১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪

বন্ড ইন্স্যুরেন্সের সম্ভাব্যতা যাচাইয়ে বিএসইসির কমিটি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৩৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
  • / ৪১৫৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বন্ড মার্কেটকে গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বিএসইসি। এরই মধ্যে ১১টি ব্যাংকের বন্ডকে পুঁজিবাজারে তালিকাভুক্তির উদ্যোগ নিয়েছে কমিশন। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানের করপোরেট বন্ডও অনুমোদন দেয়া হচ্ছে। এবার বন্ড ইস্যুর ক্ষেত্রে সুদ ও আসল পরিশোধে ঝুঁকির বিষয়টিকে বীমার আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। বন্ড ইন্স্যুরেন্সের সম্ভাব্যতা যাচাইয়ে ১০ সদস্যদের একটি কমিটি গঠন করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গতকাল ডিজিটাল প্লাটফর্মে বন্ড ইন্স্যুরেন্সের ওপর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), বিএসইসি, সাধারণ বীমা করপোরেশন ও বীমা কোম্পানির প্রতিনিধিদের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন, আইডিআরএর নন-লাইফ অনুবিভাগের সদস্য মো. দলিল উদ্দিন ও নির্বাহী পরিচালক মো. হারুন-অর-রশিদ, সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান, বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিমসহ কয়েকটি সাধারণ বীমা কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বন্ডে বিনিয়োগকারীদের সুদ ও আসল পরিশোধের ক্ষেত্রে ইস্যুয়ার প্রতিষ্ঠান যদি কোনো কারণে ব্যর্থ হয়, তাহলে সেক্ষেত্রে বিনিয়োগকারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, এজন্য এটিকে কীভাবে বীমার আওতায় নিয়ে আসা যায়, সে বিষয়ে আলোচনা হয়। বন্ড ইন্স্যুরেন্সের সম্ভাব্যতা যাচাইয়ে আইডিআরএ, বিএসইসি, সাধারণ বীমা করপোরেশন ও তিনটি সাধারণ বীমা কোম্পানির প্রতিনিধিদের সমন্বয়ে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কীভাবে বন্ড ইন্স্যুরেন্স স্কিম কার্যকর করা সম্ভব হবে, সে বিষয়ে প্রতিবেদন জমা দেবে।

জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বণিক বার্তাকে বলেন, বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকির বিষয়টিকে যদি বীমার আওতায় আনা যায়, তাহলে এখানে আরো অনেক বেশি বিনিয়োগ আসবে। এজন্য বন্ড ইন্স্যুরেন্সের সম্ভাব্যতা যাচাইয়ে ১০ সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। বন্ড ইন্স্যুরেন্সের বিষয়টি চূড়ান্ত হলে সেক্ষেত্রে বন্ড অনুমোদন দেয়ার সময় বিএসইসি বীমার বিষয়টিকে বাধ্যতামূলক করে দেবে বলে জানান তিনি।

ঢাকা/এসআর

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

বন্ড ইন্স্যুরেন্সের সম্ভাব্যতা যাচাইয়ে বিএসইসির কমিটি

আপডেট: ১০:৩৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: বন্ড মার্কেটকে গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বিএসইসি। এরই মধ্যে ১১টি ব্যাংকের বন্ডকে পুঁজিবাজারে তালিকাভুক্তির উদ্যোগ নিয়েছে কমিশন। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানের করপোরেট বন্ডও অনুমোদন দেয়া হচ্ছে। এবার বন্ড ইস্যুর ক্ষেত্রে সুদ ও আসল পরিশোধে ঝুঁকির বিষয়টিকে বীমার আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। বন্ড ইন্স্যুরেন্সের সম্ভাব্যতা যাচাইয়ে ১০ সদস্যদের একটি কমিটি গঠন করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গতকাল ডিজিটাল প্লাটফর্মে বন্ড ইন্স্যুরেন্সের ওপর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), বিএসইসি, সাধারণ বীমা করপোরেশন ও বীমা কোম্পানির প্রতিনিধিদের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন, আইডিআরএর নন-লাইফ অনুবিভাগের সদস্য মো. দলিল উদ্দিন ও নির্বাহী পরিচালক মো. হারুন-অর-রশিদ, সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান, বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিমসহ কয়েকটি সাধারণ বীমা কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বন্ডে বিনিয়োগকারীদের সুদ ও আসল পরিশোধের ক্ষেত্রে ইস্যুয়ার প্রতিষ্ঠান যদি কোনো কারণে ব্যর্থ হয়, তাহলে সেক্ষেত্রে বিনিয়োগকারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, এজন্য এটিকে কীভাবে বীমার আওতায় নিয়ে আসা যায়, সে বিষয়ে আলোচনা হয়। বন্ড ইন্স্যুরেন্সের সম্ভাব্যতা যাচাইয়ে আইডিআরএ, বিএসইসি, সাধারণ বীমা করপোরেশন ও তিনটি সাধারণ বীমা কোম্পানির প্রতিনিধিদের সমন্বয়ে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কীভাবে বন্ড ইন্স্যুরেন্স স্কিম কার্যকর করা সম্ভব হবে, সে বিষয়ে প্রতিবেদন জমা দেবে।

জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বণিক বার্তাকে বলেন, বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকির বিষয়টিকে যদি বীমার আওতায় আনা যায়, তাহলে এখানে আরো অনেক বেশি বিনিয়োগ আসবে। এজন্য বন্ড ইন্স্যুরেন্সের সম্ভাব্যতা যাচাইয়ে ১০ সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। বন্ড ইন্স্যুরেন্সের বিষয়টি চূড়ান্ত হলে সেক্ষেত্রে বন্ড অনুমোদন দেয়ার সময় বিএসইসি বীমার বিষয়টিকে বাধ্যতামূলক করে দেবে বলে জানান তিনি।

ঢাকা/এসআর

আরও পড়ুন: