০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪

পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিতে নারীদের ভূমিকা সমুন্নত করতে হবে: শেখ শামসুদ্দিন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৫০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
  • / ৪২৮১ বার দেখা হয়েছে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেছেন, পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিতে নারীদের ভূমিকা আরও সমুন্নত করতে হবে। এতে করে দেশের অর্থনীতির চাকা আরও বেশি শক্তিশালী হবে।

আজ মঙ্গলবার (০৮ আগস্ট) রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাল্টিপারপাস হলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম) আয়োজিত ‘পুঁজিবাজারে নারী’ বিষয়ক আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্যে বিএসইসি কমিশনার এসব কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, নারীদের ভূমিকা এ দেশে সব সময়ই ছিলো। সেই স্বাধীনতার সময় থেকে আজ পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে নারীদের ভূমিকা উল্লেখযোগ্য। তাই আমরা চাই অর্থনৈতিক অগ্রযাত্রায়ও নারীদের বড় ভূমিকা থাকুক।

তিনি আরও বলেন, নারীদের অংশগ্রহণে দেশের পুঁজিবাজার আরও এগিয়ে যাবে। পুঁজিবাজারে নারীদের উৎসাহিত করার জন্য সব সময় বিএসইসি কাজ করে যাচ্ছে।

বিএসইসির কমিশনার বলেন, নারীদের কাছে থাকা বিভিন্ন প্রকার সঞ্চয় পুঁজিবাজারে বিনিয়োগ হিসেবে নিয়ে আসতে হবে।

আরও পড়ুন: নন-লাইফ বীমা শিল্প বিকাশে কিছু বাস্তব ভাবনা

এছাড়াও যে সকল নারী শিল্প উদ্যোক্তা। তারা চাইলে পুঁজিবাজার থেকে বিভিন্ন মাধ্যমে অর্থ উত্তোলন করে নিজের ব্যবসা সম্প্রসারণ করতে পারেন। নারীদের কাছে পুঁজিবাজারের বিভিন্ন দিক তুলে ধরার লক্ষ্যেই আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান বিএসইসির কমিশনার।

নারী উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, পুঁজিবাজার আপনারদের, আপনাদের ভূমিকায় পুঁজিবাজার আরও এগিয়ে যাবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন খুশি হবে আপনাদের সহায়তা করতে পারলে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x

পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিতে নারীদের ভূমিকা সমুন্নত করতে হবে: শেখ শামসুদ্দিন

আপডেট: ০৫:৫০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেছেন, পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিতে নারীদের ভূমিকা আরও সমুন্নত করতে হবে। এতে করে দেশের অর্থনীতির চাকা আরও বেশি শক্তিশালী হবে।

আজ মঙ্গলবার (০৮ আগস্ট) রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাল্টিপারপাস হলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম) আয়োজিত ‘পুঁজিবাজারে নারী’ বিষয়ক আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্যে বিএসইসি কমিশনার এসব কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, নারীদের ভূমিকা এ দেশে সব সময়ই ছিলো। সেই স্বাধীনতার সময় থেকে আজ পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে নারীদের ভূমিকা উল্লেখযোগ্য। তাই আমরা চাই অর্থনৈতিক অগ্রযাত্রায়ও নারীদের বড় ভূমিকা থাকুক।

তিনি আরও বলেন, নারীদের অংশগ্রহণে দেশের পুঁজিবাজার আরও এগিয়ে যাবে। পুঁজিবাজারে নারীদের উৎসাহিত করার জন্য সব সময় বিএসইসি কাজ করে যাচ্ছে।

বিএসইসির কমিশনার বলেন, নারীদের কাছে থাকা বিভিন্ন প্রকার সঞ্চয় পুঁজিবাজারে বিনিয়োগ হিসেবে নিয়ে আসতে হবে।

আরও পড়ুন: নন-লাইফ বীমা শিল্প বিকাশে কিছু বাস্তব ভাবনা

এছাড়াও যে সকল নারী শিল্প উদ্যোক্তা। তারা চাইলে পুঁজিবাজার থেকে বিভিন্ন মাধ্যমে অর্থ উত্তোলন করে নিজের ব্যবসা সম্প্রসারণ করতে পারেন। নারীদের কাছে পুঁজিবাজারের বিভিন্ন দিক তুলে ধরার লক্ষ্যেই আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান বিএসইসির কমিশনার।

নারী উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, পুঁজিবাজার আপনারদের, আপনাদের ভূমিকায় পুঁজিবাজার আরও এগিয়ে যাবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন খুশি হবে আপনাদের সহায়তা করতে পারলে।

ঢাকা/টিএ