০১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪

মুড়ি উৎপাদন করবে ফু-ওয়াং ফুডস

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৫৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
  • / ৪২৯০ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেড মুড়ি উৎপাদন করবে। আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি বর্তমান কারখানায় মুড়ি উৎপাদন শুরু করছে। এ জন্য ৩০ লাখ টাকা ব্যয়ে নতুন একটি প্রোডাকশন লাইন স্থাপন করছে। উৎপাদন শুরুর পর ফেব্রুয়ারি থেকে ‘ফু-ওয়াং মুড়ি’ বাজারে বিক্রি করবে। কোম্পানির সর্বশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এতে আরও বলা হয়, গাজীপুরের বোকরানে কারখানায় মুড়ি উৎপাদন ও বাজারজাতকরণের লক্ষ্যে নতুন প্রোডাকশন লাইন স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। এতে ব্যয় হবে ৩০ লাখ টাকা। এই কারখানা থেকে প্রতিদিন অন্তত ১০ মেট্রিক টন মুড়ি উৎপাদিত হবে।

এছাড়াও ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানির একই সভায় চলতি অর্থবছরের প্রথম ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২২) পারফরম্যান্স মূল্যায়নে নিরীক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুসারে, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্রতিষ্ঠান সিরাজ খান বসাক অ্যান্ড কোম্পানি এই নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করবে।

আরও পড়ুন: ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে এল.আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড

১১ কোটি ৮ লাখ ৩৯ হাজার ২৮৪টি শেয়ারধারীদের ২০২০ সালে ১ দশমিক ৬৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। কোম্পানির শেয়ারহোল্ডারদের হাতে রয়েছে মাত্র ৭ শতাংশ শেয়ার আর বাকি ৯৩ শতাংশের মধ্যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৮১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১০ শতাংশ ও বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১ শতাংশ শেয়ার।

কোম্পানিটির শেয়ার মঙ্গলবার দিনের শুরুতে ছিল ২৩ টাকা ৫০ পয়সা।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

মুড়ি উৎপাদন করবে ফু-ওয়াং ফুডস

আপডেট: ১১:৫৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেড মুড়ি উৎপাদন করবে। আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি বর্তমান কারখানায় মুড়ি উৎপাদন শুরু করছে। এ জন্য ৩০ লাখ টাকা ব্যয়ে নতুন একটি প্রোডাকশন লাইন স্থাপন করছে। উৎপাদন শুরুর পর ফেব্রুয়ারি থেকে ‘ফু-ওয়াং মুড়ি’ বাজারে বিক্রি করবে। কোম্পানির সর্বশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এতে আরও বলা হয়, গাজীপুরের বোকরানে কারখানায় মুড়ি উৎপাদন ও বাজারজাতকরণের লক্ষ্যে নতুন প্রোডাকশন লাইন স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। এতে ব্যয় হবে ৩০ লাখ টাকা। এই কারখানা থেকে প্রতিদিন অন্তত ১০ মেট্রিক টন মুড়ি উৎপাদিত হবে।

এছাড়াও ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানির একই সভায় চলতি অর্থবছরের প্রথম ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২২) পারফরম্যান্স মূল্যায়নে নিরীক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুসারে, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্রতিষ্ঠান সিরাজ খান বসাক অ্যান্ড কোম্পানি এই নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করবে।

আরও পড়ুন: ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে এল.আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড

১১ কোটি ৮ লাখ ৩৯ হাজার ২৮৪টি শেয়ারধারীদের ২০২০ সালে ১ দশমিক ৬৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। কোম্পানির শেয়ারহোল্ডারদের হাতে রয়েছে মাত্র ৭ শতাংশ শেয়ার আর বাকি ৯৩ শতাংশের মধ্যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৮১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১০ শতাংশ ও বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১ শতাংশ শেয়ার।

কোম্পানিটির শেয়ার মঙ্গলবার দিনের শুরুতে ছিল ২৩ টাকা ৫০ পয়সা।

ঢাকা/এসএ