১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪

প্রতারণার অভিযোগে ইডির তলব, যা বললেন নুসরাত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০১:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৩০৯ বার দেখা হয়েছে

ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে পশ্চিমবঙ্গের বসিরহাটের সাংসদ ও টালিউড অভিনেত্রী নুসরাত জাহানকে তলব করেছে অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মঙ্গলবার বেলা ১১টার মধ্যে তাকে কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে ডেকে পাঠানো হয়ে। খবর আনন্দবাজারের।

যদিও এ রকম কোনো নোটিশ এসেছে কিনা, তিনি জানেন না বলেই দাবি করেছেন নুসরাত। বসিরহাটের হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয় একটি বৈঠকে গিয়েছিলেন তিনি। সেখানে ইডির নোটিশ নিয়ে প্রশ্ন করতেই সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান তিনি।

এ নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি সকাল থেকে প্রচুর কাজে ব্যস্ত। নোটিশ এসেছে কিনা অবশ্যই দেখব। ইডি ডাকলে অবশ্যই যাব। তদন্তে সহযোগিতা করা আমার কর্তব্যের মধ্যে পড়ে।’

নুসরাত একটি কোম্পানিতে থাকাকালীন একাধিক প্রবীণ ব্যক্তির সঙ্গে ফ্ল্যাট বিক্রির নামে আর্থিক প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে এ নিয়ে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা বেশ কয়েকজন অভিযোগকারীকে নিয়ে গড়িয়াহাট থানা এবং ইডির দপ্তরে গিয়ে অভিযোগ করেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন পরীমণি

ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেন কলকাতা পুলিশ এবং ইডির গোয়েন্দারা। বস্তুত এর আগেও তৃণমূল সাংসদ তথা অভিনেত্রীকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে ওই ঘটনার পর পরই কলকাতা প্রেসক্লাবে একটি সাংবাদিক বৈঠক ডেকে নুসরাত জানান, অভিযোগ যখন করা হয়েছে, তার অনেক আগেই তিনি সংশ্লিষ্ট কোম্পানি বা সংস্থা ছেড়ে দিয়েছিলেন।

ঢাকা/এসএম

ট্যাগঃ

শেয়ার করুন

x

প্রতারণার অভিযোগে ইডির তলব, যা বললেন নুসরাত

আপডেট: ১২:০১:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩

ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে পশ্চিমবঙ্গের বসিরহাটের সাংসদ ও টালিউড অভিনেত্রী নুসরাত জাহানকে তলব করেছে অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মঙ্গলবার বেলা ১১টার মধ্যে তাকে কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে ডেকে পাঠানো হয়ে। খবর আনন্দবাজারের।

যদিও এ রকম কোনো নোটিশ এসেছে কিনা, তিনি জানেন না বলেই দাবি করেছেন নুসরাত। বসিরহাটের হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয় একটি বৈঠকে গিয়েছিলেন তিনি। সেখানে ইডির নোটিশ নিয়ে প্রশ্ন করতেই সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান তিনি।

এ নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি সকাল থেকে প্রচুর কাজে ব্যস্ত। নোটিশ এসেছে কিনা অবশ্যই দেখব। ইডি ডাকলে অবশ্যই যাব। তদন্তে সহযোগিতা করা আমার কর্তব্যের মধ্যে পড়ে।’

নুসরাত একটি কোম্পানিতে থাকাকালীন একাধিক প্রবীণ ব্যক্তির সঙ্গে ফ্ল্যাট বিক্রির নামে আর্থিক প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে এ নিয়ে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা বেশ কয়েকজন অভিযোগকারীকে নিয়ে গড়িয়াহাট থানা এবং ইডির দপ্তরে গিয়ে অভিযোগ করেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন পরীমণি

ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেন কলকাতা পুলিশ এবং ইডির গোয়েন্দারা। বস্তুত এর আগেও তৃণমূল সাংসদ তথা অভিনেত্রীকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে ওই ঘটনার পর পরই কলকাতা প্রেসক্লাবে একটি সাংবাদিক বৈঠক ডেকে নুসরাত জানান, অভিযোগ যখন করা হয়েছে, তার অনেক আগেই তিনি সংশ্লিষ্ট কোম্পানি বা সংস্থা ছেড়ে দিয়েছিলেন।

ঢাকা/এসএম