বিকালে ১৭ কোম্পানির বোর্ড সভা

- আপডেট: ১০:০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
- / ১০৪২০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৭ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ সোমবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪ কোম্পানির সভায় ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এছাড়াও ৫ ফান্ড ৮ কোম্পানির অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় কোম্পানিগুলোর ডিভিডেন্ড এবং ইপিএস ঘোষণা হতে পারে।
কোম্পানিগুলো হলো: উসমানিয়া গ্লাস শিট, ঢাকা ইন্সুরেন্স, মার্কেন্টাইল ইন্সুরেন্স, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, লিগ্যাসি ফুটওয়্যার, স্যালভো কেমিক্যাল ইন্ডাস্টিজ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, পাইওনিয়ার ইন্সুরেন্স লিমিটেড, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড, ফনিক্স ফিন্যান্স লিমিটেড ও ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।
উসমানিয়া গ্লাস শিট: পরিচালনা পর্ষদের সভা আজ ৩১ অক্টোবর বিকেল ৫ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরিক্ষীত এবং ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
ঢাকা ইন্সুরেন্স: পরিচালনা পর্ষদ সভা আজ ৩১ অক্টোবর বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
মার্কেন্টাইল ইন্সুরেন্স: পরিচালনা পর্ষদ সভা আজ ৩১ অক্টোবর দুপুর ২ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড: ফান্ডটির ট্রাস্টি সভা আগামী ৩১ অক্টোবর দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ফান্ডগুলোর ৩০ সেপ্টেম্বর,২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
আরও পড়ুন: ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন
এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: ফান্ডটির ট্রাস্টি সভা আগামী ৩১ অক্টোবর দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ফান্ডগুলোর ৩০ সেপ্টেম্বর,২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: ফান্ডটির ট্রাস্টি সভা ৩১ অক্টোবর দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ফান্ডগুলোর ৩০ সেপ্টেম্বর,২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড: ফান্ডটির ট্রাস্টি সভা ৩১ অক্টোবর দুপুর ২টা ২০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ফান্ডগুলোর ৩০ সেপ্টেম্বর,২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: ফান্ডটির ট্রাস্টি সভা ৩১ অক্টোবর দুপুর ২টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ফান্ডগুলোর ৩০ সেপ্টেম্বর,২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
লিগ্যাসি ফুটওয়্যার: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩১ অক্টোবর, বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
আরও পড়ুন: চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের লেনদেনের তারিখ নির্ধারণ
স্যালভো কেমিক্যাল ইন্ডাস্টিজ: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩১ অক্টোবর, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩১ অক্টোবর, সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩১ অক্টোবর, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
পাইওনিয়ার ইন্সুরেন্স লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩১ অক্টোবর, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির (জানু-মার্চ’২২) সমাপ্ত ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনও প্রকাশ করা হবে।
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩১ অক্টোবর, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: অবশেষে চেক নগদায়নের শর্ত থেকে সরে আসছে বিএসইসি
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩১ অক্টোবর, দুপুর ২টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। পর্ষদ সভায় কোম্পানিটির (৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত) আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে।
ফনিক্স ফিন্যান্স লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩১ অক্টোবর, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ম্যারিকো বাংলাদেশ লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩১ অক্টোবর, সন্ধ্যা ৬টা ১৫মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ঢাকা/এসএ