১১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

মার্চেই আফগানিস্তানের সঙ্গে সিরিজ জুনিয়র টাইগারদের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৪৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
  • / ১০৪০২ বার দেখা হয়েছে

২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করার মিশন শুরু করে দিয়েছে বাংলাদেশের যুবারা। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), সিলেটের পর মিরপুরে চলছে নতুন অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্প। মিরপুরে চলমান ক্যাম্প শেষে চলতি মাসেই ভার‍তে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে যাবে টাইগার যুবারা।

গত বছরের ফেব্রুয়ারিতে দেশের ক্রিকেট ও ক্রীড়া ইতিহাসের প্রথম বিশ্বকাপ এনে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দীর্ঘদিন ধরে একসঙ্গে অনুশীলনে দলটি শক্তিশালী হয়ে উঠেছিল। 

নতুন অনূর্ধ্ব-১৯ দল নিয়েও তাই অনুশীলন ক্যাম্পে বাড়তি মনোযোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। শুধু অনুশীলনই নয়, অনুশীলনের পাশাপাশি এবার প্রথমবারের মতো বিদেশ সফর করবে নতুন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ৫টি ওয়ানডে ও ১টি চারদিনের ম্যাচ খেলার জন্য চলতি মাসেই দেশ ছাড়ার কথা আছে যুবাদের। বিষয়টি ঢাকা পোস্টকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভলপমেন্টের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার।

কায়সার বলেন, ‘ভারতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ রয়েছে আমাদের। ১০ থেকে ৩১ মার্চ। এই সফরে ৫টি ওয়ানডে ও ১টি চার দিনের ম্যাচ খেলার কথাবার্তা পাকা আছে। এটাই নতুন অনূর্ধ্ব-১৯ দলটার প্রথম বিদেশ সফর।’

আকবর আলীরা বিশ্বকাপ জয়ের পর এবার সেই অর্জন ধরের রাখার চ্যালেঞ্জ বিসিবির সামনে। এজন্য করোনার মধ্যেই গত অক্টোবরে নতুন করে অনূর্ধ্ব-১৯ দল গঠন করেছে ক্রিকেট বোর্ড। সেই ক্রিকেটারদের নিয়ে নিয়মিত ক্যাম্প চলছে। তবে অনুশীলন চললেও এতোদিন বিদেশি দলের সঙ্গে ম্যাচ খেলার সুযোগ হয়নি এই দলটার। এবার সে সুযোগের পাশাপাশি প্রথমবার বিদেশ সফরে যাচ্ছে জুনিয়র টাইগাররা।

 

আরও পড়ুন:

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

মার্চেই আফগানিস্তানের সঙ্গে সিরিজ জুনিয়র টাইগারদের

আপডেট: ০৬:৪৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১

২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করার মিশন শুরু করে দিয়েছে বাংলাদেশের যুবারা। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), সিলেটের পর মিরপুরে চলছে নতুন অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্প। মিরপুরে চলমান ক্যাম্প শেষে চলতি মাসেই ভার‍তে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে যাবে টাইগার যুবারা।

গত বছরের ফেব্রুয়ারিতে দেশের ক্রিকেট ও ক্রীড়া ইতিহাসের প্রথম বিশ্বকাপ এনে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দীর্ঘদিন ধরে একসঙ্গে অনুশীলনে দলটি শক্তিশালী হয়ে উঠেছিল। 

নতুন অনূর্ধ্ব-১৯ দল নিয়েও তাই অনুশীলন ক্যাম্পে বাড়তি মনোযোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। শুধু অনুশীলনই নয়, অনুশীলনের পাশাপাশি এবার প্রথমবারের মতো বিদেশ সফর করবে নতুন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ৫টি ওয়ানডে ও ১টি চারদিনের ম্যাচ খেলার জন্য চলতি মাসেই দেশ ছাড়ার কথা আছে যুবাদের। বিষয়টি ঢাকা পোস্টকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভলপমেন্টের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার।

কায়সার বলেন, ‘ভারতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ রয়েছে আমাদের। ১০ থেকে ৩১ মার্চ। এই সফরে ৫টি ওয়ানডে ও ১টি চার দিনের ম্যাচ খেলার কথাবার্তা পাকা আছে। এটাই নতুন অনূর্ধ্ব-১৯ দলটার প্রথম বিদেশ সফর।’

আকবর আলীরা বিশ্বকাপ জয়ের পর এবার সেই অর্জন ধরের রাখার চ্যালেঞ্জ বিসিবির সামনে। এজন্য করোনার মধ্যেই গত অক্টোবরে নতুন করে অনূর্ধ্ব-১৯ দল গঠন করেছে ক্রিকেট বোর্ড। সেই ক্রিকেটারদের নিয়ে নিয়মিত ক্যাম্প চলছে। তবে অনুশীলন চললেও এতোদিন বিদেশি দলের সঙ্গে ম্যাচ খেলার সুযোগ হয়নি এই দলটার। এবার সে সুযোগের পাশাপাশি প্রথমবার বিদেশ সফরে যাচ্ছে জুনিয়র টাইগাররা।

 

আরও পড়ুন: