০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫

মাইক্রোসফটের চেয়ারম্যান হলেন সত্য নাদেলা!

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৫৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
  • / ১০৪০৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: মাইক্রোসফটের প্রধান নির্বাহীর সঙ্গে সঙ্গে এবার চেয়ারম্যান হয়েছেন সত্য নাদেলা। এর আগে ২০১৪ সালে স্টিভ বালমোরের পরে প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

জানা গেছে, দুই দশকের মধ্যে এবারই প্রথম ব্যক্তি হিসেবে মাইক্রোসফটের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী হলেন সত্য নাদেলা। এর আগে একই সঙ্গে এই দুই পদের দায়িত্ব পালন করেছেন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। পরবর্তীতে ২০০০ সালে বিল গেটস প্রধান নির্বাহী পদ থেকে সরে দাঁড়ান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব 

মাইক্রোসফট এক বিবৃতিতে বলেছে, চলমান করোনা পরিস্থিতিতেও ভারতীয় বংশোদ্ভুত সত্য নাদেলা প্রতিষ্ঠানটির সব কার্যক্রম অব্যাহত রেখেছেন। সেই কারণে তাকে চেয়ারম্যান করা হয়েছে।

বিবৃতিতে মাইক্রোসফট আরও জানায়, ‘সত্য নাদেলা তার মেধাকে ব্যবহার করে প্রতিষ্ঠান কর্মপরিকল্পনা নির্ধারণ করবেন। একই সঙ্গে ঝুঁকি কীভাবে কমানো যায়- সে ব্যাপারেও তিনি সঠিক নির্দেশনা দেবেন।’

সত্য নাদেলা ছাড়াও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন জন থম্পসন। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি একাই এ দায়িত্ব পালন করে আসছিলেন।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

মাইক্রোসফটের চেয়ারম্যান হলেন সত্য নাদেলা!

আপডেট: ০৬:৫৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: মাইক্রোসফটের প্রধান নির্বাহীর সঙ্গে সঙ্গে এবার চেয়ারম্যান হয়েছেন সত্য নাদেলা। এর আগে ২০১৪ সালে স্টিভ বালমোরের পরে প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

জানা গেছে, দুই দশকের মধ্যে এবারই প্রথম ব্যক্তি হিসেবে মাইক্রোসফটের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী হলেন সত্য নাদেলা। এর আগে একই সঙ্গে এই দুই পদের দায়িত্ব পালন করেছেন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। পরবর্তীতে ২০০০ সালে বিল গেটস প্রধান নির্বাহী পদ থেকে সরে দাঁড়ান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব 

মাইক্রোসফট এক বিবৃতিতে বলেছে, চলমান করোনা পরিস্থিতিতেও ভারতীয় বংশোদ্ভুত সত্য নাদেলা প্রতিষ্ঠানটির সব কার্যক্রম অব্যাহত রেখেছেন। সেই কারণে তাকে চেয়ারম্যান করা হয়েছে।

বিবৃতিতে মাইক্রোসফট আরও জানায়, ‘সত্য নাদেলা তার মেধাকে ব্যবহার করে প্রতিষ্ঠান কর্মপরিকল্পনা নির্ধারণ করবেন। একই সঙ্গে ঝুঁকি কীভাবে কমানো যায়- সে ব্যাপারেও তিনি সঠিক নির্দেশনা দেবেন।’

সত্য নাদেলা ছাড়াও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন জন থম্পসন। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি একাই এ দায়িত্ব পালন করে আসছিলেন।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: