০২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক ঢুকতে পারবে কি না- জানেন না অর্থমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:২৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
  • / ১০২৬৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পৃথিবীতে কোথাও সাংবাদিকদের কেন্দ্রীয় ব্যাংকে ঢুকতে দেয়া হয় কি না প্রশ্ন তুলেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তবে সাংবাদিকরা কি আর বাংলাদেশ ব্যাংকে ঢুকতে পারবেন না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা তিনি বলতে পারবেন না।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ রোববার (২৬ মে) সচিবালয়ে আইএমএফের নির্বাহী পরিচালক ড. কৃষ্ণমূর্তি ভি সুব্রামানিয়ানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, গভর্নর তো আলাদা কিছু না, গভর্নর গোটা সরকারেরই একটা অংশ। এর আগে উনি (আব্দুর রউফ তালুকদার) অর্থ সচিব ছিলেন। কিছু পত্রিকায় বলা হয় উনি দায়িত্বজ্ঞানহীন, ওনার কোনো আইডিয়া নেই। এমনি এমনিই অর্থ সচিব হয়েছেন? এখন তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশের বিষয়ে তিনি বলেন, পৃথিবীতে কোথাও এভাবে ঢুকতে দেয় না কি? সব খুলে দেয়? ওখানে ওদের লোক আছে, মুখপাত্র আছে। এগুলো আছে তো।

তাহলে কী সাংবাদিকরা আর বাংলাদেশ ব্যাংকে ঢুকতে পারবেন না? এ প্রশ্নের জবাবে আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘সেটা তো আমি বলতে পারব না।’

আরও পড়ুন: ২৪ দিনে এলো ১৭৯ কোটি ডলার রেমিট্যান্স

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের তৃতীয় কিস্তির অর্থ পেতে কোনো বাধা নেই জানিয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, জুনেই পাওয়া যাবে এ অর্থ। কীভাবে দ্রুত পেতে পারি, তা আমরা চেষ্টা করছি।

সবকিছুই আলোচনার মাধ্যমে হবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘তবে সমস্যা সমাধানে আমরা সঠিক পথে আছি বলেই তিনি (আইএমএফের নির্বাহী পরিচালক) আমাদের বলেছেন।’

আসন্ন বাজেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সবকিছু মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে যাতে থাকে, মানুষের জীবনযাত্রার মান যাতে সীমার মধ্যে থাকে, সেভাবেই বাজেটে উদ্যোগ নেয়া হবে। এ বাজেটে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। তবে অনেক বাধা আছে; আমরা তা মোকাবিলা করবো। মূল্যস্ফীতি, রিজার্ভ ও রাজস্ব আয়সহ কিছু কিছু চ্যালেঞ্জ আছে বাজেটে।’

তবে ডলারের দাম এখন আর চ্যালেঞ্জ না বলেও জানান আবুল হাসান মাহমুদ। তিনি বলেন, ডলারের দাম নির্ধারণে ক্রলিং পেগ পদ্ধতি চালু করা হয়েছে; আইএমএফ এতে খুশি।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

x

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক ঢুকতে পারবে কি না- জানেন না অর্থমন্ত্রী

আপডেট: ০৬:২৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

পৃথিবীতে কোথাও সাংবাদিকদের কেন্দ্রীয় ব্যাংকে ঢুকতে দেয়া হয় কি না প্রশ্ন তুলেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তবে সাংবাদিকরা কি আর বাংলাদেশ ব্যাংকে ঢুকতে পারবেন না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা তিনি বলতে পারবেন না।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ রোববার (২৬ মে) সচিবালয়ে আইএমএফের নির্বাহী পরিচালক ড. কৃষ্ণমূর্তি ভি সুব্রামানিয়ানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, গভর্নর তো আলাদা কিছু না, গভর্নর গোটা সরকারেরই একটা অংশ। এর আগে উনি (আব্দুর রউফ তালুকদার) অর্থ সচিব ছিলেন। কিছু পত্রিকায় বলা হয় উনি দায়িত্বজ্ঞানহীন, ওনার কোনো আইডিয়া নেই। এমনি এমনিই অর্থ সচিব হয়েছেন? এখন তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশের বিষয়ে তিনি বলেন, পৃথিবীতে কোথাও এভাবে ঢুকতে দেয় না কি? সব খুলে দেয়? ওখানে ওদের লোক আছে, মুখপাত্র আছে। এগুলো আছে তো।

তাহলে কী সাংবাদিকরা আর বাংলাদেশ ব্যাংকে ঢুকতে পারবেন না? এ প্রশ্নের জবাবে আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘সেটা তো আমি বলতে পারব না।’

আরও পড়ুন: ২৪ দিনে এলো ১৭৯ কোটি ডলার রেমিট্যান্স

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের তৃতীয় কিস্তির অর্থ পেতে কোনো বাধা নেই জানিয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, জুনেই পাওয়া যাবে এ অর্থ। কীভাবে দ্রুত পেতে পারি, তা আমরা চেষ্টা করছি।

সবকিছুই আলোচনার মাধ্যমে হবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘তবে সমস্যা সমাধানে আমরা সঠিক পথে আছি বলেই তিনি (আইএমএফের নির্বাহী পরিচালক) আমাদের বলেছেন।’

আসন্ন বাজেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সবকিছু মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে যাতে থাকে, মানুষের জীবনযাত্রার মান যাতে সীমার মধ্যে থাকে, সেভাবেই বাজেটে উদ্যোগ নেয়া হবে। এ বাজেটে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। তবে অনেক বাধা আছে; আমরা তা মোকাবিলা করবো। মূল্যস্ফীতি, রিজার্ভ ও রাজস্ব আয়সহ কিছু কিছু চ্যালেঞ্জ আছে বাজেটে।’

তবে ডলারের দাম এখন আর চ্যালেঞ্জ না বলেও জানান আবুল হাসান মাহমুদ। তিনি বলেন, ডলারের দাম নির্ধারণে ক্রলিং পেগ পদ্ধতি চালু করা হয়েছে; আইএমএফ এতে খুশি।

ঢাকা/এসএইচ