০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪

বুঝতে পারছি এখন ন্যাটোতে যোগদান অসম্ভব: জেলেনস্কি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৩০:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
  • / ৪২১৪ বার দেখা হয়েছে

ফাইল ফটো

যুদ্ধরত অবস্থায় ইউক্রেনের পক্ষে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)-এর সদস্য হওয়া ‘অসম্ভব’। বিষয়টি বোঝেন বলে শুক্রবার (২ জুন) মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে আল জাজিরা এ খবর জানিয়েছে।

এস্তোনিয়ার প্রেসিডেন্ট আলার কারিসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেছেন, জোটটিতে যোগ দেওয়া নিরাপত্তার জন্য এখনও সবচেয়ে ভালো নিশ্চিয়তা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেন, ‘কিন্তু আমরা কোনও ন্যাটো দেশকে যুদ্ধে টেনে আনবো না। এ কারণেই আমরা বুঝি যে যুদ্ধচলাকালীন অবস্থায় ন্যাটোতে যোগ দেওয়া সম্ভব না। এমন নয় যে আমরা চাই না, তবে এখন এটি অসম্ভব।’

ইউক্রেনের ন্যাটোতে যোগদানের পরিকল্পনার বিরোধিতা করে আসছে রাশিয়া। দীর্ঘদিন ধরে পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণকে রাশিয়ার প্রতি পশ্চিমা শত্রুতাপূর্ণ আচরণের প্রমাণ হিসেবে দেখে আসছে ক্রেমলিন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণের একটি কারণ হিসেবে এটিকে উল্লেখ করে আসছে মস্কো। এই আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বৃহত্তম সংঘাতে পরিণত হয়েছে।

সম্প্রতি ইউক্রেনকে সদস্য করতে জোটের সব সদস্যের সম্মতি রয়েছে বলে জানিয়েছেন জোটটির মহাপরিচালক জেন্স স্টোলটেনবার্গ।

আরও পড়ুন: ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ২৮৮, আহত নয় শতাধিক

নরওয়ের রাজধানী অসলোয় জোটটির পররাষ্ট্রমন্ত্রীদের অনানুষ্ঠানিক বৈঠক হয়। সেখানেই স্টোলটেনবার্গ বলেন, ‘ন্যাটোর সম্প্রসারণে ভেটো দেওয়ার অধিকার নেই মস্কোর।’

গত মাসে মার্কিন নেতৃত্বাধীন জোটটিতে যোগ দেয় ফিনল্যান্ড। তবে তুরস্কের বিরোধিতার কারণে সদস্য হতে পারেনি সুইডেন। জোটটিতে যোগ দিতে সদস্য সব দেশের সম্মতির প্রয়োজন হয়। সূত্র: আল জাজিরা

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

বুঝতে পারছি এখন ন্যাটোতে যোগদান অসম্ভব: জেলেনস্কি

আপডেট: ০৬:৩০:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩

যুদ্ধরত অবস্থায় ইউক্রেনের পক্ষে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)-এর সদস্য হওয়া ‘অসম্ভব’। বিষয়টি বোঝেন বলে শুক্রবার (২ জুন) মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে আল জাজিরা এ খবর জানিয়েছে।

এস্তোনিয়ার প্রেসিডেন্ট আলার কারিসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেছেন, জোটটিতে যোগ দেওয়া নিরাপত্তার জন্য এখনও সবচেয়ে ভালো নিশ্চিয়তা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেন, ‘কিন্তু আমরা কোনও ন্যাটো দেশকে যুদ্ধে টেনে আনবো না। এ কারণেই আমরা বুঝি যে যুদ্ধচলাকালীন অবস্থায় ন্যাটোতে যোগ দেওয়া সম্ভব না। এমন নয় যে আমরা চাই না, তবে এখন এটি অসম্ভব।’

ইউক্রেনের ন্যাটোতে যোগদানের পরিকল্পনার বিরোধিতা করে আসছে রাশিয়া। দীর্ঘদিন ধরে পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণকে রাশিয়ার প্রতি পশ্চিমা শত্রুতাপূর্ণ আচরণের প্রমাণ হিসেবে দেখে আসছে ক্রেমলিন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণের একটি কারণ হিসেবে এটিকে উল্লেখ করে আসছে মস্কো। এই আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বৃহত্তম সংঘাতে পরিণত হয়েছে।

সম্প্রতি ইউক্রেনকে সদস্য করতে জোটের সব সদস্যের সম্মতি রয়েছে বলে জানিয়েছেন জোটটির মহাপরিচালক জেন্স স্টোলটেনবার্গ।

আরও পড়ুন: ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ২৮৮, আহত নয় শতাধিক

নরওয়ের রাজধানী অসলোয় জোটটির পররাষ্ট্রমন্ত্রীদের অনানুষ্ঠানিক বৈঠক হয়। সেখানেই স্টোলটেনবার্গ বলেন, ‘ন্যাটোর সম্প্রসারণে ভেটো দেওয়ার অধিকার নেই মস্কোর।’

গত মাসে মার্কিন নেতৃত্বাধীন জোটটিতে যোগ দেয় ফিনল্যান্ড। তবে তুরস্কের বিরোধিতার কারণে সদস্য হতে পারেনি সুইডেন। জোটটিতে যোগ দিতে সদস্য সব দেশের সম্মতির প্রয়োজন হয়। সূত্র: আল জাজিরা

ঢাকা/এসএ