০৪:১০ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪

বাস পুকুরে পড়ে ১৭ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৫৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
  • / ৪১৫৯ বার দেখা হয়েছে

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে ১৭ জন নিহতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শনিবার (২২ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন শিবলীকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক (ডিসি) ফারাহ গুল নিঝুম।

দুর্ঘটনার খবর পেয়ে এদিন দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালে আসেন জেলা প্রশাসক। হাসপাতালের মর্গে রাখা নিহতদের মরদেহ দেখে বের হওয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জেলা প্রশাসক বলেন, ‘কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ১৭ জনের লাশ মর্গে রয়েছে। এর মধ্যে ১৫টি মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো হস্তান্তর করা হবে।’

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদসংলগ্ন ছত্রকান্দা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে অর্ধশতাধিক যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা বরিশালগামী ‘বাসার স্মৃতি’ পরিবহনের একটি বাস ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এবং স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। সেইসঙ্গে নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ মৃত্যু

সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, ‘১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৫ জনের লাশ শনাক্ত করেছেন স্বজনরা। দুই জনের লাশ এখনও শনাক্ত হয়নি। আহত ৩৫ জনের মধ্যে ৩১ জনকে ঝালকাঠি সদর হাসপাতাল ও চার জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। বাসটি পুকুর থেকে ওপরে তোলা হয়েছে। বাসের ভেতরে আর কারও লাশ নেই।’

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

বাস পুকুরে পড়ে ১৭ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

আপডেট: ০৬:৫৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে ১৭ জন নিহতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শনিবার (২২ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন শিবলীকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক (ডিসি) ফারাহ গুল নিঝুম।

দুর্ঘটনার খবর পেয়ে এদিন দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালে আসেন জেলা প্রশাসক। হাসপাতালের মর্গে রাখা নিহতদের মরদেহ দেখে বের হওয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জেলা প্রশাসক বলেন, ‘কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ১৭ জনের লাশ মর্গে রয়েছে। এর মধ্যে ১৫টি মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো হস্তান্তর করা হবে।’

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদসংলগ্ন ছত্রকান্দা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে অর্ধশতাধিক যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা বরিশালগামী ‘বাসার স্মৃতি’ পরিবহনের একটি বাস ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এবং স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। সেইসঙ্গে নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ মৃত্যু

সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, ‘১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৫ জনের লাশ শনাক্ত করেছেন স্বজনরা। দুই জনের লাশ এখনও শনাক্ত হয়নি। আহত ৩৫ জনের মধ্যে ৩১ জনকে ঝালকাঠি সদর হাসপাতাল ও চার জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। বাসটি পুকুর থেকে ওপরে তোলা হয়েছে। বাসের ভেতরে আর কারও লাশ নেই।’

ঢাকা/এসএ