০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪

বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের দাবি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
  • / ৪১৭৫ বার দেখা হয়েছে

করোনায় ক্ষতিগ্রস্থ নারী উদ্যোক্তাদের জন্য ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)। মঙ্গলবার (৯ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় সংগঠনের সভাপতি সেলিমা আহমাদ এ প্রস্তাব উপস্থাপন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআরের আয়কর নীতির সদস্য মো. আলমগীর হোসেন। এ সময় এনবিআরের সদস্য সৈয়দ গোলাম কিবরিয়া, ভ্যাট নীতির সদস্য মো. মাসুদ সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ারববাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:বিজনেসজার্নালবিজনেসজার্নাল.বিডি

সেলিমা আহমাদ বলেন, করোনাভাইরাস সংক্রমণের কারণে নারী উদ্যোক্তারা ব্যবসার ক্ষেত্রে কঠিন সময় অতিবাহিত করছেন। বিডব্লিউসিসিআই নারী উদ্যোক্তাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বিবেচনা ও পর্যালোচনা করে ২০২১-২০২২ অর্থবছরের জাতীয় বাজেট অন্তর্ভুক্তির জন্য ১০টি সুনির্দিষ্ট প্রস্তাবনা উপস্থাপন করেছে। এগুলোর মধ্যে রয়েছে, নতুন নারী উদ্যোক্তাদের ব্যবসা শুরুর প্রথম ৩ বছর ট্যাক্স ও ভ্যাট মওকুফ করা, ব্যবসার নতুন ট্রেড লাইসেন্স ফি ও নবায়ন ফি ৫০ শতাংশ হ্রাস করা, কোভিড -১৯ মহামারির কারণে ব্যবসায় ক্ষতিগ্রস্থ নারী উদ্যোক্তাদের জন্য এসএমই সেক্টরে ২০২১-২২ অর্থবছরে প্রণোদনা প্যাকেজের বাইরে ৪ শতাংশ সুদে ঋণ, নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত ব্যবসায় শো-রুমের উপর মূসক অব্যাহতি ও  ঘোষণাটির যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন করা এবং নারী উদ্যোক্তাদের জন্য আমদানিকৃত মেশিনারির উপর আরোপিত আমদানি কর হ্রাস করা।

সেলিমা আহমাদ আরো বলেন, বিডব্লিউসিসিআই দৃঢ়ভাবে বিশ্বাস করে, গত বছরের ন্যায় এ বছরও বিডব্লিউসিসিআইর প্রস্তাবনাসমূহ বিবেচনায় নিয়ে জাতীয় বাজেটে অর্ন্তভুক্ত করে নারী উদ্যোক্তা উন্নয়নের ধারা অব্যাহত রাখবে সরকার।

বিজনেসজার্নাল/ঢাকা্/টিআর

 

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের দাবি

আপডেট: ০৬:১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১

করোনায় ক্ষতিগ্রস্থ নারী উদ্যোক্তাদের জন্য ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)। মঙ্গলবার (৯ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় সংগঠনের সভাপতি সেলিমা আহমাদ এ প্রস্তাব উপস্থাপন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআরের আয়কর নীতির সদস্য মো. আলমগীর হোসেন। এ সময় এনবিআরের সদস্য সৈয়দ গোলাম কিবরিয়া, ভ্যাট নীতির সদস্য মো. মাসুদ সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ারববাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:বিজনেসজার্নালবিজনেসজার্নাল.বিডি

সেলিমা আহমাদ বলেন, করোনাভাইরাস সংক্রমণের কারণে নারী উদ্যোক্তারা ব্যবসার ক্ষেত্রে কঠিন সময় অতিবাহিত করছেন। বিডব্লিউসিসিআই নারী উদ্যোক্তাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বিবেচনা ও পর্যালোচনা করে ২০২১-২০২২ অর্থবছরের জাতীয় বাজেট অন্তর্ভুক্তির জন্য ১০টি সুনির্দিষ্ট প্রস্তাবনা উপস্থাপন করেছে। এগুলোর মধ্যে রয়েছে, নতুন নারী উদ্যোক্তাদের ব্যবসা শুরুর প্রথম ৩ বছর ট্যাক্স ও ভ্যাট মওকুফ করা, ব্যবসার নতুন ট্রেড লাইসেন্স ফি ও নবায়ন ফি ৫০ শতাংশ হ্রাস করা, কোভিড -১৯ মহামারির কারণে ব্যবসায় ক্ষতিগ্রস্থ নারী উদ্যোক্তাদের জন্য এসএমই সেক্টরে ২০২১-২২ অর্থবছরে প্রণোদনা প্যাকেজের বাইরে ৪ শতাংশ সুদে ঋণ, নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত ব্যবসায় শো-রুমের উপর মূসক অব্যাহতি ও  ঘোষণাটির যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন করা এবং নারী উদ্যোক্তাদের জন্য আমদানিকৃত মেশিনারির উপর আরোপিত আমদানি কর হ্রাস করা।

সেলিমা আহমাদ আরো বলেন, বিডব্লিউসিসিআই দৃঢ়ভাবে বিশ্বাস করে, গত বছরের ন্যায় এ বছরও বিডব্লিউসিসিআইর প্রস্তাবনাসমূহ বিবেচনায় নিয়ে জাতীয় বাজেটে অর্ন্তভুক্ত করে নারী উদ্যোক্তা উন্নয়নের ধারা অব্যাহত রাখবে সরকার।

বিজনেসজার্নাল/ঢাকা্/টিআর

 

আরও পড়ুন: