০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচারসহ নয়েজের নতুন স্মার্টওয়াচ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৩০:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
  • / ৪১৩০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: কালারফিট সেগমেন্টে নতুন স্মার্টওয়াচ নিয়ে এসেছে ভারতের ওয়্যারেবল ও অডিও ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠান নয়েজ। কালারফিট প্রো ৩ আলফা নামে এটি বাজারে উন্মোচন করা হয়েছে। আগের ভার্সনের তুলনায় নতুন ভার্সনে বেশকিছু ফিচার যুক্ত হয়েছে। খবর গিজমোচায়না।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নয়েজের কালারফিট প্রো ৩ আলফা স্মার্টওয়াচে ১ দশমিক ৬৯ ইঞ্চির টাচ স্ক্রিন ডিসপ্লে দেয়া হয়েছে। যার রেজল্যুশন ২৪০X২৮০ পিক্সেল এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ৫০০ নিটস পিক। নতুন ওয়্যারেবল ডিভাইসে ভয়েস কলিং ফিচারও রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ফোনকলের উত্তর দেয়া, কন্টাক্ট সংরক্ষণ করার পাশাপাশি রিসেন্ট হিস্ট্রি থেকেও ফোনকল করতে পারবে।

স্মার্টওয়াচটিতে বিল্ট ইন ইন্টারনাল স্টোরেজ থাকায় ৮০টির বেশি গান সংরক্ষণ করা যাবে এবং ট্রু ওয়্যারলেস ইয়ারবাড বা সরাসরি স্মার্টওয়াচ থেকে গান চালানো যাবে। এছাড়া ওয়্যারেবল ডিভাইসটিতে ৫ এটিএম ওয়াটার রেজিস্ট্যান্ট ফিচার থাকায় পানিতে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে। স্মার্টওয়াচটিতে ১০০-এর বেশি স্পোর্টস মোড রয়েছে।

নতুন স্মার্টওয়াচটি হেলথ ও ফিটনেস ট্র্যাকার হিসেবে কাজ করে। এর অংশ হিসেবে ডিভাইসটিতে ২৪ ঘণ্টা হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন মিটার (এসপিও২), স্ট্রেস মনিটর, স্লিপ ট্র্যাকিং, ফিমেইল হেলথ ট্র্যাকার ও তাপমাত্রা পরিমাপক সেন্সর রয়েছে। নয়েজ কালারফিট প্রো ৩ আলফা স্মার্টওয়াচে বিল্ট ইন অ্যামাজনের অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার রয়েছে। যার মাধ্যমে রিমাইন্ডার নির্ধারণ, আবহাওয়া আপডেটসহ আরো বিভিন্ন কাজ করা সম্ভব। প্রতিষ্ঠানটির দাবি একবার ফুল চার্জ দেয়া হলে তাদের ডিভাইসটি টানা সাতদিন পর্যন্ত চলতে সক্ষম এবং মাত্র ৩০ মিনিটে শতভাগ চার্জ দেয়া সম্ভব। অ্যাপলের আইওএস ও গুগলের অ্যান্ড্রয়েড উভয় প্লাটফর্মের ডিভাইসের সঙ্গেই স্মার্টওয়াচটি যুক্ত করা যাবে।

চারটি রঙে কালারফিটের নতুন স্মার্টওয়াচটি পাওয়া যাবে। তবে ব্যবহারকারীরা তাদের পছন্দানুযায়ী বিভিন্ন রঙের স্ট্র্যাপ ব্যবহার করতে পারবে। অন্যদিকে স্মার্টওয়াচটি এসএমএসের নোটিফিকেশন, সামাজিক যোগাযোগ মাধ্যম, ক্যালেন্ডারের অ্যালার্টসহ, মিউজিক কন্ট্রোল ও ইনকামিং ফোনকলের বিষয়ে বার্তা দিতে সক্ষম।

২৫ মার্চ থেকে অ্যামাজন ইন্ডিয়ায় স্মার্টওয়াচটির বিক্রি শুরু। নয়েজ কালারফিট প্রো ৩ আলফা স্মার্টওয়াচটির মূল্য ৮ হাজার ৯৯৯ রুপি নির্ধারণ করা হয়েছে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x
English Version

ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচারসহ নয়েজের নতুন স্মার্টওয়াচ

আপডেট: ০১:৩০:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: কালারফিট সেগমেন্টে নতুন স্মার্টওয়াচ নিয়ে এসেছে ভারতের ওয়্যারেবল ও অডিও ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠান নয়েজ। কালারফিট প্রো ৩ আলফা নামে এটি বাজারে উন্মোচন করা হয়েছে। আগের ভার্সনের তুলনায় নতুন ভার্সনে বেশকিছু ফিচার যুক্ত হয়েছে। খবর গিজমোচায়না।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নয়েজের কালারফিট প্রো ৩ আলফা স্মার্টওয়াচে ১ দশমিক ৬৯ ইঞ্চির টাচ স্ক্রিন ডিসপ্লে দেয়া হয়েছে। যার রেজল্যুশন ২৪০X২৮০ পিক্সেল এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ৫০০ নিটস পিক। নতুন ওয়্যারেবল ডিভাইসে ভয়েস কলিং ফিচারও রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ফোনকলের উত্তর দেয়া, কন্টাক্ট সংরক্ষণ করার পাশাপাশি রিসেন্ট হিস্ট্রি থেকেও ফোনকল করতে পারবে।

স্মার্টওয়াচটিতে বিল্ট ইন ইন্টারনাল স্টোরেজ থাকায় ৮০টির বেশি গান সংরক্ষণ করা যাবে এবং ট্রু ওয়্যারলেস ইয়ারবাড বা সরাসরি স্মার্টওয়াচ থেকে গান চালানো যাবে। এছাড়া ওয়্যারেবল ডিভাইসটিতে ৫ এটিএম ওয়াটার রেজিস্ট্যান্ট ফিচার থাকায় পানিতে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে। স্মার্টওয়াচটিতে ১০০-এর বেশি স্পোর্টস মোড রয়েছে।

নতুন স্মার্টওয়াচটি হেলথ ও ফিটনেস ট্র্যাকার হিসেবে কাজ করে। এর অংশ হিসেবে ডিভাইসটিতে ২৪ ঘণ্টা হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন মিটার (এসপিও২), স্ট্রেস মনিটর, স্লিপ ট্র্যাকিং, ফিমেইল হেলথ ট্র্যাকার ও তাপমাত্রা পরিমাপক সেন্সর রয়েছে। নয়েজ কালারফিট প্রো ৩ আলফা স্মার্টওয়াচে বিল্ট ইন অ্যামাজনের অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার রয়েছে। যার মাধ্যমে রিমাইন্ডার নির্ধারণ, আবহাওয়া আপডেটসহ আরো বিভিন্ন কাজ করা সম্ভব। প্রতিষ্ঠানটির দাবি একবার ফুল চার্জ দেয়া হলে তাদের ডিভাইসটি টানা সাতদিন পর্যন্ত চলতে সক্ষম এবং মাত্র ৩০ মিনিটে শতভাগ চার্জ দেয়া সম্ভব। অ্যাপলের আইওএস ও গুগলের অ্যান্ড্রয়েড উভয় প্লাটফর্মের ডিভাইসের সঙ্গেই স্মার্টওয়াচটি যুক্ত করা যাবে।

চারটি রঙে কালারফিটের নতুন স্মার্টওয়াচটি পাওয়া যাবে। তবে ব্যবহারকারীরা তাদের পছন্দানুযায়ী বিভিন্ন রঙের স্ট্র্যাপ ব্যবহার করতে পারবে। অন্যদিকে স্মার্টওয়াচটি এসএমএসের নোটিফিকেশন, সামাজিক যোগাযোগ মাধ্যম, ক্যালেন্ডারের অ্যালার্টসহ, মিউজিক কন্ট্রোল ও ইনকামিং ফোনকলের বিষয়ে বার্তা দিতে সক্ষম।

২৫ মার্চ থেকে অ্যামাজন ইন্ডিয়ায় স্মার্টওয়াচটির বিক্রি শুরু। নয়েজ কালারফিট প্রো ৩ আলফা স্মার্টওয়াচটির মূল্য ৮ হাজার ৯৯৯ রুপি নির্ধারণ করা হয়েছে।

ঢাকা/এসএম