০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

ফের একলাখ ৮০ হাজার টন চাল আমদানির অনুমতি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:১৩:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
  • / ১০৪২৭ বার দেখা হয়েছে

দেশের বাজারগুলোতে চালের সংকট কমাতে সরকার আবারও ৫৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে একলাখ ৮০ হাজার টন চাল আমদানির অনুমতি দিয়েছে। নতুন করে দেওয়া এই অনুমতির চিঠি সোমবার খাদ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে। এর আগে খাদ্য মন্ত্রণালয় বিভিন্ন শর্তে বেসরকারি পর্যায়ে মোট ৩২০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১০ লাখ ১৪ হাজার ৫০০ টন চাল আমদানির অনুমতি দিয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে সর্বোচ্চ পাঁচ শতাংশ ভাঙা দানাবিশিষ্ট বাসমতি নয়— এমন সিদ্ধ চাল শর্তসাপেক্ষে আমদানির জন্য অনুমতি দেওয়া হয়েছে।

‍বাইরে থেকে চাল আমদানির শর্তে বলা হয়েছে— আগামী ১১ মার্চের মধ্যে ঋণপত্র (এলসি) খুলতে হবে। এলসি খোলা সংক্রান্ত তথ্য খাদ্য মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে ই-মেইলে জানাতে হবে। বরাদ্দপ্রাপ্ত আমদানিকারককে এলসি খোলার ১০ দিনের মধ্যে ৫০ শতাংশ এবং ২০ দিনের মধ্যে পুরো চাল বাজারজাত করতে হবে।

 

আরও পড়ুন:

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ফের একলাখ ৮০ হাজার টন চাল আমদানির অনুমতি

আপডেট: ০১:১৩:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১

দেশের বাজারগুলোতে চালের সংকট কমাতে সরকার আবারও ৫৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে একলাখ ৮০ হাজার টন চাল আমদানির অনুমতি দিয়েছে। নতুন করে দেওয়া এই অনুমতির চিঠি সোমবার খাদ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে। এর আগে খাদ্য মন্ত্রণালয় বিভিন্ন শর্তে বেসরকারি পর্যায়ে মোট ৩২০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১০ লাখ ১৪ হাজার ৫০০ টন চাল আমদানির অনুমতি দিয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে সর্বোচ্চ পাঁচ শতাংশ ভাঙা দানাবিশিষ্ট বাসমতি নয়— এমন সিদ্ধ চাল শর্তসাপেক্ষে আমদানির জন্য অনুমতি দেওয়া হয়েছে।

‍বাইরে থেকে চাল আমদানির শর্তে বলা হয়েছে— আগামী ১১ মার্চের মধ্যে ঋণপত্র (এলসি) খুলতে হবে। এলসি খোলা সংক্রান্ত তথ্য খাদ্য মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে ই-মেইলে জানাতে হবে। বরাদ্দপ্রাপ্ত আমদানিকারককে এলসি খোলার ১০ দিনের মধ্যে ৫০ শতাংশ এবং ২০ দিনের মধ্যে পুরো চাল বাজারজাত করতে হবে।

 

আরও পড়ুন: