যা ২৩ দিনের মধ্যে প্রথম বার। এর আগে গত ১৬ মে ডিএসইতে ১ হাজার ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের বড় উত্থান রয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে টানা সূচক বাড়লেও এর পরিমাণ ছিলো কম। কারণ বাজেট ঘোষণার দিন ছিলো বৃহস্পতিবার। বাজার বিশ্লেষকদের মতে বাজেট দেখে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন বিনিয়োগকারীরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এবার বাজেটে পুঁজিবাজারের কোম্পানিগুলোর করপোরেট করের হার আড়াই শতাংশ কমানোর কথা বলেছেন অর্থমন্ত্রী। এটিকে স্বাগত জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।

বিনিয়োগকারীদের মধ্যে আকাঙ্ক্ষা ছিল, কালো টাকা নামে পরিচিতি পাওয়া অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দেয়া হবে। কিন্তু সেটি হয়নি। তাই চলতি সাপ্তাহের প্রথম তিন কর্মদিবস টানা পতন হয়। গতকাল সূচক ১৩ পয়েন্ট বাড়লেও তা খুবই সামান্য। কিন্তু গতকাল ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, বিদেশে পাচার হয়ে যাওয়া টাকা দেশে ফিরে এলে তার একটি অংশ পুঁজিবাজারেও বিনিয়োগ হবে।

বাজার বিশ্লেষকদের মতে, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অপ্রদর্শিত অর্থ বা কালোটাকা বিনিয়োগের সুযোগ দেয়ার আশ্বাসই আজ সূচক ৫১ পয়েন্ট বেড়েছে এবং লেনদেন ১ হাজার ৪৬ কোটি টাকা হয়েছে।

আজ ডিএসইতে ১ হাজার ৪৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০২ কোটি ৭৪ লাখ টাকা বেশি।  গতকাল  ডিএসইতে ৯৪৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪২৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ১ হাজার ৪০৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে  দাঁড়িয়েছে ২ হাজার ৩২৭ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৮টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৩১ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৮৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা/এসএ