০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

রিজার্ভ কমে দাড়িয়েছে ৩৫ বিলিয়ন ডলারে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৫৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / ৪১৩০ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: চলতি বছরের অক্টোবর মাসে রপ্তানি ও রেমিট্যান্স আয়ে ভাটা পরায় কমছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংক ডলারের এই চাপ সামাল দিতে বাজারে ডলার ছাড়ছে। তারপরও ডলার সরবরাহ করেও চাপ সামাল দিতে হিমশিম হচ্ছে। এতে করে দেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাড়িয়েছে ৩৫ বিলিয়ন ডলারে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কেন্দ্রীয় ব্যাংকের সূত্র মতে, গত বছরের আগস্টে রেকর্ড ৪৮ বিলিয়ন ডলার অতিক্রম করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আর এক বছর আগে ২৭ অক্টোবর রিজার্ভ ছিল ৪৬ দশমিক ৫০ বিলিয়ন ডলার। বর্তমানে তা নেমে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৭৯ বিলিয়ন ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে রিজার্ভ কমেছে ১০ দশমিক ৭১ বিলিয়ন ডলার।

অর্থনীতিবিদদের মতে, আমদানির বিপরীতে রপ্তানি এবং রেমিট্যান্স কমতে থাকায় দেশে ডলার সংকট দেখা দেয়। এতে ডলারের এই চাপ সামাল দিতে বাংলাদেশ ব্যাংক বাজারে ডলার ছাড়ে। এতে প্রভাব পড়ে রিজার্ভে।

আরও পড়ুন: অক্টোবরে রপ্তানি আয়ে ভাটা

চলতি ২০২২-২৩ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত রিজার্ভ থেকে ৪৮৯ কোটি ডলার বিক্রি করেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। গত বছরের আগস্টে সর্বোচ্চ রিজার্ভ উঠেছিল ৪ হাজার ৮০০ কোটি ডলারে।

এদিকে অক্টোবরে রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ৫৪ লাখ মার্কিন ডলার। যা গত ৮ মাসের মধ্যে সর্বনিম্ন। এক মাসের ব্যবধানে রেমিট্যান্স কমেছে ১ কোটি ৪১ লাখ ডলার। সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিলো ১৫৩ কোটি ৯৫ লাখ ডলার।

আরও পড়ুন: আট মাসে সর্বনিম্ন রেমিট্যান্স

গত বছরের অক্টোবরের তুলনায় চলতি বছরের অক্টোবরে রপ্তানি আয় কমেছে। চলতি বছরের অক্টোবরে ৪৩৫ কোটি ৬৬ লাখ ২০ হাজার মার্কিন ডলারের পণ্য অন্তর্জাতিক বাজারে রপ্তানি হয়েছে। যা ২০২১ সালের অক্টোবরে ছিল ৪৭২ কোটি ৭৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।

সে হিসাবে ২০২১ সালের অক্টোবর মাসের তুলনায় ২০২২ সালের অক্টোবর মাসে ৩৭ কোটি ৯ লাখ ১০ হাজার ডলার রপ্তানি আয় কমেছে। যা শতাংশের হিসেবে ৭ দশমিক ৮৫ শতাংশ।

আইএমএফের প্রতিনিধি দল বলেছে, বর্তমানে রিজার্ভ দেখানো হচ্ছে ৩৫ দশমিক ৮৫ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৫৮৫ কোটি ডলার। সেখান থেকে ৮ দশমিক ৪০ বিলিয়ন ডলার বাদ যাবে। আইএমএফের এই শর্ত মেনে নিতে বাংলাদেশ ব্যাংক সম্মত হয়েছে বলে জানা গেছে। সে হিসাবে রিজার্ভ কমে হবে ২৭ বিলিয়ন ডলার বা ২ হাজার ৭০০ কোটি ডলারের কিছু বেশি।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x
English Version

রিজার্ভ কমে দাড়িয়েছে ৩৫ বিলিয়ন ডলারে

আপডেট: ০৭:৫৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: চলতি বছরের অক্টোবর মাসে রপ্তানি ও রেমিট্যান্স আয়ে ভাটা পরায় কমছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংক ডলারের এই চাপ সামাল দিতে বাজারে ডলার ছাড়ছে। তারপরও ডলার সরবরাহ করেও চাপ সামাল দিতে হিমশিম হচ্ছে। এতে করে দেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাড়িয়েছে ৩৫ বিলিয়ন ডলারে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কেন্দ্রীয় ব্যাংকের সূত্র মতে, গত বছরের আগস্টে রেকর্ড ৪৮ বিলিয়ন ডলার অতিক্রম করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আর এক বছর আগে ২৭ অক্টোবর রিজার্ভ ছিল ৪৬ দশমিক ৫০ বিলিয়ন ডলার। বর্তমানে তা নেমে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৭৯ বিলিয়ন ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে রিজার্ভ কমেছে ১০ দশমিক ৭১ বিলিয়ন ডলার।

অর্থনীতিবিদদের মতে, আমদানির বিপরীতে রপ্তানি এবং রেমিট্যান্স কমতে থাকায় দেশে ডলার সংকট দেখা দেয়। এতে ডলারের এই চাপ সামাল দিতে বাংলাদেশ ব্যাংক বাজারে ডলার ছাড়ে। এতে প্রভাব পড়ে রিজার্ভে।

আরও পড়ুন: অক্টোবরে রপ্তানি আয়ে ভাটা

চলতি ২০২২-২৩ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত রিজার্ভ থেকে ৪৮৯ কোটি ডলার বিক্রি করেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। গত বছরের আগস্টে সর্বোচ্চ রিজার্ভ উঠেছিল ৪ হাজার ৮০০ কোটি ডলারে।

এদিকে অক্টোবরে রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ৫৪ লাখ মার্কিন ডলার। যা গত ৮ মাসের মধ্যে সর্বনিম্ন। এক মাসের ব্যবধানে রেমিট্যান্স কমেছে ১ কোটি ৪১ লাখ ডলার। সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিলো ১৫৩ কোটি ৯৫ লাখ ডলার।

আরও পড়ুন: আট মাসে সর্বনিম্ন রেমিট্যান্স

গত বছরের অক্টোবরের তুলনায় চলতি বছরের অক্টোবরে রপ্তানি আয় কমেছে। চলতি বছরের অক্টোবরে ৪৩৫ কোটি ৬৬ লাখ ২০ হাজার মার্কিন ডলারের পণ্য অন্তর্জাতিক বাজারে রপ্তানি হয়েছে। যা ২০২১ সালের অক্টোবরে ছিল ৪৭২ কোটি ৭৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।

সে হিসাবে ২০২১ সালের অক্টোবর মাসের তুলনায় ২০২২ সালের অক্টোবর মাসে ৩৭ কোটি ৯ লাখ ১০ হাজার ডলার রপ্তানি আয় কমেছে। যা শতাংশের হিসেবে ৭ দশমিক ৮৫ শতাংশ।

আইএমএফের প্রতিনিধি দল বলেছে, বর্তমানে রিজার্ভ দেখানো হচ্ছে ৩৫ দশমিক ৮৫ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৫৮৫ কোটি ডলার। সেখান থেকে ৮ দশমিক ৪০ বিলিয়ন ডলার বাদ যাবে। আইএমএফের এই শর্ত মেনে নিতে বাংলাদেশ ব্যাংক সম্মত হয়েছে বলে জানা গেছে। সে হিসাবে রিজার্ভ কমে হবে ২৭ বিলিয়ন ডলার বা ২ হাজার ৭০০ কোটি ডলারের কিছু বেশি।

ঢাকা/টিএ