০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪

পুঁজিবাজারে মূলধন বেড়েছে সাড়ে আট হাজার কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০২:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • / ৪১৩৯ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: সদ্য সমাপ্ত সপ্তাহে (২৮ আগস্ট-০১ সেপ্টেম্বর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন বেড়েছে সাড়ে আট হাজার কোটি টাকা বা ১ দশমিক ৬৮ শতাংশ। আলোচ্য সপ্তাহে সব ধরনের মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমানও। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই এবং সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গত সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ২১ হাজার ৮৮৫ কোটি টাকায়। যেখানে সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৫ লাখ ১৩ হাজার ২৪০ কোটি টাকায়। সে হিসাবে আলোচ্য সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে প্রায় ৮ হাজার ৬৪৫ কোটি টাকা বা ১ দশমিক ৬৮ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ৯ হাজার ৫১৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৬ হাজার ৯৩৩ কোটি ৯৩ লাখ ৪২ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২ হাজার ৫৮০ কোটি ৬০ লাখ ৭০ হাজার টাকার বা ৩৭.২২ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৫৩ দশমিক ৫৩ পয়েন্ট বা ২ দশমিক ৪২ শতাংশ বেড়ে ৬ হাজার ৫০৮ পয়েন্টে অবস্থান করছে।

আলোচিত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে  দশমিক ৩৮.৩১ পয়েন্ট বা ১ দশমিক ৬৯ শতাংশ বেড়ে ২ হাজার ৩০৫ পয়েন্টে উঠেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৮.৫৮ পয়েন্ট বা ১ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ২৪৯টির, কমেছে ৮৩টির। আর ৫৬টির দাম ছিল অপরিবর্তিত।

অন্যদিকে সিএসইতে গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই ২ দশমিক ৭৫ শতাংশ বেড়ে প্রায় ১৯ হাজার ১৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল ১৮ হাজার ৬৪৩ পয়েন্টে। সিএসসিএক্স সূচকটি গত সপ্তাহ শেষে ২ দশমিক ৭৬ শতাংশ বেড়ে ১১ হাজার ৪৮১ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহ শেষে সূচকটির অবস্থান ছিল ১১ হাজার ১৭২ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে সিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ২৭৯ কোটি ৪৪ লাখ টাকা। আগের সপ্তাহের যেখানে লেনদেন হয়েছিল ১৬৮ কোটি ৪৩ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১১১ কোটি ১ লাখ টাকার।

আলোচ্য সময়ে সিএসইতে লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪০টির, কমেছে ৬৯টির, অপরিবর্তিত রয়েছে ৪০টির।

আরও পড়ুন: অবণ্টিত ডিভিডেন্ড সিএমএসএফে স্থানান্তর না করার ব্যাখ্যা তলব

ঢাকা/টিএ

শেয়ার করুন

x
English Version

পুঁজিবাজারে মূলধন বেড়েছে সাড়ে আট হাজার কোটি টাকা

আপডেট: ১২:০২:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: সদ্য সমাপ্ত সপ্তাহে (২৮ আগস্ট-০১ সেপ্টেম্বর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন বেড়েছে সাড়ে আট হাজার কোটি টাকা বা ১ দশমিক ৬৮ শতাংশ। আলোচ্য সপ্তাহে সব ধরনের মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমানও। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই এবং সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গত সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ২১ হাজার ৮৮৫ কোটি টাকায়। যেখানে সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৫ লাখ ১৩ হাজার ২৪০ কোটি টাকায়। সে হিসাবে আলোচ্য সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে প্রায় ৮ হাজার ৬৪৫ কোটি টাকা বা ১ দশমিক ৬৮ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ৯ হাজার ৫১৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৬ হাজার ৯৩৩ কোটি ৯৩ লাখ ৪২ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২ হাজার ৫৮০ কোটি ৬০ লাখ ৭০ হাজার টাকার বা ৩৭.২২ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৫৩ দশমিক ৫৩ পয়েন্ট বা ২ দশমিক ৪২ শতাংশ বেড়ে ৬ হাজার ৫০৮ পয়েন্টে অবস্থান করছে।

আলোচিত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে  দশমিক ৩৮.৩১ পয়েন্ট বা ১ দশমিক ৬৯ শতাংশ বেড়ে ২ হাজার ৩০৫ পয়েন্টে উঠেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৮.৫৮ পয়েন্ট বা ১ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ২৪৯টির, কমেছে ৮৩টির। আর ৫৬টির দাম ছিল অপরিবর্তিত।

অন্যদিকে সিএসইতে গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই ২ দশমিক ৭৫ শতাংশ বেড়ে প্রায় ১৯ হাজার ১৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল ১৮ হাজার ৬৪৩ পয়েন্টে। সিএসসিএক্স সূচকটি গত সপ্তাহ শেষে ২ দশমিক ৭৬ শতাংশ বেড়ে ১১ হাজার ৪৮১ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহ শেষে সূচকটির অবস্থান ছিল ১১ হাজার ১৭২ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে সিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ২৭৯ কোটি ৪৪ লাখ টাকা। আগের সপ্তাহের যেখানে লেনদেন হয়েছিল ১৬৮ কোটি ৪৩ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১১১ কোটি ১ লাখ টাকার।

আলোচ্য সময়ে সিএসইতে লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪০টির, কমেছে ৬৯টির, অপরিবর্তিত রয়েছে ৪০টির।

আরও পড়ুন: অবণ্টিত ডিভিডেন্ড সিএমএসএফে স্থানান্তর না করার ব্যাখ্যা তলব

ঢাকা/টিএ