১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪

ফোঁড়ার অস্ত্রোপচারে রোগীর মৃত্যু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
  • / ৪২১৫ বার দেখা হয়েছে

লক্ষ্মীপুর শহরের সিটি হাসপাতালে অস্ত্রোপচারের সাড়ে ৬ ঘণ্টা পর আবু ছায়েদ (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) ভোর ৫টার দিকে মারা যান তিনি। পরিবারের অভিযোগ, চিৎিসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে।আবু ছায়েদ লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বিজয়নগর গ্রামের বাসিন্দা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তার ছেলে দেলোয়ার হোসেন নিশান জানান, তার বাবার ডান পায়ে ফোঁড়ার অস্ত্রোপচারের জন্য গত ২ জুলাই শহরের সিটি হাসপাতালে ভর্তি করেন। বুধবার (৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ওই হাসপাতালের মালিক ডা. রাকিবুল আহছান রোগীর পায়ে অস্ত্রোপচার করেন। অপারেশন থিয়েটারে নেওয়ার আগে শারীরিক পরীক্ষা করানো হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকায় তার বাবার অস্ত্রোপচার করানো হয়। বৃহস্পতিবার ভোরে ছায়েদ বমি করেন। তখন হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বা নার্সদের ডেকেও কাছে পাননি। কিছুক্ষণের মধ্যে তার বাবার মৃত্যু হয়।

দেলোয়ার অভিযোগ করে বলেন, ‘অস্ত্রোপচার করানোর আগে চিকিৎসক জানান অস্ত্রোপচারের পর পায়ের ব্যথা বাড়বে বা কমবে। কিন্তু তিনি মৃত্যুঝুঁকির কথা বলেননি। সঠিক সময়ে চিকিৎসক বা নার্স এসে চিকিৎসা দিলে হয়তো বাবা মারা যেতেন না। তাদের অবহেলায় আমার বাবার মৃত্যু হয়েছে।’

আরও পড়ুন: ডিভিডেন্ড পাঠিয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স

বৃহস্পতিবার সকালে সিটি হাসপাতালে গিয়ে ডা. রাকিবুল আহছানকে পাওয়া যায়নি। তবে ওই হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ইলিয়াস মাহমুদ বলেন, চিকিৎসাজনিত কোনও ক্রটি বা অবহেলায় রোগীর মৃত্যু হয়নি। রোগীকে সঠিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।তিনি বলেন, যে কোনও ব্যক্তির হার্ট অ্যাটাক হতে পারে। এ রোগীর ক্ষেত্রে হয়তো তেমনটি হয়েছে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. আহম্মদ কবীর বলেন, হাসপাতালে রোগীর মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে শুনেছি। এ বিষয়ে রোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x
English Version

ফোঁড়ার অস্ত্রোপচারে রোগীর মৃত্যু

আপডেট: ০৩:০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩

লক্ষ্মীপুর শহরের সিটি হাসপাতালে অস্ত্রোপচারের সাড়ে ৬ ঘণ্টা পর আবু ছায়েদ (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) ভোর ৫টার দিকে মারা যান তিনি। পরিবারের অভিযোগ, চিৎিসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে।আবু ছায়েদ লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বিজয়নগর গ্রামের বাসিন্দা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তার ছেলে দেলোয়ার হোসেন নিশান জানান, তার বাবার ডান পায়ে ফোঁড়ার অস্ত্রোপচারের জন্য গত ২ জুলাই শহরের সিটি হাসপাতালে ভর্তি করেন। বুধবার (৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ওই হাসপাতালের মালিক ডা. রাকিবুল আহছান রোগীর পায়ে অস্ত্রোপচার করেন। অপারেশন থিয়েটারে নেওয়ার আগে শারীরিক পরীক্ষা করানো হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকায় তার বাবার অস্ত্রোপচার করানো হয়। বৃহস্পতিবার ভোরে ছায়েদ বমি করেন। তখন হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বা নার্সদের ডেকেও কাছে পাননি। কিছুক্ষণের মধ্যে তার বাবার মৃত্যু হয়।

দেলোয়ার অভিযোগ করে বলেন, ‘অস্ত্রোপচার করানোর আগে চিকিৎসক জানান অস্ত্রোপচারের পর পায়ের ব্যথা বাড়বে বা কমবে। কিন্তু তিনি মৃত্যুঝুঁকির কথা বলেননি। সঠিক সময়ে চিকিৎসক বা নার্স এসে চিকিৎসা দিলে হয়তো বাবা মারা যেতেন না। তাদের অবহেলায় আমার বাবার মৃত্যু হয়েছে।’

আরও পড়ুন: ডিভিডেন্ড পাঠিয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স

বৃহস্পতিবার সকালে সিটি হাসপাতালে গিয়ে ডা. রাকিবুল আহছানকে পাওয়া যায়নি। তবে ওই হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ইলিয়াস মাহমুদ বলেন, চিকিৎসাজনিত কোনও ক্রটি বা অবহেলায় রোগীর মৃত্যু হয়নি। রোগীকে সঠিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।তিনি বলেন, যে কোনও ব্যক্তির হার্ট অ্যাটাক হতে পারে। এ রোগীর ক্ষেত্রে হয়তো তেমনটি হয়েছে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. আহম্মদ কবীর বলেন, হাসপাতালে রোগীর মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে শুনেছি। এ বিষয়ে রোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/এসএম