০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

বিএনপির রাজনীতি হচ্ছে মিথ্যা আর হত্যার: আইনমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৪৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৪২০৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির রাজনীতি হচ্ছে মিথ্যা আর হত্যার রাজনীতি, বিএনপি যখন থেকে ক্ষমতায় আসছে তখন থেকেই হত্যার রাজনীতি শুরু করেছে।

শনিবার সকালে তার সংসদীয় এলাকায় সফরে এসে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে নেতাকর্মীদের উজ্জীবিত করতে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ সময় আনিসুল হক বলেন, হত্যার রাজনীতির পর মিথ্যা কথার রাজনীতিই হল বিএনপি রাজনৈতিক আদর্শ। ঠিক তারই ধারাবাহিকতা বজায় রেখে ২০০১ সালে যখন একটা নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা দখল করে, তখন বিএনপি প্রতিশোধ নেওয়ার জন্য বাংলার জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ে।

বিএনপির কবল থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ভাই -বোন এমনকি পরিবার কাউকে তারা বাদ দেয় নাই বলে তিনি জানান।

২০০৪ সালের ঘটনাকে স্মরণ করে দিয়ে আইনমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য বিএনপি ১৯ বার হত্যার চেষ্টা চালিয়েছে। আল্লার রহমতে প্রতিবারই শেখ হাসিনা হত্যার হাত থেকে বেঁচে যান।

এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের উদ্দেশ্য সেটাকে বজায় রেখে আপনারা কাজ করে যাবেন এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয় ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করে নস্যাৎ করুন।

আরও পড়ুন: ৪৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এ সময় আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x
English Version

বিএনপির রাজনীতি হচ্ছে মিথ্যা আর হত্যার: আইনমন্ত্রী

আপডেট: ০২:৪৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির রাজনীতি হচ্ছে মিথ্যা আর হত্যার রাজনীতি, বিএনপি যখন থেকে ক্ষমতায় আসছে তখন থেকেই হত্যার রাজনীতি শুরু করেছে।

শনিবার সকালে তার সংসদীয় এলাকায় সফরে এসে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে নেতাকর্মীদের উজ্জীবিত করতে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ সময় আনিসুল হক বলেন, হত্যার রাজনীতির পর মিথ্যা কথার রাজনীতিই হল বিএনপি রাজনৈতিক আদর্শ। ঠিক তারই ধারাবাহিকতা বজায় রেখে ২০০১ সালে যখন একটা নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা দখল করে, তখন বিএনপি প্রতিশোধ নেওয়ার জন্য বাংলার জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ে।

বিএনপির কবল থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ভাই -বোন এমনকি পরিবার কাউকে তারা বাদ দেয় নাই বলে তিনি জানান।

২০০৪ সালের ঘটনাকে স্মরণ করে দিয়ে আইনমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য বিএনপি ১৯ বার হত্যার চেষ্টা চালিয়েছে। আল্লার রহমতে প্রতিবারই শেখ হাসিনা হত্যার হাত থেকে বেঁচে যান।

এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের উদ্দেশ্য সেটাকে বজায় রেখে আপনারা কাজ করে যাবেন এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয় ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করে নস্যাৎ করুন।

আরও পড়ুন: ৪৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এ সময় আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/এসএম