০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪

ভারত সিরিজে অস্ট্রেলিয়া দলে ফিরলেন প্রথম সারির সব তারকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৪০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪১৩৬ বার দেখা হয়েছে

বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ভারতের বিপক্ষে সিরিজে অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকায় ২-০ ব্যবধানে এগিয়ে থাকার পরও ৩-২ ব্যবধানে সিরিজ হারতে হয়েছে তাদের। ওই সিরিজ পরাজয়ের ক্ষত সারতে না সারতেই ভারত সফরে আসতে হচ্ছে অস্ট্রেলিয়া দলকে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তবে, ভারত সফরের জন্য দলের সেরা সব ক্রিকেটারকে স্কোয়াডে ফেরানো হয়েছে। সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে দেখা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে চারজনকে বাদ দিয়ে তিনজকে দলে নেওয়া হয়েছে।

ভারত-অস্ট্রেলিয়া- বিশ্বকাপের আগে এই সিরিজটাকে নিজেদের শেষ প্রস্তুতি হিসেবেই দেখছে তারা। চোট পাওয়ার কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে পারেননি স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ক। এ তিনজনকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজে থাকা চার ক্রিকেটারকে বাদ দিয়েছে অস্ট্রেলিয়া।

ভারতের বিরুদ্ধে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ককে ফেরানো হয়েছে দলে। দক্ষিণ আফ্রিকা সফরের আগে চোট পেয়েছিলেন তারা। তবে এখন তারা অনেকটাই সুস্থ।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়েছেন ব্যাটার ট্রাভিস হেডও। এ কারণে ভারত সফর থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। হেডের পরিবর্তে দলে নেওয়া হয়েছে ম্যাথু শর্টকে। অস্ট্রেলিয়ার হয়ে এখনও একদিনের ক্রিকেটে অভিষেক হয়নি তার। বাদ পড়েছেন অ্যারোন হার্ডি, টিম ডেভিড ও মাইকেল নেসের। পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন স্পিনার অ্যাস্টন অ্যাগার।

ভারতের বিরুদ্ধে ২২ সেপ্টেম্বর মোহালিতে প্রথম একদিনের ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়া। ২৪ সেপ্টেম্বর ইনদোর ও ২৭ সেপ্টেম্বর রাজকোটে হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। ৫ অক্টোবর থেকে শুরু এক দিনের বিশ্বকাপ। ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই।

আরও পড়ুন: টিভিপর্দায় আজকের খেলার সময়

ভারত সফরে অস্ট্রেলিয়ার দল: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারে, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, জশ ইংলিশ, স্পেনসার জনসন, মার্নাশ লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানবির সঙ্গ, ম্যাথু শর্ট, স্টিভ স্মিথ, মিশেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x

ভারত সিরিজে অস্ট্রেলিয়া দলে ফিরলেন প্রথম সারির সব তারকা

আপডেট: ০৪:৪০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ভারতের বিপক্ষে সিরিজে অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকায় ২-০ ব্যবধানে এগিয়ে থাকার পরও ৩-২ ব্যবধানে সিরিজ হারতে হয়েছে তাদের। ওই সিরিজ পরাজয়ের ক্ষত সারতে না সারতেই ভারত সফরে আসতে হচ্ছে অস্ট্রেলিয়া দলকে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তবে, ভারত সফরের জন্য দলের সেরা সব ক্রিকেটারকে স্কোয়াডে ফেরানো হয়েছে। সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে দেখা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে চারজনকে বাদ দিয়ে তিনজকে দলে নেওয়া হয়েছে।

ভারত-অস্ট্রেলিয়া- বিশ্বকাপের আগে এই সিরিজটাকে নিজেদের শেষ প্রস্তুতি হিসেবেই দেখছে তারা। চোট পাওয়ার কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে পারেননি স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ক। এ তিনজনকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজে থাকা চার ক্রিকেটারকে বাদ দিয়েছে অস্ট্রেলিয়া।

ভারতের বিরুদ্ধে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ককে ফেরানো হয়েছে দলে। দক্ষিণ আফ্রিকা সফরের আগে চোট পেয়েছিলেন তারা। তবে এখন তারা অনেকটাই সুস্থ।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়েছেন ব্যাটার ট্রাভিস হেডও। এ কারণে ভারত সফর থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। হেডের পরিবর্তে দলে নেওয়া হয়েছে ম্যাথু শর্টকে। অস্ট্রেলিয়ার হয়ে এখনও একদিনের ক্রিকেটে অভিষেক হয়নি তার। বাদ পড়েছেন অ্যারোন হার্ডি, টিম ডেভিড ও মাইকেল নেসের। পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন স্পিনার অ্যাস্টন অ্যাগার।

ভারতের বিরুদ্ধে ২২ সেপ্টেম্বর মোহালিতে প্রথম একদিনের ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়া। ২৪ সেপ্টেম্বর ইনদোর ও ২৭ সেপ্টেম্বর রাজকোটে হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। ৫ অক্টোবর থেকে শুরু এক দিনের বিশ্বকাপ। ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই।

আরও পড়ুন: টিভিপর্দায় আজকের খেলার সময়

ভারত সফরে অস্ট্রেলিয়ার দল: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারে, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, জশ ইংলিশ, স্পেনসার জনসন, মার্নাশ লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানবির সঙ্গ, ম্যাথু শর্ট, স্টিভ স্মিথ, মিশেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

ঢাকা/এসএম