০৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ধৈর্য ধরতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
  • / ৪১৩২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেছেন, ‘এখানে বিনিয়োগকারীদের ধৈর্য ধারণ করতে হবে এবং শিখতে হবে। তবেই তারা লাভবান হবেন।’

শনিবার (৩০ জুলাই) ময়মনসিংহের টাউন হলে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের (বিএএসএম) উদ্যোগে আয়োজিত ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ২০২২’ এর সমাপনী দিনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। সভাপতিত্ব করেন পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

কে এম খালিদ বলেন, ‘আর্থিক স্বস্তি এবং সঞ্চয়ের জন্যই বিনিয়োগ। সুতরাং বিনিয়োগের সুরক্ষা প্রয়োজন। পুঁজিবাজারের কল্যাণে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম নানা ধরনের উদ্যোগ নিয়েছেন, যা প্রশংসাযোগ্য।’ তিনি পুঁজিবাজারে বিনিয়োগের নিরাপদ ব্যবস্থাপনার আশা ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আমিনুল হক শামীম, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব কামরুল হক মারুফ, পুলিশের উপ-মহাপরিদর্শক দেবদাস ভট্টাচার্য, বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস। উপস্থিত ছিলেন ময়নসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

অনুষ্ঠানে প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ডিএসইসির ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া, রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ রশিদ লালী, ডিবিএর প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও, বিএএসএমের মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী, বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান ও বিএমবিএর প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বিএসইসির কমিশনার ড. রুমানা ইসলাম, বিএসইসির সাবেক কমিশনার আরিফ খান, বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম, বিএসইসির বিনিয়োগ শিক্ষা বিভাগের নির্বাহী পরিচালক রিপন কুমার দেবনাথসহ প্রমুখ।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ধৈর্য ধরতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

আপডেট: ০৭:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেছেন, ‘এখানে বিনিয়োগকারীদের ধৈর্য ধারণ করতে হবে এবং শিখতে হবে। তবেই তারা লাভবান হবেন।’

শনিবার (৩০ জুলাই) ময়মনসিংহের টাউন হলে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের (বিএএসএম) উদ্যোগে আয়োজিত ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ২০২২’ এর সমাপনী দিনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। সভাপতিত্ব করেন পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

কে এম খালিদ বলেন, ‘আর্থিক স্বস্তি এবং সঞ্চয়ের জন্যই বিনিয়োগ। সুতরাং বিনিয়োগের সুরক্ষা প্রয়োজন। পুঁজিবাজারের কল্যাণে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম নানা ধরনের উদ্যোগ নিয়েছেন, যা প্রশংসাযোগ্য।’ তিনি পুঁজিবাজারে বিনিয়োগের নিরাপদ ব্যবস্থাপনার আশা ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আমিনুল হক শামীম, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব কামরুল হক মারুফ, পুলিশের উপ-মহাপরিদর্শক দেবদাস ভট্টাচার্য, বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস। উপস্থিত ছিলেন ময়নসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

অনুষ্ঠানে প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ডিএসইসির ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া, রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ রশিদ লালী, ডিবিএর প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও, বিএএসএমের মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী, বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান ও বিএমবিএর প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বিএসইসির কমিশনার ড. রুমানা ইসলাম, বিএসইসির সাবেক কমিশনার আরিফ খান, বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম, বিএসইসির বিনিয়োগ শিক্ষা বিভাগের নির্বাহী পরিচালক রিপন কুমার দেবনাথসহ প্রমুখ।

ঢাকা/এসএ