১০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুলাই ২০২৪

ব্যাংকগুলোর মত মন্দ ঋণের বিপরীতে ১ শতাংশ প্রভিশনিং চায় বিএমবিএ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
  • / ১০২৬৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে দেওয়ার ঋণ, মন্দ ঋণ হলো দেশে ব্যবসারত ব্যাংকগুলোর মত ১ শতাংশ প্রভিশনিং চায় বাংলাদেশ মাচেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। গত ৫ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকরের গর্ভনরের কাছে দেওয়া এক চিঠিতে এই আহ্বান জানানো হয়েছে।

বিএমবিএ সভাপতি মো. ছায়েদুর রহমান ও সাধরণ সম্পাদক রিয়াদ মতিন সই করা চিঠিটি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বিএসইসির চেয়ারম্যানকে অনুলিপি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০১২ সালের ১৪ জুন বাংলাদেশ ব্যাংকের বিআরপিডির এক সার্ক্যুলারে বলা হয়েছে, মন্দ বা কু-ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে ১ শতাংশ প্রভিশনিং সংরক্ষণ করতে হবে। তবে এটি মার্চেন্ট ব্যাংকের জন্য হবে ২ শতাংশ। বর্তমান পরিস্থিতিতে এটি বাস্তবায়ন করা কঠিন বলে মনে করে বাংলাদেশ মাচেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।

সংগঠনটির সভাপতি মো. ছায়েদুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, ওই সময়ের পরিস্থিতি আর বর্তমান অবস্থা এক নয়। বর্তমানে ৮ থেকে ৯ শতাংশ সুদহার। এর মধ্যে ২ শতাংশ প্রভিশনিং করা খুবই কঠিন। দেশের অর্থনীতির উন্নতী ও পুঁজিবাজারকে শক্তিশালী করার স্বার্থে এটি সাধারণ ঋণের মতো ১ শতাংশ নির্ধারণ করা জন্য অনুরোধ করছি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

উল্লেখ্য, ব্যাংকগুলো গ্র্রাহকদের যে পরিমাণ ঋণ বিতরণ করে তার বেশির ভাগই আমানতকারীদের অর্থ। আমানতকারীদের অর্থ যেন কোনোভাবে ঝুঁকির মুখে না পড়ে সে জন্য বাংলাদেশ ব্যাংক থেকে নানা বিধিনিষেধ আরোপ করা আছে। এর একটি হলো-প্রভিশন সংরক্ষণ। বাংলাদেশ ব্যাংকের নিয়মানুযায়ী, ব্যাংকের অশ্রেণীকৃত বা নিয়মিত ঋণ,নিম্ম বা সাব-স্ট্যান্ডার্ড ঋণ, সন্দেহজনক ঋণ এবং মন্দ বা কু-ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণ করতে হয়।

ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রভিশন ঘাটতি থাকলে সংশ্লিষ্ট ব্যাংক কোনো লভ্যাংশ ঘোষণা করতে পারে না। এতে ব্যাংকের শেয়ারে নিরুৎসাহিত হন বিনিয়োগকারীরা। এ ছাড়া যেসব ব্যাংক প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণে ব্যর্থ হয়, তাদের মূলধন ঘাটতিতে পড়ার আশঙ্কা থাকে।

ঢাকা/এনইউ
আরও পড়ুন:
ট্যাগঃ

শেয়ার করুন

x

ব্যাংকগুলোর মত মন্দ ঋণের বিপরীতে ১ শতাংশ প্রভিশনিং চায় বিএমবিএ

আপডেট: ০১:০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে দেওয়ার ঋণ, মন্দ ঋণ হলো দেশে ব্যবসারত ব্যাংকগুলোর মত ১ শতাংশ প্রভিশনিং চায় বাংলাদেশ মাচেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। গত ৫ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকরের গর্ভনরের কাছে দেওয়া এক চিঠিতে এই আহ্বান জানানো হয়েছে।

বিএমবিএ সভাপতি মো. ছায়েদুর রহমান ও সাধরণ সম্পাদক রিয়াদ মতিন সই করা চিঠিটি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বিএসইসির চেয়ারম্যানকে অনুলিপি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০১২ সালের ১৪ জুন বাংলাদেশ ব্যাংকের বিআরপিডির এক সার্ক্যুলারে বলা হয়েছে, মন্দ বা কু-ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে ১ শতাংশ প্রভিশনিং সংরক্ষণ করতে হবে। তবে এটি মার্চেন্ট ব্যাংকের জন্য হবে ২ শতাংশ। বর্তমান পরিস্থিতিতে এটি বাস্তবায়ন করা কঠিন বলে মনে করে বাংলাদেশ মাচেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।

সংগঠনটির সভাপতি মো. ছায়েদুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, ওই সময়ের পরিস্থিতি আর বর্তমান অবস্থা এক নয়। বর্তমানে ৮ থেকে ৯ শতাংশ সুদহার। এর মধ্যে ২ শতাংশ প্রভিশনিং করা খুবই কঠিন। দেশের অর্থনীতির উন্নতী ও পুঁজিবাজারকে শক্তিশালী করার স্বার্থে এটি সাধারণ ঋণের মতো ১ শতাংশ নির্ধারণ করা জন্য অনুরোধ করছি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

উল্লেখ্য, ব্যাংকগুলো গ্র্রাহকদের যে পরিমাণ ঋণ বিতরণ করে তার বেশির ভাগই আমানতকারীদের অর্থ। আমানতকারীদের অর্থ যেন কোনোভাবে ঝুঁকির মুখে না পড়ে সে জন্য বাংলাদেশ ব্যাংক থেকে নানা বিধিনিষেধ আরোপ করা আছে। এর একটি হলো-প্রভিশন সংরক্ষণ। বাংলাদেশ ব্যাংকের নিয়মানুযায়ী, ব্যাংকের অশ্রেণীকৃত বা নিয়মিত ঋণ,নিম্ম বা সাব-স্ট্যান্ডার্ড ঋণ, সন্দেহজনক ঋণ এবং মন্দ বা কু-ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণ করতে হয়।

ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রভিশন ঘাটতি থাকলে সংশ্লিষ্ট ব্যাংক কোনো লভ্যাংশ ঘোষণা করতে পারে না। এতে ব্যাংকের শেয়ারে নিরুৎসাহিত হন বিনিয়োগকারীরা। এ ছাড়া যেসব ব্যাংক প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণে ব্যর্থ হয়, তাদের মূলধন ঘাটতিতে পড়ার আশঙ্কা থাকে।

ঢাকা/এনইউ
আরও পড়ুন:

১৯ মাসে চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন ৩৩১৩ ব্যাংকার!

ভবনসহ ভূমির নানা সেবা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বোচ্চ দামেও মিলছে না তিন কোম্পানির শেয়ার

সূচকের উত্থানে প্রথম ঘণ্টায় লেনদেন ৭৮০ কোটি টাকা

কারাগার থেকে মুক্তি পেলেন পরীমণি