০১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪

বিশ্বকাপ সুপারলিগে বাংলাদেশই সেরা!

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:২৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
  • / ৪১৪২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে হারালো বাংলাদেশ। মঙ্গলবার (২৫ মে) বৃষ্টি আইনে অতিথিদের ১০৩ রানে উড়িয়ে দেয় তামিমের দল। অসাধারণ এ জয়ে বিশ্বকাপ সুপার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেলো বাংলাদেশ। ৫০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন সবার উপরে। পেছনে ফেলেছে ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে।

বাংলাদেশের করা ২৪৬ রানে জবাব দিতে নেমে ৩৮ ওভারে শ্রীলঙ্কার রান ৯ উইকেটে ১২৬। এরপর বৃষ্টি বাগড়ায় ম্যাচ নেমে আসে ৪০ ওভারে। শ্রীলঙ্কার নতুন লক্ষ্য ২৪৫। মানে ২ ওভারে করতে হবে ১১৯! এমন লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ৯ উইকেটে ১৪১ রানে।

২০২৩ বিশ্বকাপের বাছাই পর্ব হচ্ছে এই সুপার লিগ। বাছাইপর্ব এড়াতে হলে এই লড়াইয়ে সেরা আট দলের মধ্যে থাকতে হবে, যেখানে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৩ ওয়ানডেতে হারিয়ে ৩০ পয়েন্ট পায় বাংলাদেশ। তবে নিউ জিল্যান্ডে গিয়ে হাতছাড়া হয়েছে ৩০ পয়েন্ট। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওয়ানডে জিতে আরও ২০ পয়েন্ট যুক্ত হয়েছে বাংলাদেশের।

মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দুটি লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল। প্রথমত, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজ জয়। দ্বিতীয়ত, সুপার লিগের লড়াইয়ে শীর্ষস্থান অর্জন। দাপুটে পারফরম্যান্সে বাংলাদেশের দুটি লক্ষ্য পূরণ হয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে আট সিরিজে বাংলাদেশ দুটি ড্র করেছিল। শ্রীলঙ্কা জিতেছিল ছয়টি। মিরপুরে নতুন অভিজ্ঞতা পেলো লাল-সবুজ জার্সিধারীরা।

বিশ্বকাপ সুপার লিগে ৮ ম্যাচে ৫ জয়ে শীর্ষে আছে বাংলাদেশ। ইংল্যান্ড ৯ ম্যাচে ৪ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। পাকিস্তান ও অস্ট্রেলিয়ার ৬ ম্যাচে জয় ৪টিতে। দুই দলেরও পয়েন্ট ৪০। এ লড়াইয়ে ৩০ পয়েন্ট নিয়ে পরের স্থানগুলোতে রয়েছে নিউ জিল্যান্ড, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ভারতের পয়েন্ট ২৯। জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের সমান ১০ পয়েন্ট। ৯ পয়েন্ট দক্ষিণ আফ্রিকার। ৫ ম্যাচে জয়হীন শ্রীলঙ্কা রয়েছে তলানিতে। তাদের পয়েন্ট ২।

জয় পাওয়া দুই ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক মুশফিকুর রহিম। প্রথম ম্যাচে ৮৪ রানে আউট হওয়া মুশফিক আজ ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পূর্ণ করেছেন। মিরাজ বল হাতে দ্যুতি ছড়িয়েছেন। প্রথম ম্যাচে ৪ উইকেট পেয়েছিলেন। আজ তার শিকার ৩টি। দুজনের মধ্যে সিরিজ সেরা কে নির্বাচিত হয় সেটাই দেখার।

ঢাকা/এসআর

শেয়ার করুন

x
English Version

বিশ্বকাপ সুপারলিগে বাংলাদেশই সেরা!

আপডেট: ১১:২৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১

বিজনেস জার্নাল ডেস্ক: শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে হারালো বাংলাদেশ। মঙ্গলবার (২৫ মে) বৃষ্টি আইনে অতিথিদের ১০৩ রানে উড়িয়ে দেয় তামিমের দল। অসাধারণ এ জয়ে বিশ্বকাপ সুপার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেলো বাংলাদেশ। ৫০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন সবার উপরে। পেছনে ফেলেছে ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে।

বাংলাদেশের করা ২৪৬ রানে জবাব দিতে নেমে ৩৮ ওভারে শ্রীলঙ্কার রান ৯ উইকেটে ১২৬। এরপর বৃষ্টি বাগড়ায় ম্যাচ নেমে আসে ৪০ ওভারে। শ্রীলঙ্কার নতুন লক্ষ্য ২৪৫। মানে ২ ওভারে করতে হবে ১১৯! এমন লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ৯ উইকেটে ১৪১ রানে।

২০২৩ বিশ্বকাপের বাছাই পর্ব হচ্ছে এই সুপার লিগ। বাছাইপর্ব এড়াতে হলে এই লড়াইয়ে সেরা আট দলের মধ্যে থাকতে হবে, যেখানে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৩ ওয়ানডেতে হারিয়ে ৩০ পয়েন্ট পায় বাংলাদেশ। তবে নিউ জিল্যান্ডে গিয়ে হাতছাড়া হয়েছে ৩০ পয়েন্ট। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওয়ানডে জিতে আরও ২০ পয়েন্ট যুক্ত হয়েছে বাংলাদেশের।

মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দুটি লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল। প্রথমত, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজ জয়। দ্বিতীয়ত, সুপার লিগের লড়াইয়ে শীর্ষস্থান অর্জন। দাপুটে পারফরম্যান্সে বাংলাদেশের দুটি লক্ষ্য পূরণ হয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে আট সিরিজে বাংলাদেশ দুটি ড্র করেছিল। শ্রীলঙ্কা জিতেছিল ছয়টি। মিরপুরে নতুন অভিজ্ঞতা পেলো লাল-সবুজ জার্সিধারীরা।

বিশ্বকাপ সুপার লিগে ৮ ম্যাচে ৫ জয়ে শীর্ষে আছে বাংলাদেশ। ইংল্যান্ড ৯ ম্যাচে ৪ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। পাকিস্তান ও অস্ট্রেলিয়ার ৬ ম্যাচে জয় ৪টিতে। দুই দলেরও পয়েন্ট ৪০। এ লড়াইয়ে ৩০ পয়েন্ট নিয়ে পরের স্থানগুলোতে রয়েছে নিউ জিল্যান্ড, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ভারতের পয়েন্ট ২৯। জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের সমান ১০ পয়েন্ট। ৯ পয়েন্ট দক্ষিণ আফ্রিকার। ৫ ম্যাচে জয়হীন শ্রীলঙ্কা রয়েছে তলানিতে। তাদের পয়েন্ট ২।

জয় পাওয়া দুই ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক মুশফিকুর রহিম। প্রথম ম্যাচে ৮৪ রানে আউট হওয়া মুশফিক আজ ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পূর্ণ করেছেন। মিরাজ বল হাতে দ্যুতি ছড়িয়েছেন। প্রথম ম্যাচে ৪ উইকেট পেয়েছিলেন। আজ তার শিকার ৩টি। দুজনের মধ্যে সিরিজ সেরা কে নির্বাচিত হয় সেটাই দেখার।

ঢাকা/এসআর