বাজেট ঘোষণা করতে সংসদে অর্থমন্ত্রী

- আপডেট: ০১:১৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১০৩৪১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ২০২২-২৩ অর্থবছরের জন্য বাজেট ডকুমেন্টস নিয়ে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ১২টার কিছু সময় পরে সাদা রঙের পাজামা-পাঞ্জাবির ওপরে কালো রঙের মুজিব কোর্ট পরিহিত আ হ ম মুস্তফা কামালের হাতে ছিল মেরুন কালারের ব্রিফকেস।
সংসদ ভবন এলাকায় গাড়ি থেকে নামছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালব্যক্তিগত কর্মকর্তা বলেন, ২০২২-২৩ অর্থবছরের জন্য বাজেট ঘোষণার জন্য লাল-কালোর মিশ্রনে মেরুন রঙের ব্রিফকেস হাতে নিয়ে বেলা সোয়া ১১টায় গুলশানের বাসভবন থেকে জাতীয় সংসদ ভবনের উদ্দেশে রওনা করেন অর্থমন্ত্রী। ২০২২-২৩ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। বর্তমান অর্থমন্ত্রীর চতুর্থ বাজেট।
ঢাকা/এসএ