০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪

প্রেমিকার মৃত্যুতে গ্রেপ্তার ‘পুষ্পা’ সিনেমার জগদীশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • / ৪১৪৯ বার দেখা হয়েছে

দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন জগদীশ প্রতাপ বান্ডারি। বুধবার (৬ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূলত প্রেমিকা আত্মহত্যার কারণেই গ্রেপ্তার করা হয়েছে এ অভিনেতাকে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, প্রেমিকাকে প্ররোচনা দিয়েছেন অভিনেতা জগদীশ। প্রেমিকার সঙ্গে দীর্ঘদিন ধরে লিভ ইন করছিলেন তিনি পরিবারের সদস্যদের দাবি―তাদের মেয়ের মৃত্যুর জন্য জগদীশ দায়ী। তিনি ব্ল্যাকমেল করতেন। নানাভাবে হেনস্তা করতেন। আর এই অভিযোগেই গ্রেপ্তার করা হয়েছে জগদীশকে।

পুলিশ জানিয়েছে, গত ২৯ নভেম্বর আত্মহত্যা করেছেন জগদীশের প্রেমিকা। এরপর তার বাবা থানায় এসে অভিযোগ করেন অভিনেতার নামে। জগদীশের নিয়মিত হেনস্তা ও ব্ল্যাকমেল সহ্য করতে না পেরেই তাদের মেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছেন। ভারতীয় পেনাল কোডের ৩০৬ ধারায় মামলা হয়েছে জগদীশের বিরুদ্ধে।

এ অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে অভিনেতার বিরুদ্ধে একাধিক প্রমাণ উঠে আসে। সেসবের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে তাকে।

আরো পড়ুন: পরকীয়া সুস্থতার লক্ষণ : অপরাজিতা

পুলিশের তথ্য বলছে, গত ২৭ নভেম্বর অন্য একজন পুরুষের সঙ্গে প্রেমিকাকে দেখতে পান জগদীশ। তখন তাদের ছবি ও ভিডিও করে রাখেন জগদীশ। পরে সেগুলো দিয়ে ব্ল্যাকমেল করা শুরু করেন। এমনকি ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়িয়ে দেয়ারও হুমকি দেন। এরপর ২৯ নভেম্বর আত্মহত্যা করেন তার প্রেমিকা। যিনি নিজেও দক্ষিণী ইন্ডাস্ট্রির একজন জুনিয়র আর্টিস্ট ছিলেন।

ঢাকা/কেএ

শেয়ার করুন

x
English Version

প্রেমিকার মৃত্যুতে গ্রেপ্তার ‘পুষ্পা’ সিনেমার জগদীশ

আপডেট: ০৭:০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩

দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন জগদীশ প্রতাপ বান্ডারি। বুধবার (৬ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূলত প্রেমিকা আত্মহত্যার কারণেই গ্রেপ্তার করা হয়েছে এ অভিনেতাকে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, প্রেমিকাকে প্ররোচনা দিয়েছেন অভিনেতা জগদীশ। প্রেমিকার সঙ্গে দীর্ঘদিন ধরে লিভ ইন করছিলেন তিনি পরিবারের সদস্যদের দাবি―তাদের মেয়ের মৃত্যুর জন্য জগদীশ দায়ী। তিনি ব্ল্যাকমেল করতেন। নানাভাবে হেনস্তা করতেন। আর এই অভিযোগেই গ্রেপ্তার করা হয়েছে জগদীশকে।

পুলিশ জানিয়েছে, গত ২৯ নভেম্বর আত্মহত্যা করেছেন জগদীশের প্রেমিকা। এরপর তার বাবা থানায় এসে অভিযোগ করেন অভিনেতার নামে। জগদীশের নিয়মিত হেনস্তা ও ব্ল্যাকমেল সহ্য করতে না পেরেই তাদের মেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছেন। ভারতীয় পেনাল কোডের ৩০৬ ধারায় মামলা হয়েছে জগদীশের বিরুদ্ধে।

এ অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে অভিনেতার বিরুদ্ধে একাধিক প্রমাণ উঠে আসে। সেসবের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে তাকে।

আরো পড়ুন: পরকীয়া সুস্থতার লক্ষণ : অপরাজিতা

পুলিশের তথ্য বলছে, গত ২৭ নভেম্বর অন্য একজন পুরুষের সঙ্গে প্রেমিকাকে দেখতে পান জগদীশ। তখন তাদের ছবি ও ভিডিও করে রাখেন জগদীশ। পরে সেগুলো দিয়ে ব্ল্যাকমেল করা শুরু করেন। এমনকি ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়িয়ে দেয়ারও হুমকি দেন। এরপর ২৯ নভেম্বর আত্মহত্যা করেন তার প্রেমিকা। যিনি নিজেও দক্ষিণী ইন্ডাস্ট্রির একজন জুনিয়র আর্টিস্ট ছিলেন।

ঢাকা/কেএ