০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪

মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:২৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪১৫৬ বার দেখা হয়েছে

কনমেবল অলিম্পিক প্রাক-বাছাইয়ে দাপট দেখালেও চূড়ান্ত পর্বে হোঁচট খেয়েছে অনূর্ধ্ব-২৩ আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দলই। আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে লাতিন দুই দল। বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে জুনিয়র আলবিসেলেস্তেরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

অন্যদিকে, আগামীকাল শুক্রবার ভোর ৫টায় স্বাগতিক ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল যুবারা। এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

অলিম্পিক বাছাইয়ের নিয়ম অনুযায়ী— ‘এ’ ও ‘বি’ এই দুই গ্রুপ থেকে দুটি করে চারটি দল বাছাইয়ের চূড়ান্ত পর্বের টিকিট কেটেছে। ‘এ’ গ্রুপের সেরা দুইয়ে থেকে চূড়ান্ত পর্বে পা রেখেছিল ব্রাজিল ও ভেনেজুয়েলা। ‘বি’ গ্রুপ থেকে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করে। এখান থেকে শীর্ষ দুটি দল সুযোগ পাবে ২০২৪ প্যারিস অলিম্পিকে।

বাছাইয়ের চূড়ান্ত পর্বে তিনটি করে ম্যাচ খেলার কথা প্রতিটি দলে। এরমধ্যে এক ম্যাচ করে খেলে ফেলেছে সবাই। উদ্বোধনী ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে আছে প্যারাগুয়ে। নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি লড়াইটি ড্র হওয়ায় এক পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার অবস্থান যথাক্রমে দুই ও তিনে।

আরও পড়ুন: বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রেস বক্স দেখে অসন্তুষ্ট পাপন

হার দিয়ে শুরু করা ব্রাজিল আছে টেবিলের তলানিতে। প্যারাগুয়ের বিপক্ষে হারের পর তাদের জন্য অলিম্পিক কোয়ালিফাই করা কিছুটা কঠিনই হয়ে পড়েছে। ব্রাজিলের জন্য সামনের দুই ম্যাচে জয়ের কোনো বিকল্পই নেই। অন্যদিকে, আজ রাতে ভেনেজুয়েলার বিপক্ষে জিততে পারলে ভালোভাবেই টিকে থাকবে আর্জেন্টিনা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

x
English Version

মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল

আপডেট: ০৭:২৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪

কনমেবল অলিম্পিক প্রাক-বাছাইয়ে দাপট দেখালেও চূড়ান্ত পর্বে হোঁচট খেয়েছে অনূর্ধ্ব-২৩ আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দলই। আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে লাতিন দুই দল। বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে জুনিয়র আলবিসেলেস্তেরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

অন্যদিকে, আগামীকাল শুক্রবার ভোর ৫টায় স্বাগতিক ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল যুবারা। এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

অলিম্পিক বাছাইয়ের নিয়ম অনুযায়ী— ‘এ’ ও ‘বি’ এই দুই গ্রুপ থেকে দুটি করে চারটি দল বাছাইয়ের চূড়ান্ত পর্বের টিকিট কেটেছে। ‘এ’ গ্রুপের সেরা দুইয়ে থেকে চূড়ান্ত পর্বে পা রেখেছিল ব্রাজিল ও ভেনেজুয়েলা। ‘বি’ গ্রুপ থেকে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করে। এখান থেকে শীর্ষ দুটি দল সুযোগ পাবে ২০২৪ প্যারিস অলিম্পিকে।

বাছাইয়ের চূড়ান্ত পর্বে তিনটি করে ম্যাচ খেলার কথা প্রতিটি দলে। এরমধ্যে এক ম্যাচ করে খেলে ফেলেছে সবাই। উদ্বোধনী ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে আছে প্যারাগুয়ে। নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি লড়াইটি ড্র হওয়ায় এক পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার অবস্থান যথাক্রমে দুই ও তিনে।

আরও পড়ুন: বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রেস বক্স দেখে অসন্তুষ্ট পাপন

হার দিয়ে শুরু করা ব্রাজিল আছে টেবিলের তলানিতে। প্যারাগুয়ের বিপক্ষে হারের পর তাদের জন্য অলিম্পিক কোয়ালিফাই করা কিছুটা কঠিনই হয়ে পড়েছে। ব্রাজিলের জন্য সামনের দুই ম্যাচে জয়ের কোনো বিকল্পই নেই। অন্যদিকে, আজ রাতে ভেনেজুয়েলার বিপক্ষে জিততে পারলে ভালোভাবেই টিকে থাকবে আর্জেন্টিনা।

ঢাকা/এসএইচ