০১:৪২ অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪

মাদক পাচারের দায়ে গ্রেফতার সাবেক প্রেসিডেন্ট

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:২৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
  • / ৪১৩৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ। আজ বুধবার বিবিসি এ খবর জানিয়েছে। দেশত্যাগ ঠেকিয়ে হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে প্রত্যর্পণে যুক্তরাষ্ট্র অনুরোধ করার কয়েক ঘণ্টা পরই রাজধানী তেগুসিগালপায় তাঁর বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়। গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তাঁর বাড়িতে ঢোকে পুলিশ। হুয়ান অরল্যান্ডো আত্মসমর্পণ করেন। এরপর তাঁকে হাতকড়া পরিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়।

২০১৪ সাল থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট ছিলেন হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ। তিনি অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত একটি চক্রের সঙ্গে হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজের জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁর ছোট ভাই টনি হার্নান্দেজ ওই চক্রের একজন সদস্য। গত বছর যুক্তরাষ্ট্রের একটি আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।টনি হার্নান্দেজের বিচারের সময় কৌঁসুলিরা অভিযোগ তোলেন, মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট জোয়াকুইন ‘এল চাপো’ গুজম্যান ব্যক্তিগতভাবে টনি হার্নান্দেজকে ১০ লাখ মার্কিন ডলার দিয়েছিলেন।

কৌঁসুলিদের দেওয়া তথ্য অনুযায়ী টনি হার্নান্দেজকে এ অর্থ দিয়ে এল চাপো গুজম্যান তাঁকে বলেন, হুয়ান হার্নান্দেজকে এ অর্থ ঘুষ হিসেবে দিয়েছেন তিনি।হন্ডুরাস বছরের পর বছর ধরে লাতিন আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে চোরাচালানকৃত মাদকের একটি প্রধান ট্রানজিটে পরিণত হয়েছে। কোকেন উৎপাদিত হয়, সম্প্রতি এমন দেশগুলোর একটিতে পরিণত হয়েছে হন্ডুরাস।

হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ সব সময় দাবি করে এসেছেন, তিনি মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে তাঁর ক্ষমতা দিয়ে সবকিছু করেছেন। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সময় তিনি যুক্তরাষ্ট্র সরকারের সমর্থনও পেয়েছিলেন। কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অধীন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হতে থাকে।গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় হার্নান্দেজকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষিদ্ধ ব্যক্তিদের তালিকায় যুক্ত করা হয়েছে।

ঢাকা/এমআর

শেয়ার করুন

x
English Version

মাদক পাচারের দায়ে গ্রেফতার সাবেক প্রেসিডেন্ট

আপডেট: ১২:২৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস জার্নাল ডেস্ক: মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ। আজ বুধবার বিবিসি এ খবর জানিয়েছে। দেশত্যাগ ঠেকিয়ে হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে প্রত্যর্পণে যুক্তরাষ্ট্র অনুরোধ করার কয়েক ঘণ্টা পরই রাজধানী তেগুসিগালপায় তাঁর বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়। গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তাঁর বাড়িতে ঢোকে পুলিশ। হুয়ান অরল্যান্ডো আত্মসমর্পণ করেন। এরপর তাঁকে হাতকড়া পরিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়।

২০১৪ সাল থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট ছিলেন হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ। তিনি অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত একটি চক্রের সঙ্গে হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজের জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁর ছোট ভাই টনি হার্নান্দেজ ওই চক্রের একজন সদস্য। গত বছর যুক্তরাষ্ট্রের একটি আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।টনি হার্নান্দেজের বিচারের সময় কৌঁসুলিরা অভিযোগ তোলেন, মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট জোয়াকুইন ‘এল চাপো’ গুজম্যান ব্যক্তিগতভাবে টনি হার্নান্দেজকে ১০ লাখ মার্কিন ডলার দিয়েছিলেন।

কৌঁসুলিদের দেওয়া তথ্য অনুযায়ী টনি হার্নান্দেজকে এ অর্থ দিয়ে এল চাপো গুজম্যান তাঁকে বলেন, হুয়ান হার্নান্দেজকে এ অর্থ ঘুষ হিসেবে দিয়েছেন তিনি।হন্ডুরাস বছরের পর বছর ধরে লাতিন আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে চোরাচালানকৃত মাদকের একটি প্রধান ট্রানজিটে পরিণত হয়েছে। কোকেন উৎপাদিত হয়, সম্প্রতি এমন দেশগুলোর একটিতে পরিণত হয়েছে হন্ডুরাস।

হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ সব সময় দাবি করে এসেছেন, তিনি মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে তাঁর ক্ষমতা দিয়ে সবকিছু করেছেন। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সময় তিনি যুক্তরাষ্ট্র সরকারের সমর্থনও পেয়েছিলেন। কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অধীন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হতে থাকে।গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় হার্নান্দেজকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষিদ্ধ ব্যক্তিদের তালিকায় যুক্ত করা হয়েছে।

ঢাকা/এমআর