১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪

বুয়েটের সাথে পারটেক্স স্টার গ্রুপের সমঝোতা স্মারক সাক্ষর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
  • / ৪২৪১ বার দেখা হয়েছে

পারটেক্স স্টার গ্রুপ এবং সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ একটি সমঝোতা স্মারক সাক্ষর করেছে। যার মাধ্যমে পারটেক্স স্টার গ্রুপ তার বিভিন্ন ধরণের পণ্যের টেকসই, মানসম্পন্ন এবং আর্থিক সাশ্রয়ী উদ্ভাবন ও গবেষণার জন্য বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আরআইএসই) এর সাথে যৌথভাবে কাজ করবে।

বিশেষ করে বাংলাদেশে পারটেক্স স্টার গ্রুপ পার্টিকেল বোর্ড, কেবলস, জিপসাম, ফার্নিচার, এ্যাডহেসিভস, বিল্ডার্স, এগ্রো, হোম কেয়ার, লজিস্টিকস ও গার্মেন্টস শিল্পের উৎপাদন ও বিপননের সাথে সম্পর্কিত কাঁচামালের বিকল্প উৎসের সন্ধান করা, শক্তি সাশ্রয় করে এমন পণ্য উৎপাদন করা সহ পণ্যের মানোন্নয়নের জন্য গবেষণা কর্মে বিনিয়োগ করবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউভ

এই সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানে পারটেক্স স্টার গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর আম্মান আল আজিজ, ডিরেক্টর আমিদ আল আজিজ, ইনডিপেনডেন্ট ডিরেক্টর – ডঃ মোঃ নিজামুল হক ভূঁইয়া, সিওও ক্লোস্টার-১) – সুমন শাহেদ পাটোয়ারী, সিওপি মোঃ তোফাজ্জল হোসেন, কমপেনসেশন এন্ড বেনেফিট ইনচার্জ সুজন সাহা, লিড প্রোডাকশন তাবিউর রহমান, R&D এবং প্রসেস ইনোভেশন লিড সাজ্জাদ হোসেন এবং বুয়েটের (আরআইএসই) পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যাটেরিয়ালস রিসার্স সেন্টারের ডিরেক্টর ডঃ মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, EEE ডিপার্টমেন্ট থেকে প্রফেসর মোঃ কামরুল হাসান, MME ডিপার্টমেন্ট থেকে প্রফেসর ডঃ ফাহমিদা গুলশান এবং এসোসিয়েট প্রফেসর ডঃ মোঃ মুকতাদির বিল্লাহ, IPE ডিপার্টমেন্ট থেকে প্রফেসর ডঃ ফেরদৌস সারোয়ার সহ উভয়পক্ষের অন্যান্য পদস্থ কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে পারটেক্স স্টার গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর আম্মান আল আজিজ বলেন, “বুয়েটের সাথে এই যৌথ গবেষণা কর্মের মাধ্যমে আমরা দেশের ভোক্তাদেরকে আরো সহজে টেকসই এবং মানসম্মত পণ্য পৌঁছে দিতে চাই। তাছাড়া বিভিন্ন পণ্যের উৎপাদনের কাঁচামাল আমদানির জন্য আমাদেরকে বিদেশের উপর নির্ভর করতে হয়, সেই নির্ভরতা কমিয়ে এনে কিভাবে দেশেই কাচামালের বিকল্প উৎসের সন্ধান করা যায় সেটা এই যৌথ গবেষণা থেকে বেরিয়ে আসবে আশা করছি। এবং এর মাধ্যমে আমরা দেশের আর্থ সামাজিক উন্নয়নে আরো সক্রিয়ভাবে অংশ গ্রহন করতে পারবো।

আরও পড়ুন: দেশের সেরা ব্র্যান্ডগুলো এখন শেয়ারট্রিপ-এ

এই সমঝোতা স্মারক সাক্ষরের আওতায় পারটেক্স স্টার গ্রুপ বুয়েটের বিশেষজ্ঞ দলকে তাদের গবেষণার জন্য গ্রুপের সকল অবকাঠামো সহ অন্যান্য সুবিধাদি প্রদান করবে। তাছাড়াও পারটেক্স স্টার গ্রুপে বুয়েটের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও চাকরি সুযোগ উন্মুক্ত থাকবে।

বুয়েট এবং পারটেক্স স্টার গ্রুপ-এর মধ্যে সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানে পারটেক্স স্টার গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর- আম্মান আল আজিজ, ডিরেক্টর- আমিদ আল আজিজ, ইনডিপেনডেন্ট ডিরেক্টর- ডঃ মোঃ নিজামুল হক ভুঁইয়া, সিওও (ক্ল্যাস্টার-১) সুমন শাহেদ পাটোয়ারী, সিওপি মোঃ তোফাজ্জল হোসেন, কমপেনসেশন এন্ড বেনেফিট ইনচার্জ – সুজন সাহা, লিড প্রোডাকশন তাবিউর রহমান, R&D এবং প্রোসেস ইনোভেশন লিড সাজ্জাদ হোসেন এবং বুয়েটের (আরআইএসই) পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যাটেরিয়ালস রিসার্স সেন্টারের ডিরেক্টর ডঃ মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, EEE ডিপার্টমেন্ট থেকে প্রফেসর মোঃ কামরুল হাসান, MME ডিপার্টমেন্ট থেকে প্রফেসর ডঃ ফাহমিদা গুলশান এবং এসোসিয়েট প্রফেসর ডঃ মোঃ মুকতাদির বিল্লাহ, IPE ডিপার্টমেন্ট থেকে প্রফেসর ডঃ ফেরদৌস সারোয়ার সহ উভয়পক্ষের অন্যান্য পদস্থ কর্মকর্তাবৃন্দ।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

বুয়েটের সাথে পারটেক্স স্টার গ্রুপের সমঝোতা স্মারক সাক্ষর

আপডেট: ০৪:০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩

পারটেক্স স্টার গ্রুপ এবং সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ একটি সমঝোতা স্মারক সাক্ষর করেছে। যার মাধ্যমে পারটেক্স স্টার গ্রুপ তার বিভিন্ন ধরণের পণ্যের টেকসই, মানসম্পন্ন এবং আর্থিক সাশ্রয়ী উদ্ভাবন ও গবেষণার জন্য বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আরআইএসই) এর সাথে যৌথভাবে কাজ করবে।

বিশেষ করে বাংলাদেশে পারটেক্স স্টার গ্রুপ পার্টিকেল বোর্ড, কেবলস, জিপসাম, ফার্নিচার, এ্যাডহেসিভস, বিল্ডার্স, এগ্রো, হোম কেয়ার, লজিস্টিকস ও গার্মেন্টস শিল্পের উৎপাদন ও বিপননের সাথে সম্পর্কিত কাঁচামালের বিকল্প উৎসের সন্ধান করা, শক্তি সাশ্রয় করে এমন পণ্য উৎপাদন করা সহ পণ্যের মানোন্নয়নের জন্য গবেষণা কর্মে বিনিয়োগ করবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউভ

এই সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানে পারটেক্স স্টার গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর আম্মান আল আজিজ, ডিরেক্টর আমিদ আল আজিজ, ইনডিপেনডেন্ট ডিরেক্টর – ডঃ মোঃ নিজামুল হক ভূঁইয়া, সিওও ক্লোস্টার-১) – সুমন শাহেদ পাটোয়ারী, সিওপি মোঃ তোফাজ্জল হোসেন, কমপেনসেশন এন্ড বেনেফিট ইনচার্জ সুজন সাহা, লিড প্রোডাকশন তাবিউর রহমান, R&D এবং প্রসেস ইনোভেশন লিড সাজ্জাদ হোসেন এবং বুয়েটের (আরআইএসই) পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যাটেরিয়ালস রিসার্স সেন্টারের ডিরেক্টর ডঃ মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, EEE ডিপার্টমেন্ট থেকে প্রফেসর মোঃ কামরুল হাসান, MME ডিপার্টমেন্ট থেকে প্রফেসর ডঃ ফাহমিদা গুলশান এবং এসোসিয়েট প্রফেসর ডঃ মোঃ মুকতাদির বিল্লাহ, IPE ডিপার্টমেন্ট থেকে প্রফেসর ডঃ ফেরদৌস সারোয়ার সহ উভয়পক্ষের অন্যান্য পদস্থ কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে পারটেক্স স্টার গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর আম্মান আল আজিজ বলেন, “বুয়েটের সাথে এই যৌথ গবেষণা কর্মের মাধ্যমে আমরা দেশের ভোক্তাদেরকে আরো সহজে টেকসই এবং মানসম্মত পণ্য পৌঁছে দিতে চাই। তাছাড়া বিভিন্ন পণ্যের উৎপাদনের কাঁচামাল আমদানির জন্য আমাদেরকে বিদেশের উপর নির্ভর করতে হয়, সেই নির্ভরতা কমিয়ে এনে কিভাবে দেশেই কাচামালের বিকল্প উৎসের সন্ধান করা যায় সেটা এই যৌথ গবেষণা থেকে বেরিয়ে আসবে আশা করছি। এবং এর মাধ্যমে আমরা দেশের আর্থ সামাজিক উন্নয়নে আরো সক্রিয়ভাবে অংশ গ্রহন করতে পারবো।

আরও পড়ুন: দেশের সেরা ব্র্যান্ডগুলো এখন শেয়ারট্রিপ-এ

এই সমঝোতা স্মারক সাক্ষরের আওতায় পারটেক্স স্টার গ্রুপ বুয়েটের বিশেষজ্ঞ দলকে তাদের গবেষণার জন্য গ্রুপের সকল অবকাঠামো সহ অন্যান্য সুবিধাদি প্রদান করবে। তাছাড়াও পারটেক্স স্টার গ্রুপে বুয়েটের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও চাকরি সুযোগ উন্মুক্ত থাকবে।

বুয়েট এবং পারটেক্স স্টার গ্রুপ-এর মধ্যে সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানে পারটেক্স স্টার গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর- আম্মান আল আজিজ, ডিরেক্টর- আমিদ আল আজিজ, ইনডিপেনডেন্ট ডিরেক্টর- ডঃ মোঃ নিজামুল হক ভুঁইয়া, সিওও (ক্ল্যাস্টার-১) সুমন শাহেদ পাটোয়ারী, সিওপি মোঃ তোফাজ্জল হোসেন, কমপেনসেশন এন্ড বেনেফিট ইনচার্জ – সুজন সাহা, লিড প্রোডাকশন তাবিউর রহমান, R&D এবং প্রোসেস ইনোভেশন লিড সাজ্জাদ হোসেন এবং বুয়েটের (আরআইএসই) পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যাটেরিয়ালস রিসার্স সেন্টারের ডিরেক্টর ডঃ মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, EEE ডিপার্টমেন্ট থেকে প্রফেসর মোঃ কামরুল হাসান, MME ডিপার্টমেন্ট থেকে প্রফেসর ডঃ ফাহমিদা গুলশান এবং এসোসিয়েট প্রফেসর ডঃ মোঃ মুকতাদির বিল্লাহ, IPE ডিপার্টমেন্ট থেকে প্রফেসর ডঃ ফেরদৌস সারোয়ার সহ উভয়পক্ষের অন্যান্য পদস্থ কর্মকর্তাবৃন্দ।

ঢাকা/এসএ