০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪

ব্রাজিল-স্পেনের সোনালি লড়াই আজ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৪২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
  • / ৪১৩৫ বার দেখা হয়েছে

বিজনেস জর্নাল প্রতিবেদক: ফাইনাল অভিজ্ঞতা নিকট অতীতে ভাল নয় ব্রাজিলের। গত মাসেই কোপা আমেরিকার ফাইনালে তারা হেরেছে আর্জেন্টিনার কাছে। মাস না ঘুরতেই ফের আরেকটি অর্জনের সামনে লাতিন আমেরিকান এই দেশটি। এবার সোনার পদক জয়ের হাতছানি। টোকিও অলিম্পিক ফুটবলের ফাইনালে আজ শনিবার মাঠে নামছে ব্রাজিল। যেখানে তাদের প্রতিপক্ষ স্পেন।

ইয়োকোহামা আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ বিকেল ৫টায় শুরু ফাইনাল ম্যাচ। অলিম্পিকে এই ডিসিপ্লিনে ব্রাজিল টানা দ্বিতীয়বারের মতো খেলবে ফাইনাল। গতবার দেশের মাঠে সোনার পদক জিতেছিল দলটি। এবার অবশ্য লড়াইটা সহজ হচ্ছে না দানি আলভেসদের। সেমিফাইনালে জাপানের স্বপ্ন ভেঙে ফাইনালে উঠেছে স্পেন। আর মেক্সিকোকে হারিয়ে ফাইনালে পা রাখে ব্রাজিল।

ব্রাজিল ফুটবলে টানা দ্বিতীয় স্বর্ণ জয়ের জন্য মুখিয়ে। আর স্পেন ২৯ বছর পর অলিম্পিক ফুটবলে সোনা জয়ের জন্য অধীর হয়ে আছে। এই ম্যাচের আগে ব্রাজিল তারকা রিশার্লিসনের সামনে অনন্য এক রেকর্ড দিচ্ছে হাতছানি। আর দুই গোল হলেই অলিম্পিকে ব্রাজিল কিংবদন্তি রোমারিওর রেকর্ড স্পর্শ করবেন তিনি।

সতীর্থকে আগাম শুভকামনা জানিয়ে ব্রাজিল অধিনায়ক দানি আলভেস বলছিলেন, ‘২০২২ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নামতে চাই। এখন অবশ্য সে চিন্তায় মাথা নেই। তার আগে অলিম্পিক স্বর্ণ জিততে চাই আমি। স্পেন কঠিন প্রতিপক্ষ কিন্তু অপ্রতিরোধ্য নয়। ফাইনালে আক্রমণই হবে আমাদের প্রধান কৌশল। রিচার্লিসনের জন্য শুভকামনা থাকবে, আশা করছি ও দুই গোল পাবে।’

কথার যুদ্ধে অবশ্য কম যাচ্ছে না স্পেনও। ১৯৯২ সালে অলিম্পিকে প্রথমবার ফুটবল আসতেই, স্বর্ণ পদক জেতা দলটি এবার ফের চমক দেখাতে চায়। দলের তরুণ ফুটবলার যিনি ইউরোর সেরা তরুণ খেলোয়াড় সেই পেদ্রি দারুণ আশাবাদী।

টোকিও অলিম্পিকের ফাইনালের আগে বলছিলেন, ‘দেখুন, ফাইনালে সেরা প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে খেলব আমরা। ওদের দলে দারুণ কিছু ফুটবলার রয়েছেন। তাই জিততে হলে সেরাটা দিয়েই লড়তে হবে। আমরা প্রস্তুত!’

সব মিলিয়ে উপভোগ্য লড়াইয়ের মঞ্চ তৈরি টোকিওতে। ব্রাজিলের টানা দ্বিতীয় সোনা নাকি ২৯ বছর অপেক্ষ ঘুচবে স্পেনের-উত্তর মিলবে আজই!

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

ব্রাজিল-স্পেনের সোনালি লড়াই আজ

আপডেট: ০১:৪২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১

বিজনেস জর্নাল প্রতিবেদক: ফাইনাল অভিজ্ঞতা নিকট অতীতে ভাল নয় ব্রাজিলের। গত মাসেই কোপা আমেরিকার ফাইনালে তারা হেরেছে আর্জেন্টিনার কাছে। মাস না ঘুরতেই ফের আরেকটি অর্জনের সামনে লাতিন আমেরিকান এই দেশটি। এবার সোনার পদক জয়ের হাতছানি। টোকিও অলিম্পিক ফুটবলের ফাইনালে আজ শনিবার মাঠে নামছে ব্রাজিল। যেখানে তাদের প্রতিপক্ষ স্পেন।

ইয়োকোহামা আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ বিকেল ৫টায় শুরু ফাইনাল ম্যাচ। অলিম্পিকে এই ডিসিপ্লিনে ব্রাজিল টানা দ্বিতীয়বারের মতো খেলবে ফাইনাল। গতবার দেশের মাঠে সোনার পদক জিতেছিল দলটি। এবার অবশ্য লড়াইটা সহজ হচ্ছে না দানি আলভেসদের। সেমিফাইনালে জাপানের স্বপ্ন ভেঙে ফাইনালে উঠেছে স্পেন। আর মেক্সিকোকে হারিয়ে ফাইনালে পা রাখে ব্রাজিল।

ব্রাজিল ফুটবলে টানা দ্বিতীয় স্বর্ণ জয়ের জন্য মুখিয়ে। আর স্পেন ২৯ বছর পর অলিম্পিক ফুটবলে সোনা জয়ের জন্য অধীর হয়ে আছে। এই ম্যাচের আগে ব্রাজিল তারকা রিশার্লিসনের সামনে অনন্য এক রেকর্ড দিচ্ছে হাতছানি। আর দুই গোল হলেই অলিম্পিকে ব্রাজিল কিংবদন্তি রোমারিওর রেকর্ড স্পর্শ করবেন তিনি।

সতীর্থকে আগাম শুভকামনা জানিয়ে ব্রাজিল অধিনায়ক দানি আলভেস বলছিলেন, ‘২০২২ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নামতে চাই। এখন অবশ্য সে চিন্তায় মাথা নেই। তার আগে অলিম্পিক স্বর্ণ জিততে চাই আমি। স্পেন কঠিন প্রতিপক্ষ কিন্তু অপ্রতিরোধ্য নয়। ফাইনালে আক্রমণই হবে আমাদের প্রধান কৌশল। রিচার্লিসনের জন্য শুভকামনা থাকবে, আশা করছি ও দুই গোল পাবে।’

কথার যুদ্ধে অবশ্য কম যাচ্ছে না স্পেনও। ১৯৯২ সালে অলিম্পিকে প্রথমবার ফুটবল আসতেই, স্বর্ণ পদক জেতা দলটি এবার ফের চমক দেখাতে চায়। দলের তরুণ ফুটবলার যিনি ইউরোর সেরা তরুণ খেলোয়াড় সেই পেদ্রি দারুণ আশাবাদী।

টোকিও অলিম্পিকের ফাইনালের আগে বলছিলেন, ‘দেখুন, ফাইনালে সেরা প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে খেলব আমরা। ওদের দলে দারুণ কিছু ফুটবলার রয়েছেন। তাই জিততে হলে সেরাটা দিয়েই লড়তে হবে। আমরা প্রস্তুত!’

সব মিলিয়ে উপভোগ্য লড়াইয়ের মঞ্চ তৈরি টোকিওতে। ব্রাজিলের টানা দ্বিতীয় সোনা নাকি ২৯ বছর অপেক্ষ ঘুচবে স্পেনের-উত্তর মিলবে আজই!

ঢাকা/এনইউ

আরও পড়ুন: