০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ব্যাংকে চাকরিপ্রার্থীদের বয়সসীমা শিথিল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:১৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • / ১০৩৪০ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ব্যাংকিং খাতের চাকরিপ্রার্থীদের বয়সসীমা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। গত ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত আবেদনকারীর বয়স গণনার জন্য চাকরির ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২ ন‌ভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাং‌কিং প্র‌বি‌ধি ও নী‌তি বিভাগ-বিআরপিডি এ সংক্রান্ত এক নির্দেশনা দিয়ে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠিয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, যেসব প্রার্থীদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত ৩০ বছর ছিল, তারা ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ব্যাংক চাকরিতে নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা দেওয়া হয়েছে, যা এখন থেকে কার্যকর হবে।

সার্কুলারে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতির কারণে যেসব ব্যাংক চাকরিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব ব্যাংককে ৩০ জুন ২০২৩ তারিখ পর্যন্ত প্রকাশিতব্য নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৫ মার্চ ২০২০ তারিখে নির্ধারণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

আরও পড়ুন: রিজার্ভ কমে দাড়িয়েছে ৩৫ বিলিয়ন ডলারে

এতে আরও বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে গত বছরের ২৫ নভেম্বর-৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৫ মার্চ ২০২০ তারিখে নির্ধারণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হলো।

দেশে সরকারি চাকরিতে প্রবেশের বর্তমান বয়সসীমা ৩০ বছর আর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর রয়েছে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ব্যাংকে চাকরিপ্রার্থীদের বয়সসীমা শিথিল

আপডেট: ১১:১৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ব্যাংকিং খাতের চাকরিপ্রার্থীদের বয়সসীমা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। গত ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত আবেদনকারীর বয়স গণনার জন্য চাকরির ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২ ন‌ভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাং‌কিং প্র‌বি‌ধি ও নী‌তি বিভাগ-বিআরপিডি এ সংক্রান্ত এক নির্দেশনা দিয়ে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠিয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, যেসব প্রার্থীদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত ৩০ বছর ছিল, তারা ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ব্যাংক চাকরিতে নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা দেওয়া হয়েছে, যা এখন থেকে কার্যকর হবে।

সার্কুলারে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতির কারণে যেসব ব্যাংক চাকরিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব ব্যাংককে ৩০ জুন ২০২৩ তারিখ পর্যন্ত প্রকাশিতব্য নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৫ মার্চ ২০২০ তারিখে নির্ধারণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

আরও পড়ুন: রিজার্ভ কমে দাড়িয়েছে ৩৫ বিলিয়ন ডলারে

এতে আরও বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে গত বছরের ২৫ নভেম্বর-৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৫ মার্চ ২০২০ তারিখে নির্ধারণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হলো।

দেশে সরকারি চাকরিতে প্রবেশের বর্তমান বয়সসীমা ৩০ বছর আর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর রয়েছে।

ঢাকা/টিএ