০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪

বাঁচার জন্য নদে ঝাঁপ দিয়েও বাবা-মেয়ে রক্ষা পেলোনা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:১৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • / ৪১২০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ৯টায় বাড়ির পাশে ঝিনাই নদে মরদেহ দেখে সরিষাবাড়ি থানা পুলিশকে খবর দেন এলাকাবাসী। ঘটনাস্থলে পৌঁছে বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পরিবার ও পুলিশ  জানায়, দীর্ঘ ২ বছর ধরে সৌদি প্রবাসী আজিজের সঙ্গে তার বড় ভাই আজাহারের বাড়ির সামনের রাস্তা নিয়ে  বিরোধ চলে আসছিল। জমির বিরোধ মীমাংসা করতে দুই মাস আগে সৌদি থেকে বাড়িতে ফেরেন আজিজ। এরপর দফায় দফায় শালিস বৈঠক করেও মীমাংসা না হওয়ায় আজাহার আদালতে মামলা দায়ের করে।

আজিজের পরিবার জানায়, আজিজ সরিষাবাড়ি থানায় মামলা দিতে গেলে পুলিশ মামলা নেয়নি। গত সোমবার (২৮ মার্চ) আজিজ আদালতে হাজির হয়ে জামিনে বেরিয়ে আসে। জামিনে বেরিয়ে ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদলের আপস মীমাংসার আশ্বাসে বাড়ি  যায়। বাড়িতে আসার খবরে গত মঙ্গলবার (২৯ মার্চ) রাত ১০টায় আজাহার দলবল নিয়ে আজিজের বাড়িতে হামলা চালায়। এ সময় ৪ বছরের মেয়ে জান্নাতকে নিয়ে দৌড়ে জীবনরক্ষা করতে বাড়ির পাশে ঝিনাই নদে ঝাঁপ দেয় আজিজ। এরপর থেকে তারা নিখোঁজ ছিলো। পরিবারের লোকজন নদে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। সকাল ৯টায় নদে তাদের মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে।

সরিষাবাড়ি থানার উপপুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করে সরিষাবাড়ি থানায় পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামিরা বাড়িঘর ছেড়ে পালিয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানায় তিনি।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

বাঁচার জন্য নদে ঝাঁপ দিয়েও বাবা-মেয়ে রক্ষা পেলোনা

আপডেট: ০৮:১৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ৯টায় বাড়ির পাশে ঝিনাই নদে মরদেহ দেখে সরিষাবাড়ি থানা পুলিশকে খবর দেন এলাকাবাসী। ঘটনাস্থলে পৌঁছে বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পরিবার ও পুলিশ  জানায়, দীর্ঘ ২ বছর ধরে সৌদি প্রবাসী আজিজের সঙ্গে তার বড় ভাই আজাহারের বাড়ির সামনের রাস্তা নিয়ে  বিরোধ চলে আসছিল। জমির বিরোধ মীমাংসা করতে দুই মাস আগে সৌদি থেকে বাড়িতে ফেরেন আজিজ। এরপর দফায় দফায় শালিস বৈঠক করেও মীমাংসা না হওয়ায় আজাহার আদালতে মামলা দায়ের করে।

আজিজের পরিবার জানায়, আজিজ সরিষাবাড়ি থানায় মামলা দিতে গেলে পুলিশ মামলা নেয়নি। গত সোমবার (২৮ মার্চ) আজিজ আদালতে হাজির হয়ে জামিনে বেরিয়ে আসে। জামিনে বেরিয়ে ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদলের আপস মীমাংসার আশ্বাসে বাড়ি  যায়। বাড়িতে আসার খবরে গত মঙ্গলবার (২৯ মার্চ) রাত ১০টায় আজাহার দলবল নিয়ে আজিজের বাড়িতে হামলা চালায়। এ সময় ৪ বছরের মেয়ে জান্নাতকে নিয়ে দৌড়ে জীবনরক্ষা করতে বাড়ির পাশে ঝিনাই নদে ঝাঁপ দেয় আজিজ। এরপর থেকে তারা নিখোঁজ ছিলো। পরিবারের লোকজন নদে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। সকাল ৯টায় নদে তাদের মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে।

সরিষাবাড়ি থানার উপপুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করে সরিষাবাড়ি থানায় পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামিরা বাড়িঘর ছেড়ে পালিয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানায় তিনি।

ঢাকা/এসএ