০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

ভারতের স্বপ্নভেঙ্গে টেস্ট চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
  • / ৪১৫৬ বার দেখা হয়েছে

ওভালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ দিনের রোমাঞ্চের আশা দিচ্ছিল। ভারতের ঘাড়ে ২৮০ রানের বোঝা ছিল। তবে দিন হাতে সাত উইকেট নিয়ে শুরু করেছিলেন বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে। ম্যাচ যেকোন দিকে ঝুঁকে যাওয়ার সম্ভাবনা ছিল। সংবাদ মাধ্যমে ‘ভারত জেতার সাহস দেখাতেই পারে’ শিরোনামও হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুনফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কিন্তু সাহস ভারতীয় ব্যাটাররা দেখাতে পারেননি। বরং পঞ্চশ দিনের প্রথম সেশনেই ধসে গেছে। স্পিনার নাথান লায়ন এবং পেসার মিশেল স্টার্ক ও স্কট বোল্যান্ডে দ্বিতীয় ইনিংসে ভারত ২৩৪ রানে অলআউট হয়ে গেছে। দ্বিতীয়বার টেস্টের ফাইনাল হেরেছে। অস্ট্রেলিয়া ২০৯ রানে জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ‘রাজদণ্ড’ ঘরে তুলেছে।

প্রায় দেড় মাসের আইপিএল খেলে ক্লান্ত ভারত টস জিতেছিল। সবুজ উইকেটের কথা চিন্তা করে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান মেন ইন ব্লুজ অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু সবুজ উইকেটকে পাত্তা দেননি স্টিভ স্মিথ ও ম্যাথু হেড। তাদের ২৮৫ রানের জুটি ব্যাকফুটে ঠেলে দেয় ভারতকে। সাবেক অজি অধিনায়ক স্মিথ ২৬৮ বলে ১২১ রানের ইনিংস খেলেন। হেডের ব্যাট থেকে আসে ১৭৪ বলে ১৬০ রানের দুর্দান্ত ইনিংস। তিনি ২৫টি চার ও একটি ছক্কা তোলেন।

আরও পড়ুন: ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন ম্যানসিটি

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৬৯ রানের বিশাল সংগ্রহ পায়। জবাব দিতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় ২৯৬ রানে অলআউট হয় ভারত। দলটির টপ ফোর ব্যাটার ২০ রানের ঘরে ঢুকতে পারেনি। জাতীয় দলে কামব্যাক করা আজিঙ্কা রাহানে পাঁচে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করেন। রবিন্দ্র জাদেজা খেলেন ৪৮ রানের ইনিংস। শার্দুল ঠাকুর ৫১ রান করে ফলোঅন এড়ান। প্রথম ইনিংসে অজিরা ১৭৩ রানের লিড নেয়।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২৭০ রান তুলে ইনিংস ঘোষণা করে। ওই ইনিংসে লাবুশানে ৪১, স্মিথ ৩৪ রান করেন। লোয়ার মিডল অর্ডারে অ্যালেক্স কেরি ৬৬ ও মিশেল স্টার্ক ৪১ রান করে ভারতকে ম্যাচ থেকে একপ্রকার ছিটকে দেয়। ওই জুটি শুরুতে ভাঙতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারতো। জয়ের জন্য ভারত রেকর্ড ৪৪৪ রানের লক্ষ্য পায়। যে লক্ষ্যের কাছেও যেতে পারেনি রোহিত শর্মার দল।

ভারতের হয়ে প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজ চার উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি ও শার্দুল ঠাকুর। দ্বিতীয় ইনিংসে জাদেজা নিয়েছেন তিন উইকেট। শামি ও উমেশ যাদব নিয়েছেন দুটি করে উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে প্যাট কামিন্স তিনটি এবং স্টার্ক, বোল্যান্ড ও গ্রিন দুটি করে উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে লায়ন নিয়েছেন চার উইকেট। বোল্যান্ড নিয়েছেন তিন উইকেট। ফাইনালের ম্যাচ সেরা ট্রাভিস হেড।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x

ভারতের স্বপ্নভেঙ্গে টেস্ট চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

আপডেট: ০৬:১৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩

ওভালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ দিনের রোমাঞ্চের আশা দিচ্ছিল। ভারতের ঘাড়ে ২৮০ রানের বোঝা ছিল। তবে দিন হাতে সাত উইকেট নিয়ে শুরু করেছিলেন বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে। ম্যাচ যেকোন দিকে ঝুঁকে যাওয়ার সম্ভাবনা ছিল। সংবাদ মাধ্যমে ‘ভারত জেতার সাহস দেখাতেই পারে’ শিরোনামও হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুনফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কিন্তু সাহস ভারতীয় ব্যাটাররা দেখাতে পারেননি। বরং পঞ্চশ দিনের প্রথম সেশনেই ধসে গেছে। স্পিনার নাথান লায়ন এবং পেসার মিশেল স্টার্ক ও স্কট বোল্যান্ডে দ্বিতীয় ইনিংসে ভারত ২৩৪ রানে অলআউট হয়ে গেছে। দ্বিতীয়বার টেস্টের ফাইনাল হেরেছে। অস্ট্রেলিয়া ২০৯ রানে জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ‘রাজদণ্ড’ ঘরে তুলেছে।

প্রায় দেড় মাসের আইপিএল খেলে ক্লান্ত ভারত টস জিতেছিল। সবুজ উইকেটের কথা চিন্তা করে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান মেন ইন ব্লুজ অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু সবুজ উইকেটকে পাত্তা দেননি স্টিভ স্মিথ ও ম্যাথু হেড। তাদের ২৮৫ রানের জুটি ব্যাকফুটে ঠেলে দেয় ভারতকে। সাবেক অজি অধিনায়ক স্মিথ ২৬৮ বলে ১২১ রানের ইনিংস খেলেন। হেডের ব্যাট থেকে আসে ১৭৪ বলে ১৬০ রানের দুর্দান্ত ইনিংস। তিনি ২৫টি চার ও একটি ছক্কা তোলেন।

আরও পড়ুন: ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন ম্যানসিটি

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৬৯ রানের বিশাল সংগ্রহ পায়। জবাব দিতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় ২৯৬ রানে অলআউট হয় ভারত। দলটির টপ ফোর ব্যাটার ২০ রানের ঘরে ঢুকতে পারেনি। জাতীয় দলে কামব্যাক করা আজিঙ্কা রাহানে পাঁচে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করেন। রবিন্দ্র জাদেজা খেলেন ৪৮ রানের ইনিংস। শার্দুল ঠাকুর ৫১ রান করে ফলোঅন এড়ান। প্রথম ইনিংসে অজিরা ১৭৩ রানের লিড নেয়।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২৭০ রান তুলে ইনিংস ঘোষণা করে। ওই ইনিংসে লাবুশানে ৪১, স্মিথ ৩৪ রান করেন। লোয়ার মিডল অর্ডারে অ্যালেক্স কেরি ৬৬ ও মিশেল স্টার্ক ৪১ রান করে ভারতকে ম্যাচ থেকে একপ্রকার ছিটকে দেয়। ওই জুটি শুরুতে ভাঙতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারতো। জয়ের জন্য ভারত রেকর্ড ৪৪৪ রানের লক্ষ্য পায়। যে লক্ষ্যের কাছেও যেতে পারেনি রোহিত শর্মার দল।

ভারতের হয়ে প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজ চার উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি ও শার্দুল ঠাকুর। দ্বিতীয় ইনিংসে জাদেজা নিয়েছেন তিন উইকেট। শামি ও উমেশ যাদব নিয়েছেন দুটি করে উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে প্যাট কামিন্স তিনটি এবং স্টার্ক, বোল্যান্ড ও গ্রিন দুটি করে উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে লায়ন নিয়েছেন চার উইকেট। বোল্যান্ড নিয়েছেন তিন উইকেট। ফাইনালের ম্যাচ সেরা ট্রাভিস হেড।

ঢাকা/এসএম