০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪

মেট্রোরেলের স্টেশনে যাত্রীদের দীর্ঘ সারি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
  • / ৪১৮০ বার দেখা হয়েছে

মেট্রোরেলের উত্তরা প্ল্যাটফর্মে যাত্রীদের দীর্ঘ সারি। মেট্রোরেলে উঠতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রয়েছেন যাত্রীরা। তাদের অধিকাংশই দর্শনার্থী।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

যাত্রী পরিবহনে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টায় উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়েছে। গতকাল মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিকভাবে এই পথে ৬টি মেট্রোরেল চলাচল করছে। ১০ মিনিট পরপরই স্টেশন থেকে মেট্রোরেল ছেড়ে যাচ্ছে।

সকাল পৌনে ৮টায় উত্তরা উত্তর প্ল্যাটফর্মে মেট্রোরেলে উঠতে লাইনে দাঁড়ান উত্তরা ১৫ নম্বর সেক্টরের আরমান আলী। যাবেন আগারগাঁওয়ে। সকাল ৯টা ১০ মিনিটে তিনি প্ল্যাটফর্মের ভেতরে ঢোকার সুযোগ পান।

আরমান আলী বলেন, আগারগাঁওয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে তিনি চাকরি করেন। প্রতিদিন বাসে করে এই পথে তিনি যাতায়াত করতেন। আজ মেট্রোরেল চালু হওয়ায় এই পথে যাবেন তিনি। তবে মেট্রোরেল প্ল্যাটফর্মে ঢুকতেই এক ঘণ্টার বেশি সময় কেটে গেছে। ১০টার মধ্যে অফিসে ঢোকার কথা। আশা করি যথা সময়ে অফিসে উপস্থিত হতে পারবো।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

শখের বসে মেট্রোরেলে ঘুরতে এসেছেন টঙ্গী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র মেহেদী খান। তিনি বলেন, টিভি এবং ইউটিউবে বিভিন্ন দেশের মেট্রোরেলের ছবি দেখেছি। এখন সেই মেট্রোরেল আমাদের দেশে হয়েছে। সকালে ঘুম থেকে উঠেই মেট্রোরেল স্টেশনে চলে এসেছি। এখন উত্তরা থেকে আগারগাঁও যাব। আবার আগারগাঁও থেকে উত্তরা আসবো। আমার সঙ্গে যাওয়ার জন্য আরও তিন বন্ধু আসছে।

আগারগাঁও স্টেশন থেকে মেট্রোরেলে করে সকাল ৯টায় উত্তরা স্টেশন আসেন দর্শনার্থী হাসান মাহমুদ। আবার এই স্টেশন থেকে আগারগাঁও যাওয়ার জন্য তিনি লাইনে দাঁড়ান। আলাপকালে হাসান মাহমুদ বলেন, তার বাসা ফার্মগেটের মনিপুরী পাড়ায়। মেট্রোরেল দেখার জন্যই সকাল সকাল বের হয়েছেন। মেট্রোতে চড়ে তার অন্যরকম অনুভূতি হচ্ছে। তবে বাহনটির ভাড়া কিছুটা কমানোর দাবি জানিয়েছেন তিনি।

ঢাকা/এসএম

ট্যাগঃ

শেয়ার করুন

x
English Version

মেট্রোরেলের স্টেশনে যাত্রীদের দীর্ঘ সারি

আপডেট: ১১:০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

মেট্রোরেলের উত্তরা প্ল্যাটফর্মে যাত্রীদের দীর্ঘ সারি। মেট্রোরেলে উঠতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রয়েছেন যাত্রীরা। তাদের অধিকাংশই দর্শনার্থী।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

যাত্রী পরিবহনে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টায় উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়েছে। গতকাল মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিকভাবে এই পথে ৬টি মেট্রোরেল চলাচল করছে। ১০ মিনিট পরপরই স্টেশন থেকে মেট্রোরেল ছেড়ে যাচ্ছে।

সকাল পৌনে ৮টায় উত্তরা উত্তর প্ল্যাটফর্মে মেট্রোরেলে উঠতে লাইনে দাঁড়ান উত্তরা ১৫ নম্বর সেক্টরের আরমান আলী। যাবেন আগারগাঁওয়ে। সকাল ৯টা ১০ মিনিটে তিনি প্ল্যাটফর্মের ভেতরে ঢোকার সুযোগ পান।

আরমান আলী বলেন, আগারগাঁওয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে তিনি চাকরি করেন। প্রতিদিন বাসে করে এই পথে তিনি যাতায়াত করতেন। আজ মেট্রোরেল চালু হওয়ায় এই পথে যাবেন তিনি। তবে মেট্রোরেল প্ল্যাটফর্মে ঢুকতেই এক ঘণ্টার বেশি সময় কেটে গেছে। ১০টার মধ্যে অফিসে ঢোকার কথা। আশা করি যথা সময়ে অফিসে উপস্থিত হতে পারবো।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

শখের বসে মেট্রোরেলে ঘুরতে এসেছেন টঙ্গী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র মেহেদী খান। তিনি বলেন, টিভি এবং ইউটিউবে বিভিন্ন দেশের মেট্রোরেলের ছবি দেখেছি। এখন সেই মেট্রোরেল আমাদের দেশে হয়েছে। সকালে ঘুম থেকে উঠেই মেট্রোরেল স্টেশনে চলে এসেছি। এখন উত্তরা থেকে আগারগাঁও যাব। আবার আগারগাঁও থেকে উত্তরা আসবো। আমার সঙ্গে যাওয়ার জন্য আরও তিন বন্ধু আসছে।

আগারগাঁও স্টেশন থেকে মেট্রোরেলে করে সকাল ৯টায় উত্তরা স্টেশন আসেন দর্শনার্থী হাসান মাহমুদ। আবার এই স্টেশন থেকে আগারগাঁও যাওয়ার জন্য তিনি লাইনে দাঁড়ান। আলাপকালে হাসান মাহমুদ বলেন, তার বাসা ফার্মগেটের মনিপুরী পাড়ায়। মেট্রোরেল দেখার জন্যই সকাল সকাল বের হয়েছেন। মেট্রোতে চড়ে তার অন্যরকম অনুভূতি হচ্ছে। তবে বাহনটির ভাড়া কিছুটা কমানোর দাবি জানিয়েছেন তিনি।

ঢাকা/এসএম