০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪

বাজার মূলধন কমেছে ছয় হাজার কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
  • / ৪২৫১ বার দেখা হয়েছে

ফাইল ফটো

সদ্য সমাপ্ত সপ্তাহে (০৮-১২ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বিদায়ী সপ্তাহে বাজার মূলধন কমেছে প্রায় ছয় হাজার কোটি টাকা বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন কমলেও টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে ৮৭.২৪ শতাংশ।  ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫৪ হাজার ৬৯২ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৬০ হাজার ৬০৮ কোটি টাকা। অর্থাৎ গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ৫ হাজার ৯১৬ কোটি টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ১২১ কোটি ৪০ লাখ ৫৭ হাজার ৯১৯ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৩২ কোটি ৯৬ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৯৮৮ কোটি ৪৩ লাখ ৭৩ হাজার টাকার বা ৮৭.২৪ শতাংশ লেনদেন বেড়েছে।

গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪২৪ কোটি ২৮ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ২২৬ কোটি ৫৯ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১৯৭ কোটি ৬৯ লাখ টাকা বা ৮৭ দশমিক ২৪ শতাংশ।

আরও পড়ুন: ডিএসই’র পিই রেশিও বেড়েছে

এদিকে সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া মাত্র ৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১০৮টির। আর ২১০টির দাম অপরিবর্তিত রয়েছে।

এরপরও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ২১ দশমিক শূন্য ৯ পয়েন্ট বা দশমিক ৩৪ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ১২ দশমিক ৫ পয়েন্ট বা দশমিক ২১ শতাংশ। বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহে বেড়েছে ৫ দশমিক ৬৫ পয়েন্ট বা দশমিক ২৬ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ১ দশমিক ৯০ পয়েন্ট বা দশমিক শূন্য ৯ শতাংশ।

প্রধান মূল্যসূচক ও ডিএসই-৩০ মূল্যসূচকের পাশাপাশি গত সপ্তাহে বেড়েছে ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক। গত সপ্তাহে এই সূচকটি বেড়েছে ৪ দশমিক ৩০ পয়েন্ট বা দশমিক ৩২ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৫ দশমিক ৫৫ পয়েন্ট বা দশমিক ৪১ শতাংশ।

আরও পড়ুন: এশিয়াটিক ল্যাবরেটরিজের আইপিও আবেদন শুরু সোমবার

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৭ কোটি ৬ লাখ টাকার। যার পরিমাণ আগের সপ্তাহে ছিল ৩৮ কোটি ১৪ লাখ টাকার।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৪ পয়েন্ট বা ০.৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮৩৫৩ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৩৩ পয়েন্ট বা ০.৩০ শতাংশ, সিএসই-৫০ সূচক ২ পয়েন্ট বা ০.১৩ শতাংশ এবং সিএসআই সূচক ৫ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৯৯৯ পয়েন্টে, ১৩২২ পয়েন্টে এবং ১১৫৮ পয়েন্টে।

আরও পড়ুন: পারটেক্স ক্যাবলসের আইপিও’তে বিশেষ ছাড়

সপ্তাহজুড়ে সিএসইতে ২৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৮টির দর বেড়েছে, ৭০টির দর কমেছে এবং ১২১টির দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x

বাজার মূলধন কমেছে ছয় হাজার কোটি টাকা

আপডেট: ১২:৪২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩

সদ্য সমাপ্ত সপ্তাহে (০৮-১২ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বিদায়ী সপ্তাহে বাজার মূলধন কমেছে প্রায় ছয় হাজার কোটি টাকা বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন কমলেও টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে ৮৭.২৪ শতাংশ।  ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫৪ হাজার ৬৯২ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৬০ হাজার ৬০৮ কোটি টাকা। অর্থাৎ গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ৫ হাজার ৯১৬ কোটি টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ১২১ কোটি ৪০ লাখ ৫৭ হাজার ৯১৯ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৩২ কোটি ৯৬ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৯৮৮ কোটি ৪৩ লাখ ৭৩ হাজার টাকার বা ৮৭.২৪ শতাংশ লেনদেন বেড়েছে।

গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪২৪ কোটি ২৮ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ২২৬ কোটি ৫৯ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১৯৭ কোটি ৬৯ লাখ টাকা বা ৮৭ দশমিক ২৪ শতাংশ।

আরও পড়ুন: ডিএসই’র পিই রেশিও বেড়েছে

এদিকে সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া মাত্র ৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১০৮টির। আর ২১০টির দাম অপরিবর্তিত রয়েছে।

এরপরও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ২১ দশমিক শূন্য ৯ পয়েন্ট বা দশমিক ৩৪ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ১২ দশমিক ৫ পয়েন্ট বা দশমিক ২১ শতাংশ। বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহে বেড়েছে ৫ দশমিক ৬৫ পয়েন্ট বা দশমিক ২৬ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ১ দশমিক ৯০ পয়েন্ট বা দশমিক শূন্য ৯ শতাংশ।

প্রধান মূল্যসূচক ও ডিএসই-৩০ মূল্যসূচকের পাশাপাশি গত সপ্তাহে বেড়েছে ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক। গত সপ্তাহে এই সূচকটি বেড়েছে ৪ দশমিক ৩০ পয়েন্ট বা দশমিক ৩২ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৫ দশমিক ৫৫ পয়েন্ট বা দশমিক ৪১ শতাংশ।

আরও পড়ুন: এশিয়াটিক ল্যাবরেটরিজের আইপিও আবেদন শুরু সোমবার

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৭ কোটি ৬ লাখ টাকার। যার পরিমাণ আগের সপ্তাহে ছিল ৩৮ কোটি ১৪ লাখ টাকার।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৪ পয়েন্ট বা ০.৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮৩৫৩ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৩৩ পয়েন্ট বা ০.৩০ শতাংশ, সিএসই-৫০ সূচক ২ পয়েন্ট বা ০.১৩ শতাংশ এবং সিএসআই সূচক ৫ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৯৯৯ পয়েন্টে, ১৩২২ পয়েন্টে এবং ১১৫৮ পয়েন্টে।

আরও পড়ুন: পারটেক্স ক্যাবলসের আইপিও’তে বিশেষ ছাড়

সপ্তাহজুড়ে সিএসইতে ২৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৮টির দর বেড়েছে, ৭০টির দর কমেছে এবং ১২১টির দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা/টিএ