১০:২৯ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪

মরক্কোর বিপক্ষে ব্রাজিল দলে চমক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৫৭:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
  • / ৪১৭৫ বার দেখা হয়েছে

গত ডিসেম্বরে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল । দীর্ঘ বিরতির পর তারা আবার মাঠে নামছে। ২৫ মার্চ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো।

কাতারে রূপকথার গল্প তৈরি করা মরক্কো স্বাগত জানাবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এই ম্যাচের জন্য যে দল ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন কোচ র‌্যামন মেনেজেস, তা চমকে দেওয়ার মতো।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ইনজুরিতে আক্রান্ত নেইমার। তবে খেলা হতে এখনও তিন সপ্তাহ বাকি, সুস্থ হয়ে যাওয়ার কথা তার। কিন্তু তাকে এই দলে রাখেননি মেনেজেস। এমনকি আর্সেনালের জার্সিতে প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে থাকা গ্যাব্রিয়েল মার্তিনেল্লিরও জায়গা হয়নি। বাদ পড়েছেন লিভারপুলের গোলকিপার আলিসন।

মেনেজেস তার দলে রেখেছেন গত ফেব্রুয়ারিতে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জেতা অনূর্ধ্ব-২০ দলের সদস্যদের। এই দলে নতুন মুখ ৯ জন। আলিসন কিংবা মার্তিনেল্লিকে না রাখার কারণ জানাননি এই অস্থায়ী কোচ। আপাতত তিনি নতুন খেলোয়াড়দের সুযোগ দিতে চান।

প্রত্যাশিতভাবে দলে আছেন রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিউস জুনিয়রের মতো তারকারা। কাসেমিরো, লুকাস পাকুয়েতা ধরে রেখেছেন জায়গা। রক্ষণে এডার মিলিতাও, মারকুইনহোস ও এমারসনের ওপর আস্থা রেখেছেন মেনেজেস।

আরও পড়ুন:  সতীর্থদের সোনার প্রলেপ দেওয়া ৩৫টি আইফোন উপহার মেসির

ব্রাজিল দল: এডারসন, মিকায়েল, ওয়েভারটন, আর্থার, এমারসন রয়্যাল ,অ্যালেক্স তেল্লেস, রেনান লোদি, ইবানেজ, এডার মিলিতাও, মারকুইনহোস, রবার্ট রেনান, কাসেমিরো, আন্দ্রে সান্তোস, আন্দ্রে, জোয়াও গোমেজ, লুকাস পাকুয়েতা, রাফায়েল ভেইগা, অ্যান্তনি, রিচার্লিসন, ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, রোনি, ভিতর রকি।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x
English Version

মরক্কোর বিপক্ষে ব্রাজিল দলে চমক

আপডেট: ০৩:৫৭:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩

গত ডিসেম্বরে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল । দীর্ঘ বিরতির পর তারা আবার মাঠে নামছে। ২৫ মার্চ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো।

কাতারে রূপকথার গল্প তৈরি করা মরক্কো স্বাগত জানাবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এই ম্যাচের জন্য যে দল ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন কোচ র‌্যামন মেনেজেস, তা চমকে দেওয়ার মতো।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ইনজুরিতে আক্রান্ত নেইমার। তবে খেলা হতে এখনও তিন সপ্তাহ বাকি, সুস্থ হয়ে যাওয়ার কথা তার। কিন্তু তাকে এই দলে রাখেননি মেনেজেস। এমনকি আর্সেনালের জার্সিতে প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে থাকা গ্যাব্রিয়েল মার্তিনেল্লিরও জায়গা হয়নি। বাদ পড়েছেন লিভারপুলের গোলকিপার আলিসন।

মেনেজেস তার দলে রেখেছেন গত ফেব্রুয়ারিতে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জেতা অনূর্ধ্ব-২০ দলের সদস্যদের। এই দলে নতুন মুখ ৯ জন। আলিসন কিংবা মার্তিনেল্লিকে না রাখার কারণ জানাননি এই অস্থায়ী কোচ। আপাতত তিনি নতুন খেলোয়াড়দের সুযোগ দিতে চান।

প্রত্যাশিতভাবে দলে আছেন রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিউস জুনিয়রের মতো তারকারা। কাসেমিরো, লুকাস পাকুয়েতা ধরে রেখেছেন জায়গা। রক্ষণে এডার মিলিতাও, মারকুইনহোস ও এমারসনের ওপর আস্থা রেখেছেন মেনেজেস।

আরও পড়ুন:  সতীর্থদের সোনার প্রলেপ দেওয়া ৩৫টি আইফোন উপহার মেসির

ব্রাজিল দল: এডারসন, মিকায়েল, ওয়েভারটন, আর্থার, এমারসন রয়্যাল ,অ্যালেক্স তেল্লেস, রেনান লোদি, ইবানেজ, এডার মিলিতাও, মারকুইনহোস, রবার্ট রেনান, কাসেমিরো, আন্দ্রে সান্তোস, আন্দ্রে, জোয়াও গোমেজ, লুকাস পাকুয়েতা, রাফায়েল ভেইগা, অ্যান্তনি, রিচার্লিসন, ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, রোনি, ভিতর রকি।

ঢাকা/এসএম